Solar Eclipse 2025: আর কিছুক্ষণ, সূর্য গ্রহণের দিনেই শনির গোচর ; চরম ক্ষতির আশঙ্কা ৩ রাশিতে
Astrology: সূর্যগ্রহণের দিন হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে। এই দিন দান-পুণ্য করলে শুভ ফলের প্রাপ্তি হয় এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হয়।

কলকাতা : ২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। জ্যোতিষ দৃষ্টিকোণ থেকে ২৯ মার্চ, শনিবার দিনটা বিশেষ। কারণ, এই দিন চৈত্র অমাবস্যার দিনে এই বছরের প্রথম সূর্যগ্রহণ হতে চলেছে। সঙ্গে সঙ্গে এই দিন শনি অমাবস্যাও আছে। এই দিন শনির গোচরও হতে চলেছে। সূর্যগ্রহণের দিন হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব বহন করে। এই দিন দান-পুণ্য করলে শুভ ফলের প্রাপ্তি হয় এবং ইতিবাচক শক্তি প্রবাহিত হয়।
সূর্যগ্রহণ কেন হয় ?
সূর্যের চারপাশে পৃথিবী ঘোরে এবং পৃথিবীর চারপাশে চাঁদ। এই কারণেই তিনটি কখনো না কখনো একে অপরের সরলরেখায় চলে আসে। এই কারণেই সূর্য ও চন্দ্রগ্রহণ হয়। যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ চলে আসে তখন তাকে সূর্যগ্রহণ বলে। এই সময় সূর্য থেকে আসা আলো চাঁদের মাঝখানে চলে আসার কারণে পৃথিবীতে পৌঁছাতে পারে না এবং চাঁদের ছায়া পৃথিবীতে পড়ে।
২০২৫ সালে সূর্যগ্রহণ কখন হবে ?
২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ ২৯ মার্চ, শনিবার দুপুর ২.২১ মিনিটে শুরু হবে এবং সন্ধে ৬.১৪ মিনিটে শেষ হবে।
এর জেরে কোন রাশির ক্ষতি হতে পারে ?
মেষ রাশি (Aries)-
মেষ রাশির উপর সূর্যগ্রহণের নেতিবাচক প্রভাব পড়তে পারে। এই সময় মেষ রাশিরা জাতকরা তাঁদের আচরণে পরিবর্তন আনুন, ক্রোধ এবং অহঙ্কার করা থেকে বিরত থাকুন। আপনার বক্তব্যে মধুরতা আনুন।
সিংহ রাশি (Leo)-
সিংহ রাশির মানসিক অশান্তি বৃদ্ধি পেতে পারে। নিজেকে টেনশনমুক্ত রাখার জন্য সূর্য দেবতার মন্ত্র জপ করুন। খুব জরুরি কাজ না হলে গ্রহণের দিন করবেন না। কোনও শুভ কাজ আজ করা থেকে বিরত থাকুন।
তুলা রাশি (Libra)-
তুলা রাশির পারিবারিক জীবনে সমস্যা দেখা দিতে পারে। পরিবারে কলহ এবং অবিশ্বাসের মতো বিষয় উঠে আসতে পারে। এই সময় অর্থের বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
তবে, ন্যায়ের দেবতা শনি দেবতা। তিনি প্রত্যেককে তাঁদের কর্ম অনুসারে ফল দেন। তাই, যাঁরা ভালো কাজ করেন তাঁদের উপর সদয় থাকেন ন্যায়ের দেবতা।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
