Skoda Cars: ভারতের বাজারে প্রথম ইভি আনল 'স্কোডা', রেঞ্জ কত ? নতুন কী ফিচার্স ?
Skoda Enyaq Car: ভারতের বাজারে আসতে চলেছে স্কোডার নতুন ইভি। বলা ভাল স্কোডার প্রথম ইভি মডেল। ভারত মোবিলিটি শোতে প্রথম দেখানো হল এই মডেল।
সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে এই প্রথম নিজেদের ইভি মডেল নিয়ে এল স্কোডা। বলা ভাল স্কোডা ইন্ডিয়া। ভারত মোবিলিটি এক্সপো ২০২৪-এ স্কোডার এই নতুন ইভি স্কোডা এনিয়াকের (Skoda Enyaq) প্রদর্শনী হল সম্প্রতি। ১ ফেব্রুয়ারি দিল্লির প্রগতি ময়দানে বসেছিল ভারত মোবিলিটি শো আর সেখানেই হাজারও গাড়ির পসরার মাঝে নজর কাড়ল স্কোডার এই নতুন ইভি।
স্কোডার অন্যান্য মডেল
বর্তমানে স্কোডার অনেকগুলি গাড়িই (Skoda Enyaq) বাজারে রয়েছে, ভারতের বাজারে স্কোডার স্লেভিয়া সেডান, কোডিয়াক ইত্যাদি মডেলগুলি বেশ জনপ্রিয়। কিন্তু এই প্রথম ইলেকট্রিক ভার্সনের গাড়ি তৈরিতে উৎসাহী হয়েছে স্কোডা, আর স্কোডা এনিয়াক তারই প্রথম ভার্সন। ফলে সেদিক থেকে একটা মাইলস্টোন স্কোডার পক্ষে।
রেঞ্জ কত
স্কোডা এনিয়াক আদপে একটা প্রিমিয়াম ইভি যা খুব সম্ভবত একটা সিবিইউ-র সঙ্গেই ভারতের বাজারে বিক্রি হবে। বলা ভাল ভারতের বাজারের উপযোগী করে এই গাড়িকে তৈরি করা হয়েছে। স্কোডার কোডিয়াক মডেলের থেকে এনিয়াক আকারে খানিকটা ছোট, আর এর মধ্যে আছে ডুয়াল মোটর। সঙ্গে রয়েছে 77kWh ব্যাটারি প্যাক। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে স্কোডা এনিয়াকের (Skoda Enyaq) রেঞ্জ হবে ৫১৩ কিমি। অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫১৩ কিমি পর্যন্ত একটানা চলবে এই গাড়ি। অন্যান্য ইভির সঙ্গে তুলনা করলে এই গাড়ির রেঞ্জ বেশ ভাল। অন্তত প্রিমিয়াম এসইউভি সেগমেন্টে এই রেঞ্জ যথাযথ বলেই মনে করা হয়।
কী ফিচার্স
স্কোডা এনিয়াকে রয়েছে AWD, সঙ্গে ডুয়াল মোটর যা কিনা 265bhp ক্ষমতা উৎপাদনে সক্ষম। এমইবি প্ল্যাটফর্মের উপর তৈরি হয়েছে এই গাড়ি। তবে স্কোডার (Skoda Enyaq) যে বরাবরের ঐতিহ্যবাহী রূপ, সেটা এখানে অনেকটাই বজায় রয়েছে। সঙ্গে জুড়ে গিয়েছে একটি ইভি লুক। গাড়ির আকার দেখতে গেলে স্কোডা এনিয়াক ৪৬৪৮ মিমি লম্বা এবং ১৮৭৭ মিমি চওড়া।
গাড়ির আকার
অন্যান্য ইভির মতই এই স্কোডার মডেলেও ডিসি ফাস্ট চার্জিং সিস্টেম রয়েছে। অন্যান্য ফিচার্সও অন্য ইভির মতই। তবে ইন্টিরিয়রে একটা বিশাল বড় টাচস্ক্রিন রয়েছে। প্রিমিয়াম ফিচার্স যা যা থাকে অন্যান্য ইভিতে, আশা করা হচ্ছে সেগুলি থাকবে স্কোডা ইভিতেও (Skoda Enyaq)। আর স্পেসও বেশ যথাযথ থাকবে বলেই মনে করা হচ্ছে।
কবে থেকে কেনা যাবে
গাড়িটিকে সামনে থেকে দেখতে গেলে একটা কৌণিক আকারের মনে হয়, অ্যাঙ্গুলার শেপ আছে একটা। বাম্পার ডিজাইনও রয়েছে একটা, ক্রসওভারের লুকও এই গাড়িতে (Skoda Enyaq) বাড়তি সংযোজন। এই বছর ভারতের বাজারে ভোলকসাগেন এবং স্কোডা দুটি সংস্থাই তাদের প্রথম ইভি লঞ্চ করেছে। তবে এই গাড়ি ঠিক কবে থেকে ভারতের গাড়িপ্রেমীরা কিনতে পারবেন, ঠিক কবে থেকে এই গাড়ি বাজারে পাওয়া যাবে তা এখনও জানা যায়নি। ধীরে ধীরে সব তথ্যই জানাবে গাড়ি নির্মাতা সংস্থা।