Royal Enfield Rental: রয়্যাল এনফিল্ড পছন্দ? কিনতে হবে না, এবার বাইক মিলবে ভাড়াতেই
Motorcycle Rental Service: বাংলার কোন শহরে মিলবে এই সুবিধা? কীভাবে ভাড়া নেবেন পছন্দের মডেল?
কলকাতা: অনেকদিনের স্বপ্ন একটি রয়্যাল এনফিল্ড বাইকের? কিন্তু কিছুতেই সব গুছিয়ে উঠতে পারছেন না? টাকা জমানো যাচ্ছে না? অথবা লোন নেবেন কিনা সিদ্ধান্ত নিতে পারছেন না? এবার আর চিন্তা নেই। কারণ বাইক না কিনেও বাইক ব্যবহার করতে পারবেন আপনি। রয়্যাল এনফিল্ড এনেছে রেন্টাল ব্যবস্থা। সহজ কথায় বললে ইচ্ছে হলেই পছন্দমতো রয়্যাল এনফিল্ডের একটি মডেল ভাড়া নিয়ে ব্য়বহার করতে পারবেন আপনি।
ভারতের ২৭টি শহরে এই সুবিধা এনেছে মোটরবাইক প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড। ৪০টি মোটরবাইক রেন্টাল অপারেটর্সের সঙ্গে হাত মিলিয়েছে রয়্যাল এনফিল্ড। তার মাধ্যমেই এই সুবিধা দেওয়া হবে।
কোন কোন শহরে এই সুবিধা?
Royal Enfield Rental -সুবিধা মিলবে আহমেদাবাদ, মুম্বই, গুজরাত, মহরাষ্ট্র, চন্ডীগড়, ধর্মশালা, লেহ, মানালি, হরিদ্বার, হৃষিকেশে। এর সঙ্গেই আরও কিছু জায়গায় এই সুবিধা মিলবে বলে জানা গিয়েছে। দিল্লি, উদয়পুর, জয়পুর, জয়শলমীর, গোয়া, কোচি, ভুবনেশ্বর, তিরুঅনন্তপুরম, বিশাখাপত্তনম, দিল্লি, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, সিমলা, নৈনিতাল, বীর বিলিং, শিলিগুড়ি এবংব দেহরাদুনে এই সুবিধা মিলবে। সংস্থার তরফে জানানো হয়েছে ধীরে ধীরে আরও শহরে এই সুবিধা নিয়ে আসা হবে। রয়্যাল এনফিল্ডের ওয়েবসাইট অনুযায়ী এখনও ২৭টি শহরে এই সুবিধা মিলছে। তারমধ্যে পশ্চিমবঙ্গের একটিমাত্র শহরই রয়েছে, সেটি হল শিলিগুড়ি।
কীভাবে ভাড়া নেওয়া যাবে রয়্যাল এনফিল্ড বাইক?
পছন্দের বাইক ভাড়া করতে প্রথমেই Royal Enfield Rental website (www.royalenfield.com)-এ যেতে হবে, সেখানে তালিকা রয়েছে, সেখান থেকে শহরের নাম বেছে নিতে হবে। তারপর আসবে একটি উইন্ডো। সেখানে কবে বাইক লাগবে, কতদিনের জন্য লাগবে সেইসব তথ্য দিতে হবে। তারপরেই ওই জায়গায় ওই দিন কতগুলি রয়্যাল এনফিল্ডের মোটরবাইক পাওয়া যাবে তার তালিকা দেখাবে। তার সঙ্গেই সেই মোটরবাইকগুলির নম্বর, কত ভাড়া লাগবে সেই তথ্যও থাকবে। পছন্দের বাইক বেছে নিলে অপারেটরের সঙ্গে যোগাযোগের বাটনে ক্লিক করলেই একটি ফর্ম আসবে। সেটি পূরণ করে জমা দিতে হবে। অপারেটরদের তরফেও কিছু কিছু খরচ থাকতে পারে, তা কথা বলে জেনে নেওয়াই ভাল।
সম্প্রতি রয়্যাল এনফিল্ড বেশ কিছু মডেল বাজারে নিয়ে এসেছে। Royal Enfield Bullet 350 যেমন রয়েছে, তেমনই রয়েছে Royal Enfield Shotgun 650.
Royal Enfield Bullet 350:
রয়্যাল এনফিল্ডের পুরনো আদল বজায় রেখেই তৈরি করা হয়েছে নতুন এই মডেল। দেখলে খুব একটা বড় পরিবর্তন দেখা যাবে না বাইকে। প্রতিশ্রুতি মতোই কোম্পানির জে প্লাটফর্মে তৈরি করা হয়েছে এই বাইক। যেখানে ইঞ্জিনের পাশাপাশি প্লাটফর্ম বদলে হয়েছে বাইকের। তবে আগের লোগো বজায় রেখেছে কোম্পানি।
Royal Enfield Shotgun 650:
বিভিন্ন অটো সাইটের তথ্য় অনুসারে, রয়্যাল এনফিল্ড শটগান 650 নতুন সুপার মিটিওর 650-এর মতো একই প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। শোনা যাচ্ছে, শটগান 650 সুপার মিটিওর 650-এর চেয়ে 90 এমএম ছোট এবং 70 এমএম চওড়া হবে। এর হুইলবেসও কমানো হয়েছে 35 এমএম। 1,500 না হয়ে এর হুইলবেস রাখা হয়েছে 1,465 এমএম।