২০২৭ পর্যন্ত পদে পদে বাধা! কাজ-বুঝে ফল দেবেন শনি ! ৫ রাশি বড় ঠাকুরের নজরে
বিশ্বাস করা হয়, শনিই সেই গ্রহ যা সাধারণ মানুষকে রাজাও করতে পারেন, আবার রাজাকে দীনদরিদ্রও করে দিতে পারেন।

শনির সাড়ে সাতিকে খুব কঠিন দশা মনে করা হয়। সাড়ে সাত বছর সময়ে শনি কড়া নজরে রাখেন কোনও রাশির জাতকদের। এবার এই সাড়ে সাত বছরের মধ্যে আবার তিন পর্যায় থাকে। একেক পর্যায়ে শনির দৃষ্টির প্রভাব একেক রকম হয় বলে দাবি জ্যোতিষশাস্ত্রবিদদের। তবে শনির সাড়ে সাতি যে সব মানুষের জীবনে একই রকম প্রভাব ফেলবে এমন নয়। মনে করা হয় শনি কর্মফল অনুসারেই প্রভাব ফেলেন। আর শনিই সেই গ্রহ যা সাধারণ মানুষকে রাজাও করতে পারেন, আবার রাজাকে দীনদরিদ্রও করে দিতে পারেন।
সাড়ে সাতির প্রভাব
জ্যোতিষশাস্ত্রবিদরা বলছেন, মেষ রাশিতে শনির সাড়ে সাতি ২৯শে মার্চ থেকে শুরু হয়েছে। ২০৩২ সাল পর্যন্ত স্থায়ী হবে এই প্রভাব। বর্তমানে মেষ রাশিতে সাড়ে সাতির প্রথম পর্যায় চলছে। এই সময়ে মেষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক এবং স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আবার শনির সাড়ে সাতির তৃতীয় পর্যায় চলছে। এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক চাপের পাশাপাশি আর্থিক ও শারীরিক সমস্যা আসতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের জন্য শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলছে। এই সময়ে মীন রাশির জাতক জাতিকাদের চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের সতর্ক থাকা উচিত।
ধৈয়ার প্রভাব
২৯ মার্চ, থেকে সিংহ রাশিতে শনির ধৈয়া শুরু হয়েছে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য উত্থান-পতন বয়ে আনবে । এই রাশির জাতকদের কর্মজীবনে সমস্যা আসতে তে পারে। এঁদের স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে। ধনু রাশির জাতকদের উপর শনির ধইয়ার প্রভাব ২৯ মার্চ থেকে শুরু হয়েছে। শনির এই গোচরের কারণে ধনু রাশির জাতকদের পারিবারিক জীবনে প্রভাব পড়তে পারে। সম্পত্তি সংক্রান্ত কাজে সমস্যা হতে পারে এবং জীবনে টানাপোড়েন দেখা দিতে পারে। এই সমস্যা আড়াই বছর স্থায়ী হবে।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।




















