Electric Scooter: মাত্র ৫৫ হাজারেই পাবেন এই বৈদ্যুতিন স্কুটার, ৭-৮ ঘণ্টা চার্জেই চলবে ৭৫ কিমি
iVoomi S1 Lite: ফিচার্সের মধ্যে আইভুমি এস ওয়ান লাইটে আছে ১৮ লিটারের একটা আন্ডারসিট স্টোরেজ, ইউএসবি পোর্ট থাকছে মোবাইল চার্জিংয়ের জন্য, এলইডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে এই স্কুটারে।
iVoomi S1 Lite: ইলেকট্রিক স্কুটার নির্মাতা স্টার্ট আপ সংস্থা iVOOMi এবার তাদের নতুন একটি বৈদ্যুতিন স্কুটার নিয়ে এসেছে বাজারে। তাদের প্রোডাক্ট পোর্টফোলিওতে জুড়ে যাবে একটা নতুন মডেল। সাশ্রয়ী সস্তার এই বৈদ্যুতিন স্কুটারের (Electric Scooter) ফিচার্স অনেক। স্কুটারের নাম S1 Lite। এই বৈদ্যুতিন স্কুটারটি দুটি ব্যাটারির বিকল্প নিয়ে এসেছে বাজারে, এর মধ্যে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিতে হবে কেনার সময়। এতে থাকছে একটা গ্রাফেন ইউনিট যা কিনা ৭৫ কিমি রেঞ্জ দেবে আর একটা লিথিয়াম আয়ন প্যাক রয়েছে যা কিনা ৮৫ কিমি। স্কুটারের ব্যাটারিকে (iVOOMi E-Scooter) চার্জ দিতে সময় লাগে ৭-৮ ঘণ্টা। তবে টপ স্পেক S1 Lite লিথিয়াম আয়ন ভ্যারিয়ান্টে চার্জ দিতে ৪ ঘণ্টা সময় লাগে।
এই বৈদ্যুতিন স্কুটারের দুটি ভ্যারিয়ান্টেই ১.২ কিলোওয়াট মোটর রয়েছে, এতে ১.৮ কিলোওয়াট পিক পাওয়ার দেয় এবং ১০.১ এনএম টর্ক উৎপন্ন করে। পারফরম্যান্সের কথা বলতে গেলে, দুটি ট্রিমের দক্ষতাই প্রায় একইরকম।
হার্ডওয়্যারের কথা বলতে গেলে, S1 Lite স্কুটারে ফ্রন্টে টেলিস্কোপিক ফর্ক থাকছে এবং রিয়ার অ্যাডজাস্টেবল স্প্রিং লোডেড ইউনিট থাকছে পিছনে। ফ্রন্ট ডিস্কে স্টপিং পাওয়ার থাকছে, রিয়ার ড্রাম ব্রেক সেট আপও থাকবে আইভুমি ই-স্কুটারে। তবে এটা উল্লেখ করার বিষয় যে, সাশ্রয়ী গ্রাফেন ব্যাটারি ভ্যারিয়ান্ট টিপস স্কেল দাঁড়ায় ১০১ কেজি, তবে এর লিথিয়াম আয়ন ভ্যারিয়ান্টের ওজন ৮২ কেজি।
অন্যান্য ফিচার্সের মধ্যে আইভুমি এস ওয়ান লাইটে আছে ১৮ লিটারের একটা আন্ডারসিট স্টোরেজ, ইউএসবি পোর্ট থাকছে মোবাইল চার্জিংয়ের জন্য, এলইডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও রয়েছে এই স্কুটারে। স্কুটারপ্রেমীরা এই স্কুটার কিনতে গেলে ৬টি রঙের ভ্যারিয়ান্টে পাবেন- পার্ল হোয়াইট, মুন গ্রে, স্কারলেট রেড, মিডনাইট ব্লু, ট্রু রেড, পিকক ব্লু। সংস্থার ডিলারশিপ মহারাষ্ট্র, গুজরাত, তামিলনাড়ু, তেলেঙ্গানা, রাজস্থান সহ সমস্ত রাজ্যেই কম বেশি আছে। আগ্রহী ক্রেতারা এই ডিলারশিপের থেকে কিনতে পারেন এই স্কুটার বা তাদের ওয়েবসাইটে গিয়েও অর্ডার বুক করতে পারেন।
আইভুমি স্কুটারের দাম থাকছে ৫৪,৯৯৯ টাকা। তবে এর টপ স্পেক লিথিয়াম আয়ন ব্যাটারি ভ্যারিয়ান্টের দাম পড়বে ৬৪,৯৯৯ টাকা। মাসে ১৪৯৯ টাকার ইএমআইতেই ঘরে আনতে পারবেন এই স্কুটার। তাঁর উপর এই সংস্থা ১৮ মাসের ওয়্যার্যান্টি দিচ্ছে প্রথম ভার্সনে এবং লিথিয়াম আয়ন ভার্সনের জন্য ৩ বছরের ওয়্যারান্টি থাকছে।c
আরও পড়ুন: Bajaj Bikes: নতুন অবতারে হাজির হবে বাজাজ ডমিনার, আসবে আরও ফিচার্স- দাম কি বাড়ছে ?