Horoscope Tomorrow: বিয়ের প্রস্তাব পাবেন এই রাশির জাতকরা! বকেয়া টাকা হাতে পাবেন কারা? রইল রাশিফল
Daily Horoscope: মঙ্গলবার কেমন যাবে? কী বলছে আপনার রাশিফল? কারা থাকবেন সতর্ক? কাদের জন্য ভাল দিন?
কলকাতা: রাশিফল অনুসারে, আগামীকাল অর্থাৎ ২১মে ২০২৪, মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ দিন। আগামীকাল ভাগ্যের নক্ষত্রগুলি কী নিয়ে আসছে? জেনে নিন আপনার আগামীকালের রাশিফল
মেষ - কালকের রাশিফল (Mesh Rashi)
দিন ভাল যাবে। অফিসে সম্মান পাবেন আপনি। আপনাকে ছাড়া অফিসে নতুন কোনও কাজ শুরু হবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ পছন্দ করবেন। আপনার স্বাস্থ্য ভাল থাকবে। আবহাওয়া পরিবর্তন থেকে সাবধান থাকুন। ব্যবসায়ীরা ভাল লাভ পেতে পারেন, মন খুব খুশি থাকবে। যদি আত্মীয় বা বন্ধুকে ঋণ হিসেবে কিছু টাকা দিয়ে থাকেন, তাহলে তিনি আপনার টাকা ফেরত দিতে পারেন।
বৃষ - কালকের রাশিফল (Brisha Rashi)
কাজের জায়গায় এদিন কিছু সমস্যা হতে পারে। কোনও বিভ্রমের মধ্যে থাকতে পারেন। কাজের জায়গায় অধ্যবসায়ের সঙ্গে কাজ করুন। ব্যবসায়ীরা মনে নেতিবাচক চিন্তা আসতে দেবেন না। ইতিবাচক চিন্তাভাবনা নিয়ে কাজ করুন, ব্যবসা ভাল হবে। তরুণরা কাজের ক্ষেত্রে গাফিলতি করবেন না। জীবনসঙ্গীর পরামর্শ মেনে কাজ করুন।
মিথুন - কালকের রাশিফল (Mithun Rashi)
সতর্ক হয়ে দিনটি কাটান। কর্মক্ষেত্রে যে কোনও সিদ্ধান্ত ভেবেচিন্তে নিন। চাকরিতে অর্থ উপার্জনের সম্ভাবনা রয়েছে। বোনাস মিলতে পারে আপনার। সময়মতো খাবার খেয়ে নিতে হবে। ব্যবসায় উন্নতির সুযোগ পেতে পারেন। ব্যবসা আরও বাড়তে পারে। জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যত পরিকল্পনা করতে পারেন। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
এদিন বাজেট তৈরি করে কাজ করুন। আয় সীমিত হবে তার সঙ্গে খরচ বাড়বে। আয় অনুযায়ী খরচ করতে হবে। ফলে বাজেট জরুরি। অধ্যবসায় সঙ্গে কাজ করতে হবে। পরিবারকে এমন কোনও প্রতিশ্রুতি দেবেন না যা পূরণ করতে পারবেন না। সহকর্মীদের প্রতি অসন্তুষ্টি ব্যবসায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কাউকে অযাচিত উপদেশ দেবেন না।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
কোনও সুখবর পেতে পারেন, যা আপনার মনকে খুশি করবে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। বাড়িতে কোনও বিশেষ অতিথি আসতে পারেন। পরিবারের কোনও সদস্য সরকারি চাকরি পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। কোনরকম শারীরিক কষ্ট হবে না। পরিবারে বড় কোনও উদযাপন হতে পারে। পরিবারে ছোট অতিথির আগমনের সুসংবাদ পেতে পারেন।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
কাজের জায়গায় এদিন ব্য়স্ত থাকবেন। সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে আপনার কাজ করবেন। অফিসে কিছুটা চাপের সম্মুখীন হতে পারেন। সহকর্মীরা কোনও কোনও বিষয়ে আপনাকে বাধা দিতে পারে। স্বাস্থ্য কিছুটা উদ্বেগের বিষয় হবে। মাথাব্যথা বা শরীরে ব্যথার জন্য় সমস্যা হতে পারে। নিজেদের ব্যবসা নিয়ে সতর্ক হোন ব্যবসায়ীরা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তা করেই তা নিন। আর্থিক অবস্থার কারণে চিন্তিত হতে পারেন।
তুলা - কালকের রাশিফল (Tula Rashi)
