Electric Scooter : ১.১০ লাখেই পাবেন এই বৈদ্যুতিন স্কুটার, বাইকের থেকে কম যায় না ফিচার্স- রেঞ্জ কত ?
BGauss RUV350 E-Scooter: দাম এই স্কুটারের একেবারেই সাধ্যের মধ্যে। মাত্র ১.১০ লাখ টাকা থেকেই শুরু হয়েছে বিগস আরইউভি ৩৫০ মডেলের এক্স শো-রুম দাম। ব্র্যান্ডের এই নতুন মডেলের সঙ্গে ডি১৫ মডেলের মিল আছে।
BGauss E-Scooter: ভারতের বাজারে এবার একটি নতুন বৈদ্যুতিন স্কুটার (Electric Scooter) এসে গেল। যেমন লুক, তেমন ফিচার্স। দুরন্ত রেঞ্জে ভারতের রাস্তায় এবার চলবে এই স্কুটার। সংস্থার নাম 'বিগস'। আর এই সংস্থাই দেশের প্রথম RUV মডেল নিয়ে এল বাজারে। লঞ্চ হয়েছে বিগসের আরইউভি ৩৫০ মডেল (BGauss E-Scooter)। কী ফিচার্স আছে এই বৈদ্যুতিন স্কুটারে, কোথায় আলাদা এই স্কুটার অন্য যে কোনও মডেলের তুলনায় ?
দাম এই স্কুটারের একেবারেই সাধ্যের মধ্যে। মাত্র ১.১০ লাখ টাকা থেকেই শুরু হয়েছে বিগস আরইউভি ৩৫০ মডেলের এক্স শো-রুম দাম। এই সংস্থার (BGauss E-Scooter) প্রথম ফ্ল্যাগশিপ মডেল বলা চলে এই বিগস আরইউভি ৩৫০ স্কুটারকে। ব্র্যান্ডের এই নতুন মডেলের সঙ্গে আগের ডি১৫ মডেলের অনেকটাই সাযুজ্য আছে। ভারতের বাজারে মূলত তিনটি ভ্যারিয়ান্ট রয়েছে এই স্কুটারের – RUV 350i, RUV 350 EX এবং RUV 350 Max। এর মধ্যে RUV EX হল একটি মিড ভ্যারিয়ান্টের মডেল যার দাম ১.২৫ লাখ টাকা। এমনকী এছাড়াও এই সংস্থার MX ভ্যারিয়ান্টটির দাম ১.৩৫ লাখ টাকা। যদিও এগুলি সবই স্কুটারের এক্স শো-রুম দাম।
বিগস স্কুটার (BGauss E-Scooter) যার প্লেট নম্বর ১, তাতে ফিচার্স হিসেবে রয়েছে এলইডি হেডলাইট ডিআরএল সহ, দুদিকেই রয়েছে টার্ন সিগনাল। আর এই স্কুটারে রয়েছে একটা বড়সড় ফ্রন্ট অ্যাপ্রন যাতে ব্র্যান্ডের এমব্লেম বসানো আছে। আর এই অ্যাপ্রনের লুক আরও বাড়ানোর জন্য এর মধ্যে প্রচুর দাগ টানা আছে।
স্কুটার নির্মাতা সংস্থার (BGauss E-Scooter) দাবি অনুসারে এতে থাকবে একটা স্লিক ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং দুরন্ত পারফরম্যান্স। এছাড়াও এই স্কুটারে ইকুইপমেন্টের মধ্যে একটা ফ্ল্যাট সিট থাকবে যা কিনা চালককে গাড়ি চালানোর সময় যথেষ্ট আরাম দেবে। বাইকের মতই এই স্কুটারে আছে ১৬ ইঞ্চির অ্যালয় হুইল, ডি১৫ ইভির মতই এই চাকার ডিজাইন। রাস্তা ভাল না থাকলে সেখানে গতি বজায় রেখে গাড়িকে নিরাপত্তা দিতে এই ধরনের চাকা খুবই উপযোগী। এই চাকা আদপেই বিশেষ এই মডেলের জন্য বানানো হয়েছে। এমনকী এই ধরনের চাকায় গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশ ভাল পাওয়া যায়।
ব্যাটারি প্যাকের কথায় আসা যাক। বিগস স্কুটারে ব্যবহৃত হচ্ছে একটি ৩ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম এলএফপি ব্যাটারি যাতে একবার চার্জ দিলে ১২০ কিমি পথ যাওয়া যায়। এই ব্যাটারিতে থাকছে ৩.৫ কিলোওয়াট বৈদ্যুতিন মোটর যাতে সর্বোচ্চ ১৬৫ এনএম টর্ক মেলে। এমনকী এই স্কুটারে সর্বোচ্চ ৭৫ কিমি গতি ওঠে এক ঘণ্টায়। তবে এই মডেলে ১২০ কিমি রেঞ্জ পাওয়া গেলেও এই সংস্থার RUV 350i-তে রেঞ্জ ৯০ কিমি, এবং RUV 350 EX মডেলে রেঞ্জ একই পাওয়া যাবে। ৫০০ ওয়াটের ব্যাটারি চার্জারে চার্জ দিলে ৮০ শতাংশ চার্জ হতে সময় ৫ ঘণ্টা।
এই বিগসের বৈদ্যুতিন স্কুটারে সেরা দুটি ট্রিমের ফিচার্স যুক্ত করা আছে। এর মধ্যে ৫ ইঞ্চির টিএফটি ব্লুটুথ কানেক্টিভিটি সহ, টার্ন বাই টার্ন নেভিগেশন, ইনকামিং কল অ্যালার্ট, রাইড স্ট্যাট ইত্যাদি। এতে একইসঙ্গে ক্রুজ কনট্রোল, রিভার্স মোড, হিল হোল্ড, রিজেনারেটিভ ব্রেকিং সিস্টেমও থাকছে। এর বেস ভ্যারিয়ান্টে একটা এলসিডি স্ক্রিনও থাকছে।
এখন থেকে বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী মাস থেকেই অর্থাৎ জুলাই শুরু হতেই এই বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে সংস্থার তরফে।
আরও পড়ুন: Mini Countryman SUV 2024: ভারতে শীঘ্রই লঞ্চ করবে নতুন মিনি কান্ট্রিম্যান SUV 2024 , দেখে নিন ছবি