Nitin Gadkari: হাইড্রোজেন গাড়িতে চেপে সংসদে নীতীন গড়কড়ী, এই 'ফিউচার কার'-ই কি কমাবে দূষণ ? জানুন ফিচার্স
Hydrogen Powered Car Toyota Mirai: কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী এই ফিউচার কারের নাম দিয়েছেন 'মিরাই'। তার মতে, জাপানি ভাষায় 'মিরাই' কথার অর্থ হল ভবিষ্যৎ।

Nitin Gadkari Future Car: হাইড্রোজেন চালিত গাড়ির ব্যবহার নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে, চর্চা চলছে নানা মহলে। এমনকী বেশ কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ী এই গাড়ির (Hydrogen Car) সম্পর্কে বলেছিলেন, আর আজ বুধবার ১৯ মার্চ তাঁকে এই হাইড্রোজেন গাড়িতেই আসতে দেখা যায় সংসদে। হাইড্রোজেন চালিত গাড়িতে (Nitin Gadkari) চেপে সংসদ ভবনে পৌঁছান নীতীন গড়কড়ী। কেন্দ্রীয় মন্ত্রী এই গাড়িটিকে একটি 'ফিউচার কার' বলেছেন।
এই ফিউচার কারের নাম কী ?
কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতীন গডকড়ী এই ফিউচার কারের নাম দিয়েছেন 'মিরাই'। তার মতে, জাপানি ভাষায় 'মিরাই' কথার অর্থ হল ভবিষ্যৎ। তিনি জানান যে এই গাড়িটি তৈরি করেছে জাপানি গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা। পিটিআই সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় মন্ত্রী জানান, 'আমাদের ভবিষ্যতের জ্বালানি হল হাইড্রোজেন। আজ ভারত একটি শক্তি আমদানিকারক দেশ। আগামী ৫-১০ বছরের মধ্যেই আমরা জ্বালানি রফতানিকারক দেশে পরিণত হব'।
দূষণমুক্ত হবে দেশ ?
দূষণের সমস্যার উপরে জোর দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'পেট্রোল ও ডিজেলের কারণে যে দূষণ হয়, তা এই হাইড্রোজেন চালিত গাড়িগুলির দ্বারা হবে না। আমি ২০০৪ সাল থেকে জৈব জ্বালানি বা বিকল্প জ্বালানির কথা বলছি। তিনি আরও বলেন, 'এখন কৃষক শুধু অন্নদাতা নয়, শক্তিদাতা, শক্তিদাতা নয় জ্বালানিদাতা, জ্বালানিদাতা নয় শুধু ভিটামিনদাতাও, আবার একইসঙ্গে বিমানের জ্বালানিদাতাও এবং তারপরে হাইড্রোজেনদাতা হয়ে উঠবে। আর দেশের কৃষকই হাইড্রোজেন প্রস্তুত করবে। এতে দেশের উন্নয়ন হবে, দরিদ্র মানুষের শ্রমিকের সমৃদ্ধি আসবে'।
কী ফিচার্স এই টয়োটা মিরাই গাড়ির ?
টয়োটার ওয়েবসাইট অনুসারে, টয়োটা মিরাই গাড়ির বর্তমান দাম শুরু হচ্ছে প্রায় ৫০ হাজার ডলার থেকে। সর্বোচ্চ দাম ৬৭ হাজার ১১৫ ডলার। এই গাড়ির রেঞ্জ রয়েছে ৪০২ মাইল। ১০ বছর বা ১৫ হাজার মাইলের ব্যাটারি ওয়্যারান্টি রয়েছে। এছাড়াও ৩ বছর বা ৩৫ হাজার মাইলের জন্য এক্সটেন্ডেন্ড টয়োটা কেয়ার কভারেজ পাওয়া যাবে। তিনটে হাইড্রোজেন ট্যাঙ্ক থাকবে এই গাড়ির ইঞ্জিনে। তবে নীতীন গড়কড়ী যে গাড়ি নিয়ে এসেছিলেন সংসদে তার চেহারা মূল টয়োটা মিরাইয়ের থেকে অনেকটাই আলাদা। ২০২২ সালে ভারতে এই গাড়ি প্রথম লঞ্চ হয়। পুনর্নবীকরণযোগ্য শক্তির দিকে এগোচ্ছে এবার ভারত।






















