রাশি মকর : ২০২৬- এর হাইলাইট জেনে নিন, কিছু না কিছু বদল কীসে ? পুজোর ঘরে কী করবেন না, জানাচ্ছেন অ্যাস্ট্রো শর্মিষ্ঠা
মকর রাশির জাতক-জাতিকাদের কথায় স্বচ্ছতা রাখা জরুরি। আর কী কী করলে ভাল নতুন বছরে

কলকাতা : ২০২৬ কেমন কাটবে মকর রাশির জাতক-জাতিকাদের ? বিশিষ্ট জ্যোতিষী অ্যাস্ট্রো শর্মিষ্ঠা জানাচ্ছেন, নতুন বছরে মকর রাশির জাতক-জাতিকাদের জন্য মূল হাইলাইট - দায়িত্ব। এমনিতে মকর রাশির জাতক-জাতিকারা একটু বেশি দায়িত্বশীল ও বাস্তব। নতুন বছরে সেই দায়িত্বশীলতাকে বাড়িয়ে নিতে হবে। আপনার রাশির গ্রহ শনি যখন তিন নম্বর ঘরের মধ্যে দিয়ে ট্রানজিট করছেন, তখন তা দায়িত্ব ও প্রচেষ্টাকে আরও বেশি জোর দেওয়ার ইঙ্গিত দিয়ে যায়। নতুন বছরে কিছু না কিছু এমন জিনিস ঘটতে পারে, যাতে আপনার প্রচেষ্টা দ্বিগুণ হয়ে যাবে। বিষয়টি শুরু হয়ে গিয়েছে ২০২৫ সালেই। তবে এবার সেটা আরও বাড়বে। তবে এবার প্রচেষ্টা আরও বাড়িয়ে তুলতে সাহায্যের হাত আপনি পাবেন।
অ্যাস্ট্রো শর্মিষ্ঠা আরও জানিয়েছেন, মকর রাশির জাতক-জাতিকারা চাকরি থেকে ব্যবসা - কিছু না কিছু বদল আসবে। চাকরিতে রয়েছেন যাঁরা, তাঁদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে নতুন বছর। যাঁরা ব্যবসায় রয়েছেন, কারো সঙ্গে স্বল্পমেয়াদি সহযোগিতা স্তরে কাজ করতে পারেন। তবে অংশীদারিত্বে না যাওয়াই শ্রেয়। কারণ আপনার ১২ নম্বর ঘরে ব্যয়ের সঙ্কেত রয়েছে।
এই বছর আপনার ব্যবসায় দক্ষতা ও পরিধি বাড়িয়ে নিতে পারেন। আইনি কোনও সমস্যায় ইতিমধ্যেই পড়লে তাতে বেশি করে জড়িয়ে যেতে পারেন। যাদের নেই, তারাও ভুগতে পারেন একই সমস্যায়। তবে দশার পরিস্থিতির ওপর এটি নির্ভর করছে।
কথায় স্বচ্ছতা জরুরি
নতুন বছরে রাহু থাকছে আপনার দ্বিতীয় ঘরে। ফলে ততটাই প্রতিশ্রুতি দেওয়া জরুরি, যতটা আপনি নিজে করতে পারছেন। মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকবেন। এতে আর্থিক অবস্থাও প্রভাবিত হতে পারে। বাড়িয়েও বলবেন না, কমিয়েও বলবেন না কোনও কিছু। কথায় স্বচ্ছতা রাখা জরুরি। কোনও ব্যবসায় বিনিয়োগ করার আগে দেখুন যেখানে টাকা বিনিয়োগ করছেন তা উপযুক্ত কি না।
সম্পর্ক
সম্পর্কের ক্ষেত্রে দেখতে গেলে, নতুন বছর ততটা শুভ নয়। স্বল্পমেয়াদি সম্পর্ক হতে পারে, কিন্তু তা করতে গেলে দীর্ঘমেয়াদি সম্পর্কের সম্ভাবনা নষ্ট হয়ে যেতে পারে।
স্বাস্থ্য
মকর রাশির জাতক-জাতিকাদের জন্য স্বাস্থ্য সংক্রান্ত তেমন কোনও সমস্যা না হওয়ারই কথা। তবে দ্বিতীয় ঘরে রাহুর অবস্থানের কারণে, খাওয়াদাওয়ায় নজর রাখতে হবে। ধূমপান, মদ্যপান, আমিষ খাবারদাবারে নিয়ন্ত্রণ দরকার। না হলে স্বাস্থ্যে প্রভাব পড়ে যাবে।
পড়াশোনা
পড়াশোনার ক্ষেত্রটায় খুব একটা ভাল নাও হতে পারে। তেমন কোনও উন্নতি নাও হতে পারে। দশাভুক্তি ভাল থাকলে ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে।
টিপস
সকালে উঠে স্নান করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লক্ষ্মী ও নারায়ণকে স্মরণ করে, তাঁদের ধ্যান করে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। পুজোর ঘরে মোবাইল নিয়ে যেতে নেই। এটা মাথায় রাখুন। পরমাত্মার সঙ্গে সংযোগসাধন করতে ধ্যানও করুন নিয়মিত।
ভাল কাটুক চ্যালেঞ্জের বছর ২০২৬। মঙ্গলময় হোক সব কিছু। ভাল থাকুন। আনন্দে থাকুন।
মতামত বিশেষজ্ঞ অ্যাস্ট্রো শর্মিষ্ঠার নিজস্ব, এবিপি লাইভের নয়।
ডিসক্লেমার: প্রতিবেদনটিতে বক্তার মতামত ও সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত। কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনও সুনির্দিষ্ট মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ এবং এবিপি নেটওয়ার্ক জ্যোতিষ সম্পর্কিত কোনও সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য,পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















