Astrology : আজ ফলহারিণী কালী পুজো, অমাবস্যার আঁধার চিরে ঠিকরে উঠবে সৌভাগ্য! ৩ রাশি প্রস্তুত থাকুন
ফলহারিণী পুজোর দিনে, নির্দিষ্ট কিছু রাশির জাতকদের ভাগ্য খুলে যাওয়ার আভাস দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।

প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালীপুজো হয়। বিশ্বাস, এই পুজোতে কৃতকর্মের যাবতীয় ফল হরণ করেন দেবী। তাই এই পুজোর নাম ফলহারিণী কালীপুজো। রাতে প্রতিষ্ঠা করা হয় পুজোর ঘট। তারপর শুরু হয় পুজো। হয় বিশেষ আরতি, রাতভর চলে পুজো পাঠ। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে।
এই অমাবস্যাকে ভৌমবতী অমাবস্যাও বলা হয়। এই অমাবস্যায় যাঁরা স্নান, দান এবং তর্পণের মতো আচার-অনুষ্ঠান পালন করেন,তাঁদের দেবী কখনও অযথা কষ্টের সম্মুখীন হতে হয় না বলে বিশ্বাস মানুষের। এছাড়াও, শনিদেবের আশীর্বাদও তাদের উপর বর্ষিত হয় বলে বিশ্বাস। ভৌমবতী অমাবস্য় ফলহারিণী পুজোর দিনে, নির্দিষ্ট কিছু রাশির জাতকদের ভাগ্য খুলে যাওয়ার আভাস দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা।
ফলহারিণী কথার ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়, অশুভ ফল হরণকারী অমাবস্যা। ফলহারিণী রূপে মা কালীর আরাধনা করলে তিনি অশুভ ফল হরণ করে নেন। অমাবস্যা তিথি পড়ছে ২৬ মে । তিথি শেষ হবে ২৭ মে মঙ্গলবার।
মকর রাশি: এদিন এই রাশির জাতকর শনিদেবের কাছ থেকে প্রচুর আশীর্বাদ পাবেন। ভৌমবতী অমাবস্যা নতুন সম্পত্তি বা যানবাহন কেনার সুযোগ সহ সুবর্ণ সুযোগ নিয়ে আসতে পারে । দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আইনি বিষয়গুলি সফলভাবে সমাধান হতে পারে। পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এবং বৈবাহিক জীবনে সুসংবাদ আশা করা যায়।
বৃষ রাশি: ভৌমবতী অমাবস্যা এবং শনিদেবের সংযোগ ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা তৈরি করছে। নতুন সুযোগ তৈরি হবে, কেরিয়ারে সমৃদ্ধির পথ খুলে দেবে। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা সফল হতে পারে। শনির ইতিবাচক প্রভাব স্থিতিশীলতা, শৃঙ্খলা, অগ্রগতি এবং আর্থিক লাভের জন্য শক্তিশালী সম্ভাবনা নিয়ে আসবে।
মিথুন রাশি: চাকরির সুযোগ বাড়বে। আপনার বস আপনার কাজের প্রশংসা করবেন, যার ফলে আয় বৃদ্ধির পথ খুলে যেতে পারে। নতুন সংযোগ বৃদ্ধি পাবে, যার ফলে আপনার সম্পর্ক এবং কেরিয়ার উভয়ই উপকৃত হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















