Tata Jaguar: টাটার জাগুয়ারের বৈদ্যুতিন ভার্সন আসছে বাজারে, কবে হবে লঞ্চ ? কত দামে পাবেন ?
Jaguar First Electric Car: টাটা জাগুয়ারের প্রথম বৈদ্যুতিন সেডানের কনসেপ্ট প্রথম ২০২৪ সালের অর্থাৎ এই বছর ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচন করা হতে পারে বলে জানা গিয়েছে সংস্থার পক্ষ থেকে।
![Tata Jaguar: টাটার জাগুয়ারের বৈদ্যুতিন ভার্সন আসছে বাজারে, কবে হবে লঞ্চ ? কত দামে পাবেন ? Ratan Tata Owned Jaguar Electric Version to Launch in India Soon Jaguar First Electric Car Tata Jaguar: টাটার জাগুয়ারের বৈদ্যুতিন ভার্সন আসছে বাজারে, কবে হবে লঞ্চ ? কত দামে পাবেন ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/12/90c7ea735ff94eabe71949eb8e9d4c871731403763991900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Jaguar First Electric Car: কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপতি রতন টাটা। ২০০৮ সালে তিনি ফোর্ডের আর্থিক সঙ্কটের সময় সেই সংস্থাকে সাহায্য করতে এই জাগুয়ার কিনে নিয়েছিলেন। সেই থেকে টাটাই নির্মাণ করে আসছে জাগুয়ার গাড়ি (Tata Jaguar)। সম্প্রতি জানা গিয়েছে এই গাড়ির একটি বৈদ্যুতিন ভার্সন আসতে চলেছে বাজারে। প্রাথমিকভাবে টাটা জাগুয়ারের তিনটি ইভি মডেল বাজারে আসতে চলেছে। আগামী ২০২৬ সালেই প্রথম বৈদ্যুতিন জাগুয়ার গাড়ি (Jaguar Electric) ভারতের বাজারে আসতে চলেছে বলে জানা গিয়েছে।
এই বছর লঞ্চ হবে জাগুয়ারের প্রথম ইভি
টাটা জাগুয়ারের প্রথম ফোর ডোরের বৈদ্যুতিন সেডানের কনসেপ্ট প্রথম ২০২৪ সালের অর্থাৎ এই বছর ডিসেম্বর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে উন্মোচন করা হতে পারে বলে জানা গিয়েছে সংস্থার পক্ষ থেকে। এর মাধ্যমে জাগুয়ারও দেশের ইভির দুনিয়ায় পা রাখতে পারবে। বিশ্বের বাজারে এই জাগুয়ার ইলেকট্রিক অডি ট্রন এবং পোর্শে টাইকানকেও টেক্কা দিতে পারবে। তবে ঠিক কবে এই গাড়ি বাজারে আসবে, সেই তারিখ এখনও ঘোষণা করেনি সংস্থা।
এই গাড়িগুলি বন্ধ করে দিয়েছে জাগুয়ার
সম্প্রতি বাজারে অনেক গাড়ি বিক্রি বন্ধ করে দিয়েছে জাগুয়ার। আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরে এই সংস্থার আইপেস এবং ই-পেস মডেলের বিক্রি বন্ধ করে দেবে বলে জানা গিয়েছে। এর আগে এফ টাইপ, এক্স ই এবং এক্স এফ মডেল বিক্রি বন্ধ করে দিয়েছে সংস্থা। জানা যাচ্ছে জাগুয়ারের এফ পেস মডেলটিও ২০২৫ সালের মাঝামাঝি বন্ধ হয়ে যেতে পারে। অর্থাৎ আগামী ২ বছর জাগুয়ারের আর কোনো মডেল ভারতের বাজারে থাকবে না।
কী হবে জাগুয়ার সংস্থার
বৈদ্যুতিন গাড়ি নিয়ে একটি বড় পরিকল্পনা করতে চায় জাগুয়ার। বিলাসবহুল বেন্টলির গাড়ির সঙ্গে টেক্কা দিতে চায় জাগুয়ার, তার ইভির মাধ্যমে। বাণিজ্যিক গাড়ির থেকে অনেকটাই আলাদা হতে চলেছে টাটার জাগুয়ারের ইলেকট্রিক ভার্সনটি। জাগুয়ারের এই প্রথম বৈদ্যুতিন গাড়িটি অনেকটাই ব্যয়বহুল হতে চলেছে। এতে থাকবে অত্যাধুনিক সব ফিচার্স।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Maruti Suzuki Dzire 2024: বাজারে এল মারুতির নতুন ডিজায়ার, ঘরে আনতে কত পড়বে ? কেমন দেখতে হল গাড়ি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)