January Astrology: এ মাসের শেষেই ৪ রাশিতে দুর্ভোগ যোগ! হাতে থাকবে না টাকা, আর কী কী বিপদ?
Astro Tips: মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত ১২ রাশির জাতকরা এর দ্বারা প্রভাবিত হবে। কোন কোন রাশির জাতকদের ভোগান্তি বাড়বে?

কলকাতা: বুধ গোচরে নানাবিধ সমস্যা আসতে পারে। জ্যোতিষশাস্ত্রমতে, বুধকে বুদ্ধি, বিচক্ষণতা, তর্ক, বাকশক্তির কারক গ্রহ হিসেবে চিহ্নিত করা হয়। যে জাতকদের ওপর বুধের আশীর্বাদ থাকে, তাঁরা নিজের সিদ্ধান্তের সাহায্যে জীবনে সাফল্য লাভ করতে পারেন। আগামী ২৪ জানুয়ারি সন্ধ্যা ৫টা ২৬ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে বুধ। মেষ থেকে মীন পর্যন্ত সমস্ত ১২ রাশির জাতকরা এর দ্বারা প্রভাবিত হবে। কোন কোন রাশির জাতকদের ভোগান্তি বাড়বে?
কুম্ভ রাশি
কুম্ভ রাশির জাতকরা বুধের গোচরের পর কোনও ধরনের ব্যবসায়িক লগ্নি করবেন না। এ সময় বড়সড় সিদ্ধান্ত ও যাত্রায় বাধা উৎপন্ন হবে। ব্যবসায় কোনও আপোস বা চুক্তি করার পরিকল্পনা করে থাকলে, এখনই কোনও বড় সিদ্ধান্ত নেবেন না। কারণ এই সময়টি আপনাদের জন্য চ্যালেঞ্জপূর্ণ হতে পারে। ভেবেচিন্তে পদক্ষেপ করলে সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। আবার এই রাশির যে জাতকরা চাকরি পরিবর্তনে ইচ্ছুক, তাঁদের এখনও অপেক্ষা করতে হবে। আবার যাঁরা যৌথ পরিবারে থাকেন, সেই বৃশ্চিক জাতকদের জন্য সময় কঠিন। পরিবারের সদস্য ও জীবনসঙ্গীর মধ্যে জটিলতা সৃষ্টি হতে পারে।
মিথুন রাশি
বুধের গোচরের দ্বারা মিথুন রাশির জাতকদের ব্যয় বৃদ্ধি পেতে পারে। এর দ্বারা মানসিক চিন্তা ও অবসাদ বজায় থাকবে। তবে গবেষণা ও গূঢ় বিজ্ঞানের সঙ্গে জড়িত জাতকদের জন্য সময় খুবই ভালো। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিবাদের সমাধান হবে, কিন্তু সেই সঙ্গে মানসিক চাপও বাড়বে। তর্কশক্তি দুর্বল হতে পারে। আপনার কথায় অন্যেরা আঘাত পাবেন। মকর রাশিতে বুধের গোচরের সময় সতর্কতা অবলম্বন সত্ত্বেও কেউ না-কেউ আপনার কথা ও ব্যবহারে আহত হতে পারেন এবং পারিবারিক সমস্যা উৎপন্ন হতে পারে।
সিংহ রাশি
এ সময় সিংহ রাশির জাতকদের কেরিয়ারে সংঘর্ষ বৃদ্ধি পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রত্যাশামতো পরিণাম অর্জন করতে না-পারায় হতাশ হবেন। আবার অর্থ সঞ্চয় করাও কঠিন হয়ে পড়বে। ব্যবসায় উন্নতির জন্য আর্থিক লগ্নির পূর্বে ভালোভাবে প্রকল্প তৈরি করে নিন। টাকা-পয়সার বিষয় সতর্কতা অবলম্বন করতে হবে। পরিকল্পনাবদ্ধ ভাবে কাজ করে সময়ের সদ্ব্যবহার করতে পারেন। তবে অনেক ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হওয়ায় লাভজনক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন না।
বৃশ্চিক রাশি
বুধের মকর রাশিতে গোচর বৃশ্চিক রাশির জাতকদের জীবনে বিশেষ প্রভাব বিস্তার করবে। এ সময় ভেবেচিন্তে কথা বলতে হবে বৃশ্চিক রাশির জাতকদের এবং কারও চাপে এসে কোনও সিদ্ধান্ত নেবেন না। তা না-হলে বিবাদ বাঁধতে পারে। যাঁদের ওপর আপনি বিশ্বাস করেন, তাঁরাই আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, তাই সতর্ক থাকুন। তাই নিজের জরুরি কাজে মনোনিবেশ করুন, তা না-হলে দুর্ভোগ বাড়তে পারে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে




















