Astro Tips: তিন রাজযোগের দুর্লভ সংযোগ, ভাগ্য চমকাবে এই ৪ রাশির
Horoscope News: শ্রাবণ মাসের শিবরাত্রির শুভ সংযোগ কোন কোন রাশির জন্য শুভ?

কলকাতা: ২৩ জুলাই শ্রাবণ শিবরাত্রিতে ২৪ বছর পর তৈরি হচ্ছে একাধিক শুভ সংযোগ, যার প্রভাবে বেশ কিছু রাশির জাতকরা বিশেষ ভাবে লাভবান হবেন। শ্রাবণ মাসের শিবরাত্রির শুভ সংযোগ কোন কোন রাশির জন্য শুভ?
বৃষ রাশি- শিবের কৃপায় দুর্দান্ত আয় করতে পারবে বৃষ রাশির জাতকরা। উন্নতির পাশাপাশি সাফল্য লাভের যোগ রয়েছে এই রাশির জাতকদের ভাগ্যে। আয়ের একাধিক ভালো সুযোগ পাবেন এই রাশির জাতকরা। নানান ভাবে এর দ্বারা লাভান্বিত হবেন। ধন-সম্পত্তি পেতে পারেন। জীবনে উন্নতির পাশাপাশি পারিবারিক বিষয়েও সুখ লাভ করতে পারে। অসম্পূর্ণ ইচ্ছা এ সময় পূরণ করতে পারবেন।
মিথুন রাশি- এই শুভ যোগে বিশেষ ভাবে লাভান্বিত হবেন মিথুন রাশির জাতকরা। কেরিয়ারে আয়ের ভালো সুযোগ পাবেন এই রাশির জাতকরা। ধন, সমৃদ্ধি ও মান-সম্মান অর্জন করবেন। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা করবেন। পাশাপাশি তাঁদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার সুযোগ পাবেন। চাকরিজীবী জাতকরা আয়ের ভালো সুযোগ পেতে পারেন। তবে সেই সুযোগ চিহ্নিত করতে হবে আপনাদের।
বৃশ্চিক রাশি- শ্রাবণ শিবরাত্রির গ্রহ সংযোগের প্রভাবে বৃশ্চিক রাশির জাতকরা বাহন সুখ পেতে পারেন। পাশাপাশি এ সময় জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন। শিল্প ও সঙ্গীত জগতের সঙ্গে জড়িত জাতকরা এ সময় নতুন পরিচিতি পেতে পারেন। পাশাপাশি ভৌতিক সুখ-সুবিধার দ্বারাও আনন্দিত হবেন। বিবাহিত জাতকদের জন্য় এই সময়টি অত্যন্ত ফলদায়ী। সম্পর্ক আগের চেয়েও অধিক মজবুত হবে। অবিবাহিত জাতকরা সুন্দর, সহযোগী জীবনসঙ্গী লাভ করবেন। কোনও নতুন গাড়ি কিনতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের চেয়েও অধিক মজবুত থাকবে।
ধনু রাশি- এই রাশির জাতকদের মান-সম্মান, উচ্চ পদ, আর্থিক লাভ সম্ভব। পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে এই রাশির জাতকদের। পরোপকারী স্বভাব তীব্র হবে। ধর্মীয় কাজে রুচি থাকবে। চাকরিজীবী জাতকদের পদোন্নতি, পারিবারিক জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। কোষ্ঠীতে কোনও গ্রহের অশুভ থাকলে, তা-ও এবার সমাপ্ত হবে। বিদেশ যাত্রার যোগ রয়েছে এই রাশির জাতকদের। সন্তান সুখ লাভ করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















