CNG Bike: দেশের প্রথম সিএনজি বাইক আনবে বাজাজ ! কবে আসবে বাজারে ? কত দামে পাবেন ?
Bajaj Bikes: আগামী ৫ জুলাই ২০২৪ বাজারে প্রথম সিএনজি বাইক (World's First CNG Bike) নিয়ে আসবে বাজাজ। দেশের কেন্দ্রীয় সড়ক-পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ীর উপস্থিতিতে ৫ জুলাই এই সিএনজি বাইক উদ্বোধন করা হবে।
World's First CNG Bike: আগেই জানা গিয়েছিল সারা বিশ্বের মধ্যে প্রথম সিএনজি বাইক (CNG Bike) এবার লঞ্চ করতে চলেছে বাজাজ। সম্প্রতি সিএনজি বাইক (Bajaj CNG Bike) লঞ্চ করার তারিখ জানাল বাজাজ। আর এই বাইকই বিশ্বের প্রথম সিএনজি বাইক হতে চলেছে, এর আগে কোনও সিএনজি বাইক বাজারে আসেনি। আগামী ৫ জুলাই ২০২৪ বাজারে প্রথম সিএনজি বাইক (World's First CNG Bike) নিয়ে আসবে বাজাজ। সংস্থার তরফে জানা গিয়েছে, দেশের কেন্দ্রীয় সড়ক-পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ীর উপস্থিতিতে ৫ জুলাই এই সিএনজি বাইক উদ্বোধন করা হবে। বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
সিএনজি বাইকের মধ্যে এই মডেলটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ
বাজাজের এই সিএনজি বাইকের টিজার (Bajaj CNG Bike) দেখে বোঝা যায়, এতে থাকছে একটা ফ্ল্যাট সিঙ্গল সিট। এই বাইকে সরঞ্জামের মধ্যে থাকবে ডুয়াল ফুয়েল ট্যাঙ্ক, এতেই একসঙ্গে সিএনজি ও পেট্রোল ট্যাঙ্ক থাকবে। বাজাজ অটো দাবি করছে, এই দুটি ফুয়েল ট্যাঙ্কের মধ্যে খুব সহজেই শিফট করে নেওয়া যাবে। আর এই বাইকের দাম ধার্য করা এই সংস্থার পক্ষে গুরুত্বপূর্ণ কাজ হবে।
সিএনজি বাইকে কী ফিচার্স থাকবে
ভারতের বাজারে বাজাজ যে এই সিএনজি বাইক (Bajaj CNG Bike) নিয়ে আসতে চলেছে, সেখানে এই মডেল একটা গেম চেঞ্জার হতে চলেছে। সংস্থা আভ্যন্তরীণভাবে একে নাম দিয়েছে ব্রুজার। তবে বাজারে আসার সময় এই মডেলের অন্য নামও দেওয়া হতে পারে। বাজাজ জানিয়েছে এই সিএনজি মোটরসাইকেল আদপেই পেট্রোল বাইকের থেকে খরচ ৫০ শতাংশ কমিয়ে দেবে। এর ইঞ্জিন হবে ১০০-১২৫ সিসির। এমনকী টেস্টিংয়ের সময় দেখা গিয়েছে এই বাইকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। রিয়ার হুইলে ইনস্টল করা হয়েছে মনোশক। দেখা গিয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক সেট আপ। সেফটির কথা মাথায় রেখে সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম বা কম্বি ব্রেকিং রয়েছে এই গাড়িতে।
দু-চাকার সিএনজি দুনিয়ায় প্রথম পদক্ষেপ
বেশ কিছু বছর ধরে, বাজাজ অটো দু-চাকার গাড়ি বাইক স্কুটার ইত্যাদি নির্মাণ করছে। এর আগে তিন চাকার গাড়ির মধ্যে সিএনজি গাড়ি নিয়ে এসেছে বাজাজ। তবে এই প্রথম দু-চাকার সিএনজি গাড়ি আনতে চলেছে এই সংস্থা। আর এটাই বিশ্বের প্রথম সিএনজি বাইক হতে চলেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: New BMW X3 2025: বিলাসবহুল গাড়ির নতুন সংজ্ঞা! আসছে নতুন BMW X3! কী কী থাকছে?