Maruti Swift: আসছে মারুতি সুইফটের নতুন ভার্সন, পুরনো মডেলের থেকে কোথায় আলাদা ?
Maruti Suzuki Cars: নতুন সুইফট মডেলটির দৈর্ঘ্য ৩৮৬০ মিমি এবং প্রস্থ ১৭৩.৫ মিমি। ফলে বোঝাই যায়, নতুন মডেলটি পুরনো মডেলের তুলনায় সামান্য হলেও আকারে বড়।
Maruti Suzuki: আর কিছুদিনের অপেক্ষা। বাজারে আসতে চলেছে মারুতি সুজুকি সুইফটের নতুন মডেল। পুরনো মডেলের তুলনায় নতুন মডেলের ফিচার্স ও লুকস কোথায় আলাদা ? মারুতি সুজুকির (Maruti Suzuki Swift) সবথেকে জনপ্রিয় মডেল এই সুজুকি সুইফট। আর এই মডেলই নতুন রূপে ফিরে আসতে চলেছে। আকারেও যেমন এই মারুতি আলাদা, লুকস ও ডিজাইনের ক্ষেত্রেও পার্থক্য রয়েছে।
আকারে কী বদল সুইফটের নতুন মডেলে
নতুন সুইফট মডেলটির দৈর্ঘ্য ৩৮৬০ মিমি এবং প্রস্থ ১৭৩.৫ মিমি। ফলে বোঝাই যায়, নতুন মডেলটি পুরনো মডেলের তুলনায় সামান্য হলেও আকারে বড়। দৈর্ঘ্যে ১৫ মিমি এবং প্রস্থে ৩০ মিমি বেশি বড় সুজুকির এই নতুন মডেলটি। তবে দেখা যাচ্ছে, এটির ভিতরে স্পেস খানিক কম। আর আগের থেকে বেশি চওড়া না হওয়ার কারণে ভারতের রাস্তার জন্য খুবই সুপ্রযুক্ত।
হুইলবেস কী থাকছে
আশ্চর্যের বিষয়, এখনকার সুইফট মডেলের মত একই আছে এর হুইলবেস। এর হুইলবেস এখন ২৪৫০ মিমি। নতুন সুইফটের (Maruti Suzuki Swift) মধ্যে রয়েছে হার্টেক্ট প্ল্যাটফর্ম। এটিও এখনকার সুইফট মডেলে রয়েছে। তবে এর গ্লোবাল মডেলে একটু বাড়তি কিছু রয়েছে। আন্ডারবডির স্ট্রাকচারের মধ্যে এতে রয়েছে একটি ওভারহাউল এবং একটি কম্পোনেন্ট লে আউট। কিন্তু ভারতের বাজারের উপযোগী যে ভার্সনটি আসছে বাজারে, তাতে কি পরিবর্তন হবে তা এখনও জানা যায়নি। তবে আগামী দিনে এই আসন্ন মডেলের আরও কিছু ডিটেইল ধীরে ধীরে জানা যাবে।
পাওয়ারট্রেনে কী বদল
পাওয়ারট্রেনের কথা বলতে গেলে, এই মডেলে থাকছে একটি নতুন তিন সিলিন্ডারের পেট্রোল ইঞ্জিন। এটি এখনকার মডেলের ইঞ্জিনকে দক্ষতার দিক থেকে এক গোল দেবে। আর এর গ্লোবাল মডেলে থাকছে মাইল্ড হাইব্রিড সিস্টেম। আগের মডেলের পেট্রোল ইঞ্জিনের সঙ্গে তুলনা করলে এতে বেশিমাত্রায় টর্ক উৎপন্ন হবে। তবে এখনও বাজারে না এলে মডেলের এই দিকগুলি বিশদে বলা যাচ্ছে না।
প্রযুক্তিতেও উন্নত এই নতুন মডেল
জুন মাসের মধ্যেই নতুন সুইফট মডেল চলে আসছে বাজারে। এখনকার সুইফটের থেকে আরও বেশি ফিচার্স থাকছে এতে। এরিনা ডিলারশিপের মাধ্যমে এটি বিক্রি শুরু হবে দেশজুড়ে। কানেক্টেড কার টেক, ৩৬০ ডিগ্রি ক্যামেরা, টাচস্ক্রিন ইত্যাদি প্রযুক্তি তো থাকছেই এই মডেলে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Jeep India: Wrangler ফিরছে নতুন রূপে, ফিচার্সে কী বদল এল ?