Ola Cabs: কম খরচে যাতায়াতের সুবিধে দিচ্ছে ওলা ক্যাব, ৪ বছর পর ফের চালু এই পরিষেবা
Ola Car Pooling Service: সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে ওলা কনজিউমারের পক্ষ থেকে ওলা অ্যাপে আনুষ্ঠানিকভাবে কার পুলিং ফিচার 'ওলা শেয়ার' পরিষেবা আবার চালু করা হয়েছে ৪ বছর পর।
Ola Cab Sharing: যাতায়াতের ক্ষেত্রে এখনকার দিনে শহরের মানুষদের কাছে একটা বড় উপায় হয়ে উঠেছে এই ওলা উবের ক্যাব পরিষেবা। ট্যাক্সির বদলে এই অ্যাপ ক্যাবগুলির জনপ্রিয়তাও দিন দিন বেড়ে চলেছে। অনলাইন অ্যাপ ক্যাব (Ola Cabs) পরিষেবা দানকারী সংস্থা ওলা ক্যাবস আজ থেকে ৪ বছর আগে একটি ক্যাব শেয়ারিং পরিষেবা শুরু করেছিল। মাঝে সেই পরিষেবা পুরোপুরি বন্ধ হয়ে যায় কোভিডকালীন সময়ে। সেই একই পরিষেবা আবার ফিরিয়ে আনল ওলা ক্যাবস (Ola Cab Share Service)। এবার আগের মত কম খরচে যাতায়াত করতে পারবেন ওলা ক্যাবের গ্রাহকরা। কী এই ক্যাব শেয়ারিং ফিচার্স ?
সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে ওলা কনজিউমারের পক্ষ থেকে ওলা অ্যাপে আনুষ্ঠানিকভাবে কার পুলিং ফিচার 'ওলা শেয়ার' পরিষেবা আবার চালু করা হয়েছে ৪ বছর পর। এই পরিষেবার মাধ্যমে ওলা ক্যাবে একজন যাত্রী থাকা সত্ত্বেও অন্য আরও তিনজন আলাদা আলাদাভাবে সেই ক্যাব বুক করে নিজের গন্তব্যে পৌঁছাতে পারেন যাতে খরচও অনেক কম হয়। গোটা ক্যাব একা বুক করার থেকে নিজের জন্য একটি সিট বরাদ্দ হওয়ার দরুণ ক্যাবের ভাড়াও অনেক কম দেখায়। এতে কম খরচে যাতায়াতে অনেক সুবিধে হয়। কোভিডের আগে ওলার এই পরিষেবাটি খুবই জনপ্রিয় হয়েছিল, তবে কোভিডের সময় নিরাপত্তা সুরক্ষাজনিত কারণে এই পরিষেবা ভারতে বন্ধ করতে বাধ্য হয় ওলা ক্যাব সংস্থা। প্রায় চার বছর এই পরিষেবা বন্ধ থাকার পর আবার সেই পরিষেবা চালু করল ওলা সংস্থা। ওলা ক্যাবস সংস্থার সিইও ভবীশ আগরওয়াল জানিয়েছেন যে, ওলা ক্যাব তাঁর গ্রাহকদের জন্য কম খরচে যাতায়াতের পরিষেবা চালু করেছে পুনরায়। এবার এই পরিষেবার সঙ্গে জুড়ে গিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ। ফলে আরও উন্নত পরিষেবা পেতে আর কোনও সমস্যা হবে না।
তবে এই ওলা ক্যাব শেয়ারিং পরিষেবা এখনও সারা দেশে চালু হয়নি। শুধুমাত্র বেঙ্গালুরু থেকেই এই পরিষেবা চালু হয়েছে, ধীরে ধীরে অন্যত্রও এই পরিষেবা পাওয়া যাবে। সাম্প্রতিক 'সংকল্প' ইভেন্টে ওলা ক্যাবসের সিইও ভবীশ আগরওয়াল এই ফিচার্স পুনরায় ফিরিয়ে আনার কথা জানিয়েছেন। এই মাসের শুরুতেই ভারতের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় ওলা ইলেকট্রিকের শেয়ার। আইপিওর মাধ্যমে ওলা ইলেকট্রিক সংগ্রহ করেছে ৫৫০০ কোটিরও বেশি। মাত্র ৩ মাসের মধ্যেই ওলা ইলেকট্রিকের শেয়ার থেকে ৯০ শতাংশ মুনাফা পেয়েছেন বিনিয়োগকারীরা।
আরও পড়ুন: Telegram Chief Arrest: মারাত্মক অভিযোগে গ্রেফতার 'টেলিগ্রাম' সিইও, কী হবে অ্যাপের ভবিষ্যৎ?