Creta EV: হুন্ডাই ক্রেটা ইভি নাকি ক্রেটার পুরনো ভার্সন, কোন মডেলে কী ফিচার্স ? কতটা আলাদা ?
Hyundai Creta: হুন্ডাই ক্রেটার রেগুলার মডেলের থেকে হুন্ডাই ক্রেটার ইভি ভার্সন কোথায় কোথায় আলাদা ? কী ফিচার্স নতুন আসছে ইভি ভার্সনে ?
সোমনাথ চট্টোপাধ্যায়: হুন্ডাইয়ের ক্রেটা (Hyundai Creta EV) এবং ক্রেটা ইভি ভার্সন দুই রকম মডেলই এসেছে বাজারে। পুরনো ক্রেটার থেকে খানিক আলাদা এই ইভি ভার্সন। কিন্তু কোথায় আলাদা ? এটা আর গোপন নেই যে ক্রেটার ইভি আদপে ফেসলিফট ক্রেটার ভার্সনের উপরেই গড়ে উঠছে। এই বছরের শুরুর দিক থেকেই গাড়ি নির্মাণ শুরু হয়ে গিয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, ক্রেটা আইসিই ভার্সনের থেকে ক্রেটা ইভি ভার্সন সামান্য হলেও আলাদা। বলা ভাল, এই ক্রেটা (Hyundai Creta EV) রেগুলার মডেলের উপর সামান্য ইভির ছোঁয়া লেগেছে, যেখানে বেশিরভাগ মডেলের ক্ষেত্রেই বর্তমান ফেসলিফট মডেলের লুক দেখা যাচ্ছে। অন্যদিকে ইভি ভার্সনের ব্ল্যাঙ্কড অফ গ্রিল, একটা আলাদা লাইটিং সিগনেচার আর তাঁর সঙ্গে এয়ারো অপটিমাইজড বাম্পার ডিজাইন ক্রেটা ইভি ভার্সনের উপরি পাওনা।
আর কিছুদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে ক্রেটা ইভির বহুপ্রতীক্ষিত মডেল। যেখানে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল, এয়ারো অপটিমাইজড, ইভির জন্য উপযুক্ত টায়ারও থাকছে এই মডেলে যা এর রেঞ্জকে কয়েকগুণে বাড়িয়ে দেবে। সাইড প্রোফাইলের দিক থেকে এখনকার ক্রেটার মত একই দেখতে এই মডেলটি, কিন্তু রিয়ার সম্ভবত কিছু পরিবর্তন হতে পারে। ইভি ব্যাজ জুড়ে যেতে পারে এই গাড়িতে।
ভিতরের দিকে অর্থাৎ ইন্টিরিয়রের কথা বলতে গেলে ক্রেটা ইভিতে (Hyundai Creta EV) অবশ্যই রেগুলার ক্রেটার থেকে ইভি-স্পেসিফিক ডিফারেনশিয়েশন্স থাকছে। ইভি রিলেটেড ইনফোর সঙ্গে একটি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারও থাকছে এই মডেলে। আমরা আশা করছি ক্রেটা ইভিতে ৪৫ কিলোওয়াট ব্যাটারি প্যাক এবং রেঞ্জ হবে ৪৫০-৫০০ কিমি। এখনকার দিনে এই রেঞ্জ খুবই স্বাভাবিক। অন্যান্য ফিচার্সের মধ্যে পড়ছে রিজেনারেটিভ ব্রেকিং যা কিনা স্টিয়ারিং প্যাডল দিয়ে মডুলেটেড হবে, আর তাঁর সঙ্গে সমস্ত প্রিমিয়াম ফিচার্স যেমন প্যানোরমিক সানরুফ, কুলড সিটস, ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোল এবং আরও কিছু থাকছে।
ক্রেটা ইভি বা ইলেকট্রিক ক্রেটার (Hyundai Creta EV) ক্ষেত্রে আইসিই ক্রেটার উপরেই এই মডেলকে রাখা হয়েছে। সাদা রঙের হুন্ডাই ক্রেটার মধ্যে দুটো ব্যাটারি প্যাক থাকছে, তাঁর সঙ্গে থাকছে দুটো চার্জার অপশন। ক্রেটা ইভি ভারতের বাজারে লঞ্চ হলে মূলত টাটা কার্ভ ইভি, মারুতি সুজুকি ইভিএক্সের সঙ্গে পাল্লা দেবে। আমরা আশা করছি হুন্ডাইয়ের একই রিটেইল ডিলারশিপ নেটওয়ার্কের মাধ্যমেই এই ইভি মডেলটি বিক্রি হবে ভারত জুড়ে। তবে জানা গিয়েছে ক্রেটা এন-লিন মডেল লঞ্চ হওয়ার পরেই ভারতের বাজারে আসবে ক্রেটা ইভি।
আরও পড়ুন: BMW 7 Series: সুরক্ষা বলয় আরও মজবুত, কোন চমক BMW-র নতুন মডেলে ?