Mahindra Thar Roxx: ১৫ অগাস্ট আসছে Roxx, চোখ টানবে দুরন্ত ফিচার! টক্কর দামেও
Mahindra Thar Roxx Price: থরের চেয়ে দাম কতটা বেশি হবে? কেন বারবার আলোচনায় মাহিন্দ্রার এই গাড়ি
কলকাতা: দেশের স্বাধীনতা দিবস ১৫ অগাস্ট। সেদিনই বাজারে আসতে চলেছে নতুন গাড়ি- Mahindra Thar Roxx. এই গাড়ি নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে। বিশেষ করে এর দাম নিয়ে। দাম নিয়ে আগে থেকেই অনেক আলোচনা হয়েছে। এখন দেখে নেওয়া যাক মাহিন্দ্রা এই গাড়ির আরও কিছু বৈশিষ্ট্যের দিকে। একদিক থেকে প্রিমিয়াম স্তরের মাহিন্দ্রার এই গাড়ি। আবার অন্যদিকে দামের দিকটাও ঠিকঠাক রাখা হয়েছে- বাজারে প্রতিযোগিতা করার জন্য অত্যন্ত ঠিক সেই দাম।
৩ দরজা অর্থাৎ 3 Door Thar -এর দাম শুরু হচ্ছে ১১ লক্ষ টাকা থেকে। top-End- ভার্সনের দাম যাবে ১৮ লক্ষ টাকা পর্যন্ত। একটা বিষয় এখানে যথেষ্ট আগ্রহের এই যে, Roxx কিন্তু Thar নয়- যেখানে অতিরিক্ত দরজা রয়েছে। আদতে মাহিন্দ্রা Roxx মাহিন্দ্রারই আরও উন্নত মানের Scorpio N প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি এবং আরও বেশি প্রিমিয়াম স্তরের।
দাম:
Mahindra Thar Roxx-এর সম্ভাব্য দাম হতে চলেছে ১৮ থেকে ২৫ লক্ষ টাকা। যে ফিচার থাকতে পারে বলে জানা যাচ্ছে- সেই ভিত্তি ধরে বিচার করলে দাম যথেষ্ট ঠিকঠাক
ফিচার:
Mahindra Thar Roxx-এ থাকছে ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। তারই সঙ্গে থাকবে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ডিসপ্লে। কিন্তু মাহিন্দ্রার XUV700-এর মতো এটা যুক্ত থাকবে না। অন্দরসজ্জার ক্ষেত্রে মানের দিকে নজর দেওয়া হয়েছে, অনেকটাই টেকনোলজি নির্ভর করা হয়েছে। ড্যাশবোর্ডের ডিজাইনও 3 Door Thar -এর তুলনায় অনেকটা আলাদা।
এছাড়াও নানা ফিচার:
Mahindra Thar Roxx-এ থাকছে ভেন্টিলেটেড সিট (ventilated seats), প্য়ানোরমিক সানরুফ (panoramic sunroof), ADAS Level 2, থাকছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। এই গাড়িতে উন্নতমানের অডিও সিস্টেম রাখা হচ্ছে।
ইঞ্জিন:
3 Door Thar -এর মতোই ইঞ্জিন অপশন নিয়ে আসছে Mahindra Thar Roxx। তবে সাসপেনশন টিউনিং আরও ভাল হওয়ার আশা করা হচ্ছে। পেট্রোল ও ডিজেল দুই ইঞ্জিন অপশনেই 4x4 থাকবে বলে মনে করা হচ্ছে।
3 Door Thar -এর টপ মডেলের (Top End Varriant) দাম যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু হতে পারে Mahindra Thar Roxx-এর এন্ট্রি মডেলের (Entry Model varriant) দাম। ১৫ অগাস্টই জানা যাবে ঠিক কী হতে চলেছে এর দাম। পাশাপাশি সেদিনই জানা যাবে, ঠিক কী কী ভ্যারিয়েন্ট আসতে চলেছে এর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।