Layoff News: একসঙ্গে ৯ হাজার কর্মী ছাঁটাই করল এই গাড়ি নির্মাতা সংস্থা, প্রকাশ্যে এল কারণ
Nissan Job Cuts: নিসানের চিফ এক্সিকিউটিভ অফিসার এক্স হ্যান্ডলে জানিয়েছেন এই বছরের প্রথম ৬ মাস উত্তর আমেরিকার বাজারে সংস্থার নেট মুনাফা ৯৩ শতাংশ পড়ে গিয়েছে।
Nissan Job Cuts: গাড়ি নির্মাতা সংস্থা নিসান বড় পদক্ষেপ করেছে। এই জাপানি গাড়ি নির্মাতা সংস্থা সম্প্রতি ৯ হাজার কর্মী ছাঁটাই করেছে। শুধু তাই নয়, বিশ্বের বাজারে এই সংস্থা ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের গাড়ি বিক্রি এবং গাড়ি উৎপাদনের (Nissan Layoff) মাত্রাও কমিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বের বাজারে গাড়ির উৎপাদন এক ধাক্কায় ২০ শতাংশ কমিয়ে দেবে এই সংস্থা আর তাই এত বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই (Layoff News) করা হয়েছে বলে জানিয়েছে নিসান।
স্ট্রাটেজি বদল করবে নিসান
নিসানের চিফ এক্সিকিউটিভ অফিসার এক্স হ্যান্ডলে জানিয়েছেন এই বছরের প্রথম ৬ মাস উত্তর আমেরিকার বাজারে সংস্থার নেট মুনাফা ৯৩ শতাংশ পড়ে গিয়েছে। প্রতিবেদন অনুসারে নিসান অনুমান করছে তাদের মোট ১২.৭ ট্রিলিয়ন ইয়েন মূল্যের গাড়ি বিক্রি হতে চলেছে যা কিনা আগের পূর্বাভাস ১৪ ট্রিলিয়নের থেকে অনেকটাই কম। একটি আনুষ্ঠানিক বিবৃতিতে সংস্থা জানিয়েছে যে নিসান এখন সঙ্কটজনক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এই জন্য বাজারের সমস্ত ধরনের বদলের সঙ্গে খাপ খাইয়ে নেবে এই সংস্থা।
নিসান ম্যাগনাইট ফেসলিফট
সম্প্রতি ভারতে নিসান সংস্থা তাদের ম্যাগনাইট ফেসলিফট মডেলটি লঞ্চ করেছে। নিসান এই গাড়িতে নতুন একটি রঙ এনে দিয়েছে সানরাইজ কপার অরেঞ্জ। আর এই নতুন রঙের সঙ্গে সঙ্গে ভারতের বাজারে মোট ১৩টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে নিসানের ম্যাগনাইট ফেসলিফট গাড়িটি। এই গাড়িতে নিসান আবার ক্লাস্টার আয়োনাইজারও ইনস্টল করেছে।
ম্যাগনাইট ফেসলিফট গাড়ির দাম
এই জাপানি গাড়ি নির্মাতা সংস্থা এই ম্যাগনাইট গাড়ির পাওয়ারট্রেনে কোনো বদল আনেনি। এই গাড়িতে থাকছে একটি ১ লিটারের টার্বো ইঞ্জিন, যাতে ম্যানুয়াল ট্রান্সমিশনে ২০ কিমি প্রতি লিটারের মাইলেজ পাওয়া যায়। একইসঙ্গে সিভিটির সঙ্গে এই গাড়িতে মাইলেজ পাওয়া যায় ১৭.৪ কিমি প্রতি লিটারের মাইলেজ।
এই গাড়ির সবথেকে বড় বিষয় হল নিসান ম্যাগনাইটে অনেক বদল এলেও ম্যাগনাইট ফেসলিফটের দামে কোনো বদল আসেনি। এর এক্স শোরুম দাম ভারতের বাজারে শুরু হচ্ছে ৫.৯৯ লক্ষ টাকা থেকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: HDFC Bank: ঋণের উপর সুদের হার বাড়াল HDFC ব্যাঙ্ক, বাড়বে গাড়ি-বাড়ির EMI ?