Trigrahi Yog: জুনের দ্বিতীয় সপ্তাহেই ত্রিগ্রহী যোগ, জ্যাকপট লাগবে কোন কোন রাশিতে?
Trigrahi Yog Horoscope: ৯ জুন বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত যাবে। এ ছাড়াও ১১ জুন বুধ মিথুন রাশিতে উদয় হবে। ১৫ জুন মিথুনে আসবে সূর্য।

কলকাতা: জুন মাসে একাধিক বড় গ্রহের গোচর হবে। এই মাসে মঙ্গল, সূর্য, বুধ, শুক্র রাশি পরিবর্তন করবে। জ্যোতিষ গণনা অনুযায়ী ৬ জুন বুধ মিথুন রাশিতে, ৭ জুন মঙ্গল সিংহ রাশিতে প্রবেশ করবে।
অন্য দিকে, ৯ জুন বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত যাবে। এ ছাড়াও ১১ জুন বুধ মিথুন রাশিতে উদয় হবে। ১৫ জুন মিথুনে আসবে সূর্য। মাসের শেষে ২২ জুন বুধ কর্কট রাশিতে ও শুক্র বৃষ রাশিতে গোচর করবে। গ্রহের এই রাশি পরিবর্তন সমস্ত রাশির জাতকদের জীবনকে প্রভাবিত করবে। এ সময় ত্রিগ্রহী যোগ, বুধাদিত্য যোগের শুভ সংযোগ থাকবে। আবার মঙ্গল-কেতুর প্রতিকূল যোগের প্রভাবও থাকবে।
মেষ রাশি- ব্যবসা ও কেরিয়ারে ভাগ্যের সঙ্গ লাভ করবেন। পরিকল্পিত কাজ সময়ের মধ্যে পূর্ণ হবে। ব্যবসায়ীদের লাভ হবে। বাজারে আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন। চাকরিজীবী জাতকরা আয়ের অতিরিক্ত উৎস পাবেন। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে জড়িত জাতকদের জন্য সময় ভালো।
মিথুন রাশি- কাজ ও ব্যক্তিগত জীবনে সমস্যা সম্ভব। তবে বুদ্ধিমত্তার প্রয়োগ করে তার সমাধান করতে হবে। বন্ধু ও শুভাকাঙ্খীরা আপনাকে সমস্যা থেকে বের করতে পারবেন। বিরোধী ও গুপ্ত শত্রুর থেকে সতর্ক থাকুন। পরিবারের জন্য সিদ্ধান্ত নেওয়ার সময় সকলের আবেগের যত্ন নিতে হবে। ঝগড়ার পরিবর্তে শান্তিতে আলোচনা করা ভালো।
সিংহ রাশি- সমাজ ও কর্মক্ষেত্রে মান-সম্মান বাড়বে। পরিবারের লোকেরা আপনার সিদ্ধান্তের প্রশংসা জানাবেন। কেরিয়ার ও ব্যবসা সংক্রান্ত নতুন সুযোগ পেতে পারেন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা পদ ও দায়িত্ব পেতে পারেন। যার ফলে সমাজে পরিচিতি বাড়বে। দীর্ঘদিন ধরে জমি, বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে, তা এবার পূর্ণ হতে পারে।
বৃশ্চিক রাশি- কেরিয়ার ও ব্যবসা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পাবেন। তবে স্বাস্থ্য দুর্বল হবে। সঙ্গীর সঙ্গেও মনোমালিন্য সম্ভব। এমন পরিস্থিতি লক্ষ্য লাভের জন্য বন্ধুদের সহযোগিতা নিতে পারেন। ছোটছোট কথা উপেক্ষা করবেন না। ব্যবসায় লাভ হবে। ভেবেচিন্তে বড় কোনও সিদ্ধান্ত নেবেন, তা না-হলে লোকসান হতে পারে। আর্থিক লেনদেনে সতর্ক থাকুন। সাবধানে গাড়ি চালান। সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য অধিক পরিশ্রম করতে হবে।
মকর রাশি- ছোট ছোট মুনাফা অর্জন করতে গিয়ে বড় লোকসান করে বসবেন না। কারও কথায় এসে অর্থ লগ্নি করবেন না,কারণ সেই টাকা আটকে যেতে পারে। অপ্রয়োজনীয় কথায় জড়ানোর পরিবর্তে লক্ষ্যে মনোনিবেশ করুন। বিরোধী আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















