Astrology : আর্থিক অবস্থা হবে চাঙ্গা, ভাগ্যের চাকায় শান, পদোন্নতিও নাগালে, কোন ৬ রাশির লাগবে 'লটারি'
Hanuman Ji Blessings - গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে , ছয় রাশির জাতকদের উপর হনুমানজীর আশীর্বাদ থাকবে । সেই তিনটি রাশি কোনগুলি। জেনে নেওয়া যাক।

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মঙ্গলবার আজ। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুসারে , ছয় রাশির জাতকদের উপর হনুমানজীর আশীর্বাদ থাকবে । সেই তিনটি রাশি কোনগুলি। জেনে নেওয়া যাক।
মেষ রাশি - কর্মজীবনের প্রচেষ্টা সফল হবে। আর্থিক অবস্থা ভালই হবে। তবে ব্যয় বৃদ্ধি পেতে পারে। মিতব্যয়ী হওয়া দরকার। প্রেম এবং সম্পর্কে আগ্রাসী মনোভাব এড়িয়ে চলুন। সতর্ক থাকুন স্বাস্থ্য নিয়ে। হনুমান চালিশা পাঠে বিশেষ উপকার পাবেন।
বৃষ রাশি - কর্মজীবনে ভাল প্রভাব থাকবে। আর্থিক লাভ হতে পারে। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। প্রেম এবং সম্পর্কে স্থিতিশীলতা আসবে। স্বাস্থ্যের দিকে একটু খেয়াল রাখুন। অনেক পরিশ্রমের ফলে একটু ক্লান্ত লাগতে পারে। গুড় এবং তামার পাত্রে নৈবেদ্য উৎসর্গ করুন।
মিথুন রাশি - কর্মজীবনে পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। প্রেম এবং সম্পর্কে মিষ্টতা থাকবে। বুকে ব্যথা হতে পারে।
কর্কট রাশি - কেরিয়ারে নতুন সুযোগ আসবে। আর্থিক অবস্থা ভাল থাকবে যদি খরচ নিয়ন্ত্রণে রাখতে পারেন।
ভালোবাসা এবং সম্পর্কের ক্ষেত্রে পার্টনারের আবেগ বোঝা গুরুত্বপূর্ণ । হৃদরোগ সংক্রান্ত বিষয়ে সাবধান থাকুন। হনুমান মন্দিরে সিঁদুর অর্পণ করুন।
মীন রাশি - কেরিয়ারে লাভজনক সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক অবস্থা আগের থেকে ভাল হবে। আপনার কাজ অন্যদেরও অনুপ্রাণিত করবে। আবেগ প্রকাশ পাবে। ঠান্ডা বা হাঁপানি থেকে সতর্ক থাকুন। হনুমানজির দর্শন করুন।
কন্যা রাশি- আজ পদোন্নতির সম্ভাবনা আছে। আর্থিক অবস্থা ভাল হবে। বিনিয়োগ থেকে লাভ হবে। পুরনো সম্পর্ক আবার তরতাজা হবে। ত্বকের রোগ বাড়তে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















