Weekly Horoscope: কর্মফল ভোগ সিংহের, কন্যার ভাগ্যে আর্থিক সুফল, মেষ থেকে মীন- কেমন কাটতে চলেছে এই সপ্তাহটি?
Rashifal Weekly: মেষ থেকে মীন, এ সপ্তাহের কোন রাশির ভাগ্যে কী আছে?
![Weekly Horoscope: কর্মফল ভোগ সিংহের, কন্যার ভাগ্যে আর্থিক সুফল, মেষ থেকে মীন- কেমন কাটতে চলেছে এই সপ্তাহটি? Weekly Horoscope 13 May to 19 May Zodiac signs get lucky money saptahik rashifal Weekly Horoscope: কর্মফল ভোগ সিংহের, কন্যার ভাগ্যে আর্থিক সুফল, মেষ থেকে মীন- কেমন কাটতে চলেছে এই সপ্তাহটি?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/12/3f2bd8513b6a8d28dc92ca2654c0d5ef1715507657985223_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামী সপ্তাহটি কেমন কাটতে চলেছে আপনার?
মেষ রাশি- কোনও প্রত্যাশা পূরণ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। আবেগ সংযত রাখুন।
বৃষ রাশি- কারও সঙ্গে নতুন আত্মীয়তা হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উৎসাহবোধ করবেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ভালো থাকতে পারে।
মিথুন রাশি- আর্থিক দিক ভালো যাবে। পাওনা টাকা আদায় হতে পারে। পড়াশোনায় আনন্দ পাবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে। পুরোনো কোনো আত্মীয়ের সঙ্গে যোগাযোগ হতে পারে।
কর্কট রাশি- নিজেকে যথাযথভাবে প্রকাশ করার চেষ্টা করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকবে। কাউকে প্রথম দেখায় ভালো লাগতে পারে। বিনয়ী আচরণ দিয়ে অন্যের মন জয় করতে পারবেন।
সিংহ রাশি- দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। অকারণ ব্যয় পরিহার করার চেষ্টা করুন।
কন্যা রাশি- বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। প্রয়োজনে তাদের সহযোগিতা পেতে পারেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।
তুলা রাশি- কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। কর্মস্থলে সিনিয়রদের পরামর্শ কাজে লাগতে পারে। স্বাস্থ্য ভালো যাবে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
বৃশ্চিক রাশি- আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। কোনো সদ্গুরুর পরামর্শে উপকৃত হতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। গ্রহণের সুযোগ পেতে পারেন। পেশাগত দিক ভালো যাবে।
ধনু রাশি- দিনটি মিশ্র সম্ভাবনাময়। ঝুঁকিপূর্ণ কোনো কাজ করা থেকে বিরত থাকুন। অতীন্দ্রিয় শাস্ত্রাদির প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।
মকর রাশি- দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। অবিবাহিতদের কারও বিয়ে হতে পারে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। যৌথ ব্যবসায় সুফল পেতে পারেন।
কুম্ভ রাশি- ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা না-ও পেতে পারেন। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। শরীর অসুস্থ হতে পারে।
মীন রাশি- ধর্মীয় কাজে আনন্দ পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তানলাভ হতে পারে। পড়াশোনায় মন বসাতে পারবেন। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন।
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)