Daily Horoscope: কেমন হবে আয়? সঙ্গীর সঙ্গে কেমন থাকবে সম্পর্ক?
Daily Astrology: এক নজরে দেখে নিন আজকে আপনার রাশিফল।
কলকাতা: মঙ্গলবার, ২৮ জুন। আজ কেমন যাবে দিনটি। কেমন কাটবে বাকি পড়ুয়াদের? আয়-ব্যয়ের যোগই বা কেমন? এক নজরে দেখে নিন আজকে আপনার রাশিফল।
মেষ
অন্যদের প্রয়োজনীয়তা ও চাহিদার প্রতি আপনার খেয়াল থাকবে। মন খারাপ থাকা কোনও বন্ধুর সঙ্গে সময় কাটাতে হতে পারে আপনাকে। আপনার সাহায্যে কারও সমস্যা কেটে যেতে পারে। আপনার চেষ্টা নজর এড়াবে না। সঙ্গীর সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন।
বৃষ
সঙ্গীদের জন্য লড়াই করতে হতে পারে। আপনার আশেপাশে থাকা লোকজন আপনরা থেকে মানসিক শক্তি সংগ্রহ করবে। আপনার যুক্তি ও চিন্তাবোধ অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে।
মিথুন
আপনার সৃজনশীল দিকের জন্য অনেকের উপকার হবে। আপনি বাকিদের সঙ্গে আপনার ভাবনাচিন্তা নিয়ে আলোচনা করতে পারবেন। বাকিদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আপনারও উপকার হবে। কোনও বন্ধুকে মানসিক জোর দিতে হতে পারে।
কর্কট
কাছের কোনও মানুষ আর্থিক সমস্যায় পড়তে হতে পারে। তাঁদের পাশে দাঁড়াতে হতে পারে আপনাকে। অন্যদের সমস্যা আজ আপনাকে ভাবাতে পারে। প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ান। পরিবারের সঙ্গে ভাল সম্পর্ক বজায় থাকবে।
সিংহ
অন্যকে প্রভাবিত করতে পারবেন আপনি। আপনরা কথায় বাকিরা সহজেই বিশ্বাস করবে আপনার পরিচিতরা। এদিন বিলাসবহুল দ্রব্যে আপনার খরচ হতে পারে। লেখালেখিতে আপনার মন বসতে পারে। ভাল কোনও বই পড়তে পারেন আজকে।
কন্যা
স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন। আপনার প্রয়োজনে আর্থিক সাহায্য করতে পারেন পরিবারের কোনও বয়োজেষ্ঠ ব্যক্তি। পরিবারের ছোট কোনও সদস্যের কারণে খুশি হতে পারেন। আপনার আত্মবিশ্বাস বাড়বে। কাজের কারণে ভ্রমণের সুযোগ আসতে পারে।
তুলা
দীর্ঘদিন ধরে চলা কোনও সমস্যার এদিন সমাধান হতে পারে। এদিন আপনার আর্থিক যোগ রয়েছে। তবে অন্যদিকে খরচও বাড়বে। নিজের ব্যবহারের দিকে খেয়াল রাখুন। রূঢ় ব্যবহারের কারণে পরিবারের কারও সঙ্গে সম্পর্কে শীতলতা আসতে পারে। বৈবাহিক সম্পর্কে সমস্যা থাকলে এদিন থেকে তা ঠিক হয়ে যেতে পারে।
বৃশ্চিক
আপাতত কিছুদিন বিশ্রাম নিন। বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে খরচের দিকে খেয়াল রাখুন। দূর সম্পর্কের কোনও আত্মীয়ের থেকে সুখবর মিলতে পারে। সঙ্গীর সঙ্গে কোথাও যাওয়ার প্ল্যান থাকলেও শেষ মুহূর্তে কাজের কারণে ভেস্তে যেতে পারে। এর থেকে সমস্যা তৈরি হতে পারে।
ধনু
আগে নেওয়া কোনও সিদ্ধান্তের কারণে পস্তাতে হতে পারে। তার জন্য মানসিক চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে। এর পরে কী করণীয়, তার জন্য উদ্বেগে থাকতে পারেন আপনি। তবে তা বেশিদিন স্থায়ী হবে না। বিনিয়োগের দিকে খেয়াল রাখবেন।
মকর
অন্যদের প্রয়োজনের কারণে নিজের দিকে খেয়াল রাখতে পারবেন না। কিছুটা হলেও নিজের জন্য সময় বের করুন। আর্থিক দিক থেকে একটু টানাটানি যাবে। কারও কাছে টাকা পাওনা থাকলে এদিন তা ফেরত পেতে পারেন। সন্তানের দিকে খেয়াল রাখুন। সম্পর্কের টানাপড়েন কেটে যেতে পারে।
কুম্ভ
কোনও সুযোগ-সুবিধা আপনার উদ্বেগ বা ভয়ের জন্য নষ্ট হতে পারে। সেটা যাতে না হয় তার দিকে খেয়াল রাখুন। ঘনিষ্ঠ কারও সহযোগিতায় ব্যবসায় বিপুল লাভের সুযোগ রয়েছে। আর্থিকভাবে লাভবান হওয়ারও যোগ রয়েছে।
মীন
নতুন কোনও ভাবনাচিন্তা মাথায় আসতে পারে। যা কাজের ক্ষেত্রে অত্যন্ত ভাল প্রভাব ফেলবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকায় যে কোনও কাজেই বাধা সত্ত্বেও ভাল ফল করবেন।