Best Scooter: ভারতে তৈরি, ইউরোপে দেদার বিক্রি- এক মাসেই ১৪ হাজার ইউনিট বিক্রি এই স্কুটারের
Yamaha Scooter: ইয়ামাহার Ray GR 125 হাইব্রিড মডেলের বিক্রি বিপুল হারে বেড়ে গিয়েছে ইউরোপের বাজারে। এই বছর ইউরোপের ২৭টি দেশে মোট ১৩ হাজার ৪০০ ইউনিট স্কুটার রফতানি হয়েছে।
Yamaha Scooter: কয়েক বছর আগেও যে সমস্ত স্কুটার ইউরোপে বিপুল বিক্রি হত সেই স্কুটারের বিরাট বিক্রি হত ভারতের বাজারেও। আর তার উদাহরণ এখনও আছে। ইয়ামাহা সংস্থার এমন একটি স্কুটার আছে যা কিনা ইউরোপে বেস্টসেলারের (Bestseller Scooter) তকমা পেয়েছে। জুন এবং জুলাই মাসের মধ্যে ইয়ামাহা মোটর প্রাইভেট লিমিটেড সংস্থার (Yamaha Scooter) একটি মডেল ১৩ হাজার ৪০০ ইউনিট রফতানি হয়েছে ইউরোপে। Yamaha Ray Zr 125 এই স্কুটারের বিপুল বিক্রি ইউরোপের বিভিন্ন দেশে। কী ফিচার্স এই স্কুটারের ?
ইয়ামাহার এই স্কুটারে দারুণ সব ফিচার্স রয়েছে এবং এর অসাধারণ কোয়ালিটি ও কনটেম্পোরারি ফিচার্সের দিক থেকে এই মডেলটি এক কথায় অসামান্য। শুধু তাই নয়, দারুণ মাইলেজও পাবেন এই স্কুটারে। আর এই কারণেই ইউরোপিয়ান দেশগুলিতে এই স্কুটারের চাহিদা ক্রমেই বাড়ছে।
ইউরোপীয় বাজারে দারুণ চাহিদা এই স্কুটারের
ইয়ামাহার Ray GR 125 হাইব্রিড মডেলের বিক্রি বিপুল হারে বেড়ে গিয়েছে ইউরোপের বাজারে। এই বছর ইউরোপের ২৭টি দেশে মোট ১৩ হাজার ৪০০ ইউনিট স্কুটার রফতানি হয়েছে। দেখা গিয়েছে বাজারে ইয়ামাহা স্কুটারের চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে। ইয়ামাহা মোটর গ্রুপের চেয়ারম্যান ঐশীন শিনানা জানিয়েছেন যে এই সেলস রিপোর্ট ভারতের জন্য খুবই গর্বের বিষয়। এই স্কুটারের বিক্রি ইউরোপে দুরন্ত হারে বেড়েছে।
দারুণ ফিচার্স রয়েছে এই ইয়ামাহার স্কুটারে
ইউরোপে যে সমস্ত দেশে এই ইয়ামাহার স্কুটারের চাহিদা বাড়ছে তার মধ্যে রয়েছে গ্রেট ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, পর্তুগাল, গ্রিস, সুইজারল্যান্ড এবং তুর্কি। এর অসাধারণ ফিচার্সের কারণেই এই স্কুটারের এত চাহিদা। এই স্কুটারে হাইব্রিড স্টাইলিংয়ের সঙ্গে শক্তিশালী ইঞ্জিনের মিশেল রয়েছে। বোল্ড রঙে বাজারে এসেছে এই স্কুটার। পারফরম্যান্সের দিক থেকেও এর কোয়ালিটি বেশ ভাল। ফ্রন্ট ডিস্ক ব্রেক, বড় স্টোরেজ কম্পার্টমেন্ট, পিক আপ ও মাইলেজের মত অত্যাধুনিক ফিচার্স রয়েছে এই ইয়ামাহার স্কুটারে। ইয়ামাহার আরও বেশ কিছু ভাল স্কুটার মডেল রয়েছে ভারতের বাজারে যেগুলির দারুণ চাহিদা। দামের দিক থেকেও এই স্কুটারগুলি বেশ প্রিমিয়াম মূল্যে পাওয়া যায়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Traffic Challan: রাস্তায় অকারণে চালান কেটেছে ট্রাফিক ! এক টাকাও দিতে না চাইলে করুন এই কাজ