এক্সপ্লোর
Jeep India: Wrangler ফিরছে নতুন রূপে, ফিচার্সে কী বদল এল ?
Wrangler 2024: ভারতের বাজারে আসতে চলেছে জিপ ইন্ডিয়ার Wrangler-এর নতুন ভার্সন। নতুন রূপে ফিরছে এই পুরনো ঐতিহ্যবাহী মডেলটি।

ছবি- জিপ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে
1/10

ভারতের বাজারে আসতে চলেছে জিপ ইন্ডিয়ার Wrangler-এর নতুন ভার্সন। নতুন রূপে ফিরছে এই পুরনো ঐতিহ্যবাহী মডেলটি। ছবি- নিজস্ব
2/10

নতুন সেভেন স্লটের গ্রিল, কালো টেক্সচারের স্লট থাকছে এই জিপ ইন্ডিয়ার নতুন মডেলে। ছবি- নিজস্ব
3/10

এর নতুন গ্রিল আগের থেকে অনেক বেশি স্লিম এবং নতুন ভার্টিকাল স্লটগুলি তুলনায় বেশি শীতলকারক হিসেবে রাখা হয়েছে গাড়ির মধ্যে।
4/10

আন্তর্জাতিক বাজারে, এই নতুন র্যাংলার ১০টি আলাদা আলাদা রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। তবে ভারতের বাজারে এই জিপ ইন্ডিয়া হয়ত সব ভ্যারিয়ান্ট আনবে না। ছবি- জিপ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে
5/10

১২.৩ ইঞ্চির নতুন টাচস্ক্রিন মডেল এসেছে, এসেছে নতুন ইনফোটেইনমেন্ট সিস্টেম, এর আগে টাচস্ক্রিন ছিল ছোট আকারের।
6/10

টাচস্ক্রিনের নিচে নতুন কিছু ভেন্ট লাগান হয়েছে। এখনকার মডেলে যে গোল আকৃতির ভেন্ট রয়েছে, এই মডেলেও একইভাবে তা রাখা হয়েছে।
7/10

এর মধ্যে আছে, ১২ ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ফ্রন্ট সিট, স্ট্যান্ডার্ড ওয়্যারলেস অ্যাপল কার-প্লে ও অ্যান্ড্রয়েড অটো। নিরাপত্তার প্রযুক্তির ক্ষেত্রেও আরও অনেক সংযোজন এসেছে।
8/10

Wrangler 2024-এর মধ্যে রয়েছে ড্রাউজি ড্রাইভার অ্যালার্ট, লেন ডিপার্চার ওয়ার্নিং, ট্রাফিক সাইন ইনফরমেশন ইত্যাদি। ছবি- জিপ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে
9/10

এর ফেসলিফটেড মডেল ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনেই আসবে বাজারে। এছাড়া আসবে একটি 4xe PHEV version।
10/10

ভারতে যে মডেলটি আসবে কিছুদিনের মধ্যে সেখানেও যে এত কিছু ফিচার্স থাকবে, তাতে নিশ্চয়তা কিছু নেই। তবে এর কিছু ফিচার্স যে নিঃসন্দেহে থাকবে তা ধরেই নেওয়া যায়। ছবি- জিপ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে
Published at : 15 Apr 2024 02:56 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
আইপিএল
জেলার
আইপিএল
Advertisement
ট্রেন্ডিং
