Bajaj CNG: বিশ্বের প্রথম সিএনজি বাইক আনবে এই সংস্থা, কবে আসবে ভারতে ?
Bajaj Auto: গ্লোবাল মার্কেটেই বাজাজ তাঁর এই নতুন বাইক লঞ্চ করতে চাইছে। আর বাজাজের হাত ধরে এর পরে ভারতে আরও কিছু সিএনজি বাইক ধীরে ধীরে বাজারে আসবে, এমনটাই মনে করা হচ্ছে।
Bajaj Bikes: বাজাজ অটো সংস্থা এবার বিশ্বের প্রথম সিএনজি বাইক আনতে চলেছে ভারতের বাজারে। বাজাজ অটোর ম্যানেজিং ডিরেক্টর রাজীব বাজাজ সম্প্রতি এই সংবাদ দিয়েছে প্রকাশ্যে। ২০২৪ সালের জুন মাসেই বাজারে আসতে চলেছে এই সিএনজি মোটরসাইকেল (Bajaj CNG)। বাজাজ পালসার ইতিমধ্যেই ভারতে NS400Z নামে নতুন একটি মডেল নিয়ে এসেছে। কবে আসবে এই সিএনজি বাইক ?
বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল
পরীক্ষার সূত্রে ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় এই সিএনজি (Bajaj CNG) বাইকটি লক্ষ্য করা গিয়েছে বাজাজের। ধারণা করা হচ্ছে যে এই বাইকে ডুয়াল ফুয়েল সিস্টেম থাকছে। এছাড়াও এর ইঞ্জিন হবে ১০০-১২৫ সিসির। এমনকী টেস্টিংয়ের সময় দেখা গিয়েছে এই বাইকে রয়েছে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক। রিয়ার হুইলে ইনস্টল করা হয়েছে মনোশক। দেখা গিয়েছে ডিস্ক ও ড্রাম ব্রেক সেট আপ। সেফটির কথা মাথায় রেখে সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম বা কম্বি ব্রেকিং রয়েছে এই গাড়িতে।
বাজাজ অটোর নতুন বাইক
এখনও পর্যন্ত বাজাজ অটো তাঁদের নতুন সিএনজি (Bajaj CNG) বাইকের নাম এখনও ঠিক করেনি। তবে কিছুদিন আগেই বাজাজ তাঁদের ব্রুজার ট্রেডমার্ক পেয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে যে বাজাজের নতুন বাইকটির নাম এই ব্রুজার দিয়েই হবে। গ্লোবাল মার্কেটেই বাজাজ তাঁর এই নতুন বাইক লঞ্চ করতে চাইছে। আর বাজাজের হাত ধরে এর পরে ভারতে আরও কিছু সিএনজি বাইক ধীরে ধীরে বাজারে আসবে, এমনটাই মনে করা হচ্ছে।
বাজাজ পালসারের NS400Z মডেল লঞ্চ
ভারতে ইতিমধ্যেই বাজাজ লঞ্চ করেছে NS400Z পালসারের এই নয়া মডেল। সংস্থার তরফ থেকে বুকিং নেওয়াও শুরু হয়ে গিয়েছে। ৫০০০ টাকা দিলেই বুক করা যাচ্ছে এই বাইক। এই নতুন বাইকে থাকছে ৩৭৩ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন, লিকুইড কুলড মোটর, ৬ স্পিডের গিয়ারবক্স ইত্যাদি। ১৭ ইঞ্চির অ্যালয়-হুইল থাকছে এই বাইকে। এই বাইকের দাম রাখা হয়েছে ১.৮৫ লাখ টাকা। আগামী মাস থেকেই এই বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে।
আরও পড়ুন: Bajaj Pulsar: ডমিনারের থেকেও কম দাম, ৫০০০ টাকাতেই বুকিং- কী চমক বাজাজ পালসারের নয়া মডেলে ?