Shani Sasha Yog : শনির শশ যোগে ৩০ বছর পর দারুণ সংযোগ, মকর সংক্রান্তির পরই ৪ রাশির ভাগ্য খোলার বিরাট যোগ
মকরসংক্রান্তিতে শনি কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করেছে । আর শনির এই রাজযোগে ৪ রাশির কপাল খুলে যাবে অভূতপূর্বভাবে।

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, মকর সংক্রান্তির দিন, সূর্য দেব মকর রাশিতে প্রবেশ করেন। মকরসংক্রান্তিতে কেটে যায় খরমাস। সব ধরনের মঙ্গলের কাজ পুনরায় শুরু করতে পারে।
২০২৫ এ ৩০ বছর পর, মকর সংক্রান্তিতে একটি বিস্ময়কর কাকতালীয় ঘটনা ঘটে গিয়েছে। মকরসংক্রান্তিতে শনি কুম্ভ রাশিতে শশ মহাপুরুষ যোগ তৈরি করেছে । আর শনির এই রাজযোগে ৪ রাশির কপাল খুলে যাবে অভূতপূর্বভাবে।
মকর রাশি - রাশি মকর হলে , জাতকদের জন্যও সুবর্ণ সময় শুরু হবে। শনিদেবের কৃপায় মকর রাশির মানুষের নানা সমস্যার সমাধান হবে। পরিবারের মানুষদের সমর্থন পাবে। অর্থ উপার্জনের ভাল সুযোগ থাকবে। ঋণ থেকে মুক্তি পেতে পারেন।
মিথুন রাশি - মিথুন রাশির জাতকরা শনি কৃপায় বিশেষভাবে উপকৃত হবেন মকর সংক্রান্তি ও তার পরবর্তী সময়। এই রাশির জাতকদের সঙ্কটকাল কেটে শুধুই ভাল ঘটনা ঘটবে। এই রাশির জাতিকারা অনেক ভাল খবর শুনতে পারেন। ব্যবসায়ীরা প্রচুর লাভ পাবেন। কোনও নতুন মানুষের সঙ্গে দেখা হতে পারে, যা জীবনে ভাল প্রভাব ফেলবে। শ্রমজীবী মানুষের উন্নতি হবে।
কুম্ভ রাশি - কুম্ভ রাশির জাতক-জাতিকা হলে জেনে রাখুন, আপনি শনির সাড়ে সাতির তৃতীয় পর্বের মধ্য দিয়ে যাবেন কিছুদিনের মধ্যেই। মকর সংক্রান্তিতে শনির বিশেষ কৃপা পাবেন এই রাশির জাতক - জাতিকারা। বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে। হঠাৎ লাভ হতে পারে। জমি সংক্রান্ত কাজে আয় বাড়বে এবং আটকে থাকা কাজ শেষ হবে।
তুলা রাশি - শনির শশ মহাপুরুষ যোগ তুলা রাশির জাতকদের জন্য শুভ সময় নিয়ে আসবে। ব্যবসায় অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ রয়েছে। কর্মজীবনে ভাল খবর আসতে পারে। চাকরিপ্রার্থীদের জন্য ভাল সময় শুরু হবে। নতুন চাকরি পাওয়া যেতে পারে, তাই চেষ্টা করা ছাড়বেন না।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আরও পড়ুন, 'TMC নেতা আক্রান্ত হলে পুলিশ ব্যবস্থা নেয়, কিন্তু অভিযুক্ত যদি শাসক হয় ..' !
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
