Baba Vanga : অচিরেই সমুদ্রে মহা প্রাকৃতিক বিপর্যয় ! 'জাপানি বাবা ভাঙ্গা'র ভবিষ্যদ্বাণী কাঁপাবে ভারতকেও ?
'জাপানি বাবা ভাঙ্গা' রিও তাতসুকি নাকি ভবিষ্যদ্বাণী করেছেন, অচিরেই আসছে স্বপ্ন বিরাট ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয়।

বুলগেরিয়ার বাবা ভাঙ্গার কথা তো অনেকেই শুনেছেন। কিন্তু রিও তাতসুকির নাম শুনেছেন কি? জাপানের মহিলা রিও তাতসুকিও ভবিষ্যৎদ্রষ্টা বলে খ্যাতি পেয়েছেন। তাঁরও ভবিষ্যদ্বাণী বেশি মিলে যাচ্ছে নাকি ! তিনি আবার এমন একটি ভবিষ্যদ্বাণী করেছেন, যার পরে তিনি এখন আন্তর্জাতিক শিরোনামে। তাঁকে অনেকে 'জাপানি বাবা ভাঙ্গা'বলে থাকে। রিও তাতসুকি আগামী তিন মাসে এক ভয়ঙ্কর বিপর্যয়ের ভবিষ্যদ্বাণী করেছেন। তার পূর্ববর্তী ভবিষ্যদ্বাণীগুলিও সত্য প্রমাণিত হয়েছে, তাই অনেকেই এই সতর্কবার্তাকেও গুরুত্ব দিচ্ছে।
সুনামির আশঙ্কা
'জাপানি বাবা ভাঙ্গা' রিও তাতসুকি নাকি ভবিষ্যদ্বাণী করেছেন, অচিরেই আসছে স্বপ্ন বিরাট ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয়। ১৯৮০ থেকে, তিনি নাকি এমন অনেক ভবিষ্যদ্বাণী করেছেন, যা মানুষকে অবাক করে দিয়েছে। কিন্তু তাঁর এবারের ভবিষ্যদ্বাণীটি যদি সত্যি হয়, তাহলে তো ভয়াবহ।
'জাপানি বাবা ভাঙ্গা'সম্প্রতি ভবিষ্যদ্বাণী করেছেন, জাপানের দক্ষিণে সমুদ্র উত্তাল। জলের নিচে ঘটতে পারে ভয়ঙ্কর অগ্ন্যুৎপাত। এটি যথেষ্ট শক্তিশালী হতে পারে । এর ফলে বিশাল সুনামি তৈরি হতে পারে। যদি এই পূর্বাভাস সত্য হয়, তাহলে এই দুর্যোগ প্রশান্ত মহাসাগরের তীরে অবস্থিত সব দেশেই প্রভাব ফেলতে পারে।
তিনি তাঁর স্বপ্নে দেখেছেন , সুনামির কেন্দ্রস্থল জাপান, তাইওয়ান, ইন্দোনেশিয়া এবং উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ। তবে, তার ভবিষ্যদ্বাণীতে কোথাও ভারতের নাম নেই।
জাপানি বাবা ভাঙ্গার কোন ভবিষ্যদ্বাণী সত্য হয়েছিল?
জাপানি ভাঙ্গার সবচেয়ে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে রয়েছে ১৯৯১ সালে ফ্রেডি মার্কারির মৃত্যু, ১৯৯৫ সালের কোবে ভূমিকম্প এবং ২০১১ সালের জাপানের সুনামি। বলা হয়, এই সমস্ত ঘটনা জাপানি বাবা ভাঙ্গা ইতিমধ্যেই ভবিষ্যদ্বাণী করেছিলেন। এখন তাই সুনামির ভবিষ্যদ্বাণী মানুষের মনে ভয় ধরাচ্ছে।
রিও তাতসুকির বেশ জনপ্রিয়তা আছে। ১৯৯৯ সালে তিনি 'দ্য ফিউচার আই স' নামে একটি ধারাবাহিক করেন। এটি মূলত ভবিষ্যদ্বাণীর উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। জাপানি বাবা ভাঙ্গা সম্প্রতি আরও জনপ্রিয় হয়ে উঠেছেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