কর্মক্ষেত্রে এদিন খুব উদ্যমী হবেন। অফিসে অলসভাবে বসে থাকবেন না, এখানে-সেখানে ঘোরাঘুরি করে সময় কাটাবেন না। তাহলে আপনার উর্ধ্বতনদের নজরে আসতে পারেন। পথেঘাটে এদিন সতর্ক থাকুন। নয়তো দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। পড়ুয়ারা ব্যস্ততার কারণে পরিবারকে সময় দিতে পারবেন না। অচেনা কাউকে বিশ্বাস করবেন না।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
এদিন কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ পেতে পারেন। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন। যা লক্ষ্য রাখবেন, তা সম্পন্ন করতে পারবেন। যতটা সম্ভব জল খান। কোনও ভাল খবর শুনতে পারেন, এর ফলে আপনার মন খুব খুশি হবে। কোনও বিষয়ে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম প্রয়োজন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi)
এদিন বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। চাকরিজীবীদের কাজের জায়গায় বড় কোনও দায়িত্ব আসতে পারে। তার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। যদি কোনও দীর্ঘস্থায়ী রোগের কারণে চিন্তিত থাকেন, তাহলে এখন আপনি তার ঠিক চিকিৎসা পেতে পারেন। আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। ব্যবসা নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক লোকের সঙ্গে আলোচনা করে নিন। পরিবারের সঙ্গে সম্পর্কিত ভাল খবর পেতে পারেন। পিতামাতার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন, তাঁদের স্বাস্থ্য নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে একাধিকবার ভাবুন।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
কর্মক্ষেত্রে খুব সাবধানে কাজ করা উচিত। কাজের ক্ষেত্রে আপনার আগের রেকর্ড বজায় রাখার চেষ্টা করুন। অফিস থেকে কাজের জন্য পুরস্কৃত পেতে পারেন। স্বাস্থ্য ভাল থাকবে। কোনও ধরনের শারীরিক কষ্ট হবে না। বাইরের খাবার এড়িয়ে চলা প্রয়োজন। কোনও ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে পারেন, বাবা-মাকেও নিয়ে যেতে পারেন। বিদেশে শিক্ষা অর্জনের পরিকল্পনা নিয়ে কাজ করে থাকলে সাফল্য পেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। প্রেমের সম্পর্কে থাকলে বিয়ের প্রস্তাব নিয়ে সঙ্গীর বাড়িতে যেতে পারেন।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
চাকরির ক্ষেত্রে অগ্রগতির সুযোগ পেতে পারেন। স্বাস্থ্যের অবনতি হতে পারে। স্বাস্থ্যের প্রতি যত্ন বাড়াবেন, নয়তো আরও সমস্যা হতে পারে। ব্যবসায়ীরা রাগ নিয়ন্ত্রণ করুন, নয়তো কারও সঙ্গে বিবাদ হতে পারে। অপরিচিত ব্যক্তি থেকে সতর্ক থাকুন। পরিবারে সুখ থাকবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের যত্ন নিন। সন্তানকে নিয়ে ভাল খবর শুনবেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
জীবনে ভাল মুহূর্ত আসতে পারে। স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হবে। তবে যদি অংশীদারি ব্যবসা করেন তাহলে অংশীদারকে অন্ধবিশ্বাস করবেন না। বিশ্বাসঘাতকতার শিকার হতে পারেন। বাড়ির কোনও লোকের কথায় খারাপ লাগতে পারে, বিরক্ত হতে পারেন। মায়ের কাছ থেকে কিছু কাজের বিষয়ে পরামর্শ নিতে পারেন, খুব ভাল পরামর্শ পাবেন।
তথ্যসূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আমডাঙায় 'দাবাং' পুলিশ! তাড়া খেয়ে পাটক্ষেতে লুকোল দুষ্কৃতীরা