Honda Bikes: হোন্ডার এই জনপ্রিয় বাইকের দাম বেড়ে গেল, এখন কিনতে গেলে কত EMI পড়বে ?
Honda Shine Bike Price Hike: বাজারে হোন্ডা শাইন ১২৫-এর দুটি ভ্যারিয়ান্ট রয়েছে। একটি ড্রাম এবং অন্যটি হল ডিস্ক ভ্যারিয়ান্ট। এই বাইকের ড্রাম ভ্যারিয়ান্টের দাম ১২৪২ টাকা বেড়ে গিয়েছে।

Honda Shine 125: হোন্ডা শাইন ভারতের বাজারে অন্যতম জনপ্রিয় একটি বাইক। বাজেটের মধ্যে ভাল বাইক যারা খোঁজেন তাদের জন্য এই বাইকটি খুবই ভাল একটি বিকল্প। তবে এবার এই বাইকপ্রেমীদের জন্য খারাপ খবর (Honda Shine 125) রয়েছে। দাম বেড়ে গেল হোন্ডা শাইন ১২৫-এর। হোন্ডা এই বাইকের দাম বাড়িয়ে দিয়েছে। ফলে এবার কিনতে গেলে কত টাকা দিতে হবে ইএমআই ? মূলত এই বাইকের নয়া আপডেট আসার কারণেই এই বাইকের দাম বাড়িয়েছে সংস্থা। এই বাইকে সবথেকে আধুনিক ওবিডি ২বি নর্ম আনা হয়েছে।
হোন্ডা শাইনের নয়া দাম
বাজারে হোন্ডা শাইন ১২৫-এর দুটি ভ্যারিয়ান্ট রয়েছে। একটি ড্রাম এবং অন্যটি হল ডিস্ক ভ্যারিয়ান্ট। এই বাইকের ড্রাম ভ্যারিয়ান্টের দাম ১২৪২ টাকা বেড়ে গিয়েছে। এখন এই বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৮৪,৪৯৩ টাকা। এর ডিস্ক ভ্যারিয়ান্টের দাম ১৯৯৪ টাকা বেড়ে গিয়েছে। এই ভ্যারিয়ান্টের এখন এক্স শোরুম দাম রয়েছে ৮৯,২৪৫ টাকা।
হোন্ডা শাইনের জন্য আপনাকে ইএমআই কত দিতে হবে
দিল্লিতে হোন্ডা শাইনের ওবিডি ২বি এডিশনের এক্স শোরুম দাম ১ লক্ষ ৪ হাজার ১৯৫ টাকা। এই হোন্ডা বাইকটি কিনতে আপনি প্রায় ৯৯ হাজার টাকা ঋণ নিতে পারেন। ব্যাঙ্ক থেকে কত ঋণ পাবেন তা আপনার ক্রেডিট স্কোরের উপর নির্ভর করছে। ব্যাঙ্ক এই ঋণের উপর কিছু টাকা সুদ নেয় আর তা হিসেব করেই মাসিক ইএমআই কত হবে তা জানা যাবে।
হোন্ডা শাইনের এই আপডেটেড মডেলটি কিনতে হলে আপনাকে ৫২১০ টাকা ডাউন পেমেন্ট করতে হবে। আপনি যদি ২ বছরের লোনে এই হোন্ডা শাইন বাইকটি কেনেন তাহলে আপনার উপর ৯ শতাংশ হারে সুদ ধার্য হবে এবং ২৪ মাসের জন্য আপনাকে ইএমআই দিতে হবে ৪৯০০ টাকা।
আর হোন্ডা শাইনের জন্য আপনি ৩ বছরের মেয়াদে ঋণ নিলে ৯ শতাংশ সুদের হারে আপনাকে মাসে মাসে ৩৫০০ টাকার ইএমআই দিতে হবে। সবশেষে কেউ যদি এই হোন্ডা শাইন ১২৫ বাইকটি ৪৮ মাস অর্থাৎ ৪ বছরের মেয়াদের জন্য ঋণ নিয়ে কিনে থাকেন, তাহলে আপনাকে প্রতি মাসে ২৮০০ টাকা করে ইএমআই দিতে হবে।
আরও পড়ুন: Dividend Stocks: আগামী সপ্তাহে বাড়তি মুনাফার সুযোগ ! এই স্টকগুলি কেনা থাকলে ভরবে পকেট






















