December 2024 Horoscope: বছর শেষে ভাগ্যে উঠবে ঝড়, ৫ রাশিতে বড় বদল! কী কী প্রভাব পড়তে চলেছে?
December Astrology: ডিসেম্বরের এই গ্রহগতির সমস্ত রাশির জাতকদের জীবনে শুভ-অশুভ প্রভাব বিস্তার করছে।
কলকাতা: ডিসেম্বর মাসে চারটি গ্রহের রাশি ও গতি পরিবর্তনের ঘটনা সমস্ত রাশির জাতকদের জীবনকে প্রভাবিত করবে। বছরের শেষ মাসে রাশি পরিবর্তন করবে শুক্র, সূর্য। আবার বক্রী হবে মঙ্গল। অন্য দিকে এই মাসে বুধ বৃশ্চিক রাশিতে মার্গী হবে। উল্লেখ্য ডিসেম্বর মাসে দুবার রাশি পরিবর্তন করবে শুক্র। কুম্ভে আসার পর শনির সঙ্গে যুতি সম্পর্ক তৈরি করবে এই গ্রহ। ডিসেম্বরের এই গ্রহগতির সমস্ত রাশির জাতকদের জীবনে শুভ-অশুভ প্রভাব বিস্তার করছে। কোন রাশির স্বপ্ন পূরণ হবে, অসফল থেকে যাবেন কারা, জেনে নিন।
মিথুন রাশি- মিথুন রাশির জাতকরা এই মাসে মিশ্র ফলাফল পাবেন। বাড়ি ও বাইরের সকলের পূর্ণ সহযোগিতা লাভ করবেন। আধিকারিকরা আপনার ওপর প্রসন্ন থাকবেন, পদোন্নতির সম্ভাবনা রয়েছে। পরীক্ষা ও প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য সময় অত্যন্ত শুভ। পছন্দের স্থানে বদলি হতে পারে। ব্যবসা সম্প্রসারণের জন্য সময় শুভ। নতুন দোকান খুলতে বা ব্যবসা শুরু করতে পারেন। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হঠাৎই কাছের বা দূরের যাত্রার যোগ তৈরি হবে। মাসের মাঝামাঝি সময়টি চ্যালেঞ্জে পরিপূর্ণ থাকবে। কর্মক্ষেত্রে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
সিংহ রাশি- সিংহ রাশির জাতকরা শুভ ফলাফল লাভ করবেন। সার মাস জুড়ে কঠিন পরিশ্রম ও চেষ্টার দ্বারা শুভ পরিণাম পাবেন। মাসের শুরুতে চাকরিতে পদোন্নতি সম্ভব। উচ্চপদ বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। সমাজে মান-সম্মান বাড়বে। ব্যবসায়ীদের জন্য মাসের দ্বিতীয়ার্ধ শুভ, প্রত্যাশার চেয়ে বেশি লাভ হবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হবে। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকদের জন্য সময় শুভ। ব্যবসায় পরিবর্তন করতে পারেন।
তুলা রাশি- এই মাসে তুলা রাশির জাতকরা ভাগ্যের সঙ্গ পাবেন। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়রদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে, তাঁদের সাহায্যে সমস্ত প্রকল্প পূর্ণ করতে পারবেন। পদ-প্রতিষ্ঠা বাড়বে তুলা রাশির জাতকদের। চাকরিজীবী জাতকরা আয়ের অতিরিক্ত উৎস পাবেন। সঞ্চিত অর্থ বৃদ্ধি হবে।
মকর রাশি- মকর রাশির জাতকরা এই মাসে মিশ্র ফলাফল লাভ করবেন। কাঙ্খিত সাফল্য লাভের জন্য সকলের সঙ্গে মিলে কাজ করতে হবে। এমন করতে পারলে পরিকল্পিত কাজ সময়ের মধ্যে সম্পন্ন হবে। সমস্ত বাধা সহজে দূর করতে পারবেন। মাসের শুরুতে কর্মক্ষেত্রে বিরোধীরা আপনাকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। এমন পরিস্থিতিতে ঠান্ডা মাথায় চ্যালেঞ্জ মোকাবিলা করুন। শুধু অফিস নয়, বাড়িতেও সমস্যার মুখোমুখি হবেন। কেউ আপনার পৈতৃক সম্পত্তি লাভের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। বিবাদের সমাধানের জন্য আদালতে যেতে পারেন।
মীন রাশি- মীন রাশির জাতকরা মাসের শুরুতে কাজে কাঙ্খিত সাফল্য লাভ করবেন। সকলের সহযোগিতায় নিজের স্বপ্নপূরণ করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য সময় শুভ, প্রভাব বাড়বে। চাকরিজীবী জাতকরা কর্মক্ষেত্রে কাঙ্খিত সাফল্য লাভ করতে পারবেন। কনট্র্যাক্টে কাজ করেন যাঁরা, তাঁরা কাজ পেতে পারেন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকদের জন্য সময় শুভ, বড় পদ, দায়িত্ব ও সম্মান পাবেন। চাকরি পরিবর্তনের চিন্তাভাবনা করে থাকলে ডিসেম্বরের মাঝামাঝি সময় উত্তম। তবে এমন কিছু করার আগে শুভাকাঙ্খীদের পরামর্শ গ্রহণ করুন। পরীক্ষা ও প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন যাঁরা, তাঁদের জন্য সময় শুভ। কাঙ্খিত সাফল্য পাবেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে