Daily Astrology : ভাগ্য কেমন থাকবে কাল ? ধনাগম লক্ষ্মীবারে ?
Rashiphal : মেষ থেকে মীন, কেমন কাটবে কালকের দিন।
মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির জন্য কালকের দিন কেমন ? রাশিফলের যোগ বলছে, এই রাশিগুলির জন্য কালকের দিন ভাল থাকতে পারে। তবে কিছু রাশির জাতক-জাতিকারা অসৎ সঙ্গেও পড়ে যেতে পারেন। লক্ষ্মীবারে ভাগ্য কাদের সুপ্রসন্ন থাকবে তা জানতে চোখ থাকুক।
মেষ রাশি- কালকের রাশিফল (Mesh Rashi)
খুব ভাল কাটবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, তাঁদের জন্যও দিনটি ভাল কাটার সম্ভাবনা। নতুন ইন্টারভিউ দিয়ে থাকলে কাল চাকরির অফার পেতে পারেন। ভাল বেতন আসতে পারে। যাতে করে আর্থিক স্থিতি থাকবে ভাল। ব্যবসায়ীদের জন্যও ভাল কাটবে কালকের দিন। তবে খরচও বাড়তে পারে কাল। ফলে চিন্তান্বিত থাকতে পারেন। যুবকদের কথা বললে, বন্ধুদের সঙ্গে বেশি সময় কাটাতে পারেন। তবে অসৎ সঙ্গ থেকে দূরে থাকুন। পরিবারের সঙ্গে ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ। বাচ্চার সঙ্গে পার্কে ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্যের উপর নজর দিন। সর্দি-কাশিতে ভুগতে হতে পারে।
বৃষ রাশি - কালকের রাশিফল (Vrisha Rashi)
মিশ্র থাকার কথা কালকের দিনটি। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে ভাল সম্পর্ক বজায় রাখুন। সুসম্পর্ক বজায় থাকলে কাজ সময়ে শেষ করতে পারবেন। আপনার সহকর্মীদের সাহায্যও পাবেন। ব্যবসায়ীদের জন্য ভাল কাটতে পারে দিন। বিদেশযাত্রা করতে হতে পারে ব্যবসার প্রয়োজনে। কাল বাবা-মায়ের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দিন। দাম্পত্য জীবন মধুর থাকবে। শান্তির পরিবেশ বজায় থাকবে বাড়িতে। বন্ধুদের সঙ্গে বাইরে যেতে পারেন। পরিবার ও বন্ধুদের পূর্ণ সহযোগিতা পাবেন কাল। ফলে মন ভাল থাকবে। আয়ের সংস্থান বাড়তে পারে। স্বাস্থ্য ভালই থাকবে। শারীরিক কষ্ট মুক্ত থাকবেন।
মিথুন রাশি - কালকের রাশিফল (Mithun Rashi)
মোটের উপর ঠিক থাকবে কালকের দিন। চাকরি যাঁরা করেন, চূড়ান্ত ব্যস্ততায় কাটবে তাঁদের। ক্লান্তিবোধ করতে পারেন। পরিবারে কারো সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন কাল। কথা বলার আগে দশবার ভাবুন। ব্যবসায়ীরা কাল ভাল করবেন। তবে পরিশ্রম বেশি করতে হবে। পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন। ভাল কাটবে প্রেমজীবন। পরিবারের সঙ্গে কথা হতে পারে এ বিষয়ে। স্বাস্থ্য মোটের উপর ভাল কাটবে। তবে মৌসুমি বদলের জন্য শারীরিক সমস্যায় ভুগতে হতে পারে। সন্তানের তরফ থেকে আপনার মনে প্রশান্তি থাকবে।
কর্কট রাশি - কালকের রাশিফল (Karkat Rashi)
কষ্টে কাটতে পারে কালকের দিন। চাকরিক্ষেত্রে কাল কাজের চাপ থাকার সম্ভাবনা। রাগ নিয়ন্ত্রণে রাখুন। সহকর্মীদের উপর নারাজ, এটা যেন মনে না হয়। না হলে অফিসে কোনও কারণে সমস্যায় পড়তে হতে পারে। আর্থিক লাভ হতে পারে কাল। ফলে মনে থাকবে শান্তি। ব্যবসায়ীদের জন্য কালকের দিনটি ভাল নাও হতে পারে। সামগ্রী বিক্রি হতে পারে কম। ফলে আর্থিক ঝুঁকির একটা সম্ভাবনা থেকে যায়। প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে ঝগড়া থেকে বিরত থাকুন। বন্ধুদের সঙ্গে অযথা ঘুরে সময় নষ্ট না করাই ভাল। বরং কেরিয়ার তৈরিতে নজর থাক। সর্দি-কাশি ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন।
সিংহ রাশি - কালকের রাশিফল (Singha Rashi)
চিন্তান্বিত থাকতে পারেন কাল। চাকরি যাঁরা করেন, আপনার দফতরে কোনও সহকর্মীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়তে পারেন। তাই কাল বাদ-বিবাদে না যাওয়াই ভাল। সমস্যায় ফেলতে পারে কেউ কেউ। টাকাপয়সা বেশি খরচও হতে পারে কাল। তাই একটু সাবধান থাকাই শ্রেয়। বন্ধুদের সঙ্গে বাইরে আনন্দ করুন কিন্তু সময় সম্পর্কে সচেতন হয়ে। আচমকা ধনাগম হতে পারে কাল। স্বাস্থ্যের ব্যাপারে নজর থাকুক কাল। ছোটখাটো রোগজ্বালা ব্যতিব্যস্ত করতে পারে।
কন্যা রাশি - কালকের রাশিফল (Kanya Rashi)
উত্থান-পতনের সাক্ষী থাকতে হতে পারে কাল। চাকরিক্ষেত্রে বদলির সম্ভাবনা। তবো বেতন বাড়তে পারে। আর্থিক স্থিতি ভাল হতে পারে কাল। ব্যবসায়ীদের জন্যও কালকের দিনটি ভাল নাও কাটতে পারে। ফলে বিনিয়োগ ভেবেচিন্তে করবেন। বিশেষজ্ঞর পরামর্শ নিন। গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন। চোট-আঘাত লাগতে পারে। বাড়িতে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। স্বাস্থ্য ভাল থাকবে।
তুলা রাশি - কালকের রাশিফল (Tula Rashi)
ভাল কাটবে কালকের দিন। ভাল কাটবে কর্মক্ষেত্রেও। কাজের চাপ খুব একটা থাকবে না। ব্যবসায়ীদের লোকসানের সম্ভাবনা। জীবনসঙ্গীকে সময় দিন। চোখ এবং দাঁতের সমস্যায় ভুগতে পারেন।
বৃশ্চিক রাশি - কালকের রাশিফল (Vrishchik Rashi)
ভাল কাটবে কালকের দিন। চাকরিতে উন্নতির সম্ভাবনা। পরিশ্রমের সুফল পাবেন কাল। হতে পারে পদোন্নতি। ব্যবসা মধ্যম চলবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকবেন। বাড়িতে আসতে পারে অতিথি। চোখের সমস্যায় ভুগতে পারেন। ফলে কম্পিউটারে কাজ করার সময় সতর্ক থাকুন।
ধনু রাশি - কালকের রাশিফল (Dhanu Rashi)
মাঝারি কাটবে কালকের দিন। মন দিয়ে কাজ করে যান, ফল পাবেন। বাড়তে পারে বেতন। ব্যবসায়ীদের চিন্তায় কাটাতে হতে পারে। আলস্য দেখালে হিতে বিপরীত হবে। স্বাস্থ্য ভাল থাকবে কাল।
মকর রাশি - কালকের রাশিফল (Makar Rashi)
খুব ভাল কাটবে কালকের দিন। চাকরি পালটাতে চাইলে করতে পারেন। চাকরি বদলে বেশি বেতন পেতে পারেন। ব্যবসা আগে বাড়িয়ে নিয়ে যেতে অনেক মনসংযোগ দরকার। আলস্য কমাতে হবে। রাগ নয়, সংযম প্রয়োজন। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। মাথার যন্ত্রণায় ভুগতে পারেন কাল। সঠিক চিকিৎসা প্রয়োজন।
কুম্ভ রাশি - কালকের রাশিফল (Kumbh Rashi)
মাঝারি কাটবে কালকের দিন। পরিবারে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন হতে পারে। চাকরিতে বদল করতে হতে পারে কাল। ব্যবসায় সমস্যা হতে পারে। সন্তানের তরফ থেকে নিশ্চিন্ত থাকতে পারেন। সন্তানের কেরিয়ার নিয়েও মনে খুশি থাকবে। কোনও ধর্মীয় যাত্রায় সপরিবার যেতে পারেন। জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে। হাড়ের সমস্যায় ভুগতে পারেন।
মীন রাশি - কালকের রাশিফল (Meen Rashi)
ভাল কাটবে কালকের দিন। কর্মক্ষেত্রে ভাল কাটবে। ব্যবসায়ীদের দিনও কাটবে ভাল। কারোর থেকে টাকা পেলে তা কাল আসতে পারে আপনার হাতে। নতুন ব্যবসা শুরু করতে পারেন কাল। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। ফলে মন থাকবে ভাল। নতুন সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগতে পারেন কাল। সন্তানের স্বাস্থ্য নিয়েও চিন্তায় কাটাতে হতে পারে।
সূত্র - এবিপি লাইভ হিন্দি
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।