Surya Shani Yuti: বছরের শুরুতে মুখোমুখি সূর্য-শনি! ১০০ বছর পর দুর্লভ যোগে সৌভাগ্যের শিখরে ৩ রাশি, টাকার গদিতে থাকবেন কারা?
Sun Shani Transit 2025: সূর্যের এই স্থানান্তরের কারণে কিছু রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হবে। সম্মানের পাশাপাশি তাদের সম্পদও বাড়বে জীবনে।
কলকাতা: বছরের শুরুতে গ্রহের পরিবর্তন চলতে থাকে। এটি কারো জন্য শুভ এবং কিছু রাশির জন্য অশুভ। এখন গ্রহদের রাজপুত্র সূর্য শনির রাশিতে গমন করতে চলেছে। প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির জীবনে। সেই প্রভাব কখনও শুভ হয়, আবার কখনও অশুভ হয়ে আসে কারওর জীবনে৷
সূর্যের এই স্থানান্তরের কারণে কিছু রাশির মানুষের ভাগ্য উজ্জ্বল হবে। সম্মানের পাশাপাশি তাদের সম্পদও বাড়বে জীবনে। জীবনে সাফল্যের সম্ভাবনা থাকবে। আসুন জেনে নিই কোন কোন রাশির জাতকদের ভাগ্য উজ্জ্বল হবে।
নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ২০২৫ সালের শুরুতে দুটি প্রধান গ্রহ সূর্য ও শনি মুখোমুখি হবে। নতুন বছরে কুম্ভ রাশি থেকে বেরিয়ে শনি বৃহস্পতির রাশি মীনে প্রবেশ করবে। সেখানেই ১০০ বছর পর সূর্য ও শনির মহামিলন হতে চলেছে। যার প্রভাবে ৩ রাশির জীবনে বড় পরিবর্তন আসবে।
মেষ রাশি- গ্রহের রাজা সূর্যদেবের শনির রাশি কুম্ভ রাশিতে গমন মেষ রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। সূর্যের প্রভাবে এই রাশির জাতক জাতিকাদের সকল ইচ্ছা পূরণ হবে, যারা নতুন কাজ শুরু করতে চান তারা এতে সফলতা পাবেন। ২০২৫ সালের শুরুতে সূর্য এবং শনির মিলন মেষ রাশির জন্য শুভ হতে চলেছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। বিনিয়োগের টাকা বহুগুণে লাভে ফেরত পাবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে।
বৃষ রাশি- কুম্ভ রাশিতে সূর্যের গমন বৃষ রাশির জাতকদের জন্য খুব শুভ হবে। তাদের আর্থিক অবস্থার বড় পরিবর্তন হবে। সূর্য অস্ত যাওয়ার পর এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে। বৃষ রাশির মানুষদের জীবনে ২০২৫ সালের শুরুতে বড় পরিবর্তন আসবে। কর্মক্ষেত্রে কাজের পরিবেশ অনুকূল থাকবে, সহকর্মীদের সহযোগিতা পাবেন। সমাজে যশ-সম্মান বাড়বে। স্বাস্থ্য ভাল থাকবে। কম পরিশ্রমে প্রচুর সাফল্যের সুযোগ আসবে। যারা চাকরি খুঁজছেন, তাঁরা নতুন চাকরি পেতে পারেন।
সিংহ রাশি- সূর্য-শনির মিলনে সিংহ রাশির সুদিন ফিরতে চলেছে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পাবেন, বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। ব্যবসায়ে বড় চুক্তি করতে পারেন। স্ত্রীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে