Skoda EV : নজরকাড়া ডিজাইন, দুর্দান্ত ফিচার, স্কোডা নিয়ে আসছে ইলেকট্রিক এসইউভি
Auto : এবার প্রকাশ্যে এসেছে ছবি। শোনা যাচ্ছে, চলতি বছরে উৎসবের মরশুমে ভারতে ইলেকট্রিক SUV লঞ্চ করবে স্কোডা ইন্ডিয়া (Skoda India)।

Auto : অনেকদিন ধরেই স্কোডার (Skoda Cars) এই ইলেকট্রিক এসইউভি (EV) নিয়ে হচ্ছিল চর্চা। এবার প্রকাশ্যে এসেছে ছবি। শোনা যাচ্ছে, চলতি বছরে উৎসবের মরশুমের পর ভারতে ইলেকট্রিক SUV লঞ্চ করবে স্কোডা ইন্ডিয়া (Skoda India)।
কী ইভি নিয়ে আসছে স্কোডা
অটো পোর্টালগুলির মতে, স্কোডার এই নতুন SUV হতে পারে Elroq যা সাম্প্রতিক ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপোতেও দেখানো হয়েছিল এই গাড়ি। এখন এনিয়াক প্রথমে ভারতে আসার কথা। এরপরে এলরক আসতে পারে। Elroq একটি বৈদ্যুতিক suv যা দেখতে বেশ ভাল। এটি আরও কমপ্যাক্ট যা ভারতে লঞ্চ হলে আরও বেশি প্রতিযোগিতামূলক বাজার দখল করবে।
কেমন দেখতে এই ইভি এসইউভি
স্কোডার এই suv দেখতে শার্প এবং এর দৈর্ঘ্য প্রায় 4.49m। এই বৈদ্যুতিক SUVটি MEB আর্কিটেকচারের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। যেখানে 52, 59 এবং 77kwh ব্যাটারি প্যাক সহ তিনটি ব্যাটারি প্যাকের অপশন রয়েছে। এখানে যে পাওয়ার পাওয়া যায় তা Mahindra BE-এর সঙ্গে মেলে। এই গাড়িতে 280bhp-এ শক্তি রয়েছে, যা কিছু কমপ্যাক্ট EV SUV-এর থেকেও বেশি।
স্কোডার এই মডলে ভারতে তৈরি হবে ?
যদি ভারতে তৈরি করা হয়, তবে ডিজাইন ও প্রতিযোগিতামূলক দামের কারণে Elroq সবার নজরে আসতে পারে। যা বেশ আক্রমণাত্মক ডিজাইন ও ফিচার নিয়ে আসবে। এতে শার্প লাইন বডি স্ট্রাকচার দেওয়া হয়েছে। এতে স্কোডার ডিজাইন ল্যাঙ্গোয়েজ পাবেন আপনি।
কারা হবে এই ইভি এসইউভির প্রতিযোগী
Skoda থেকে এটি হতে পারে প্রথম ইভি, যা একটি প্রিমিয়াম প্রোডাক্ট হিসাবেই লঞ্চ করবে কোম্পানি। এই গাড়ি Tata Curvv EV, Mahindra BE Plus , BYD Atto 3-এর মত প্রতিদ্বন্দ্বী পাবে বাজারে। তাই এই ইভটি Enyaq-এর পরিবর্তে ভারতে আসতে পারে। ছবি দেখে এই গাড়ির সম্পর্কে অনেকটাই ধারণা করতে পারবেন আপনি। শীঘ্রই এই নিয়ে ইউটিউবে অনেক ভিডিয়ো করতে পারেন অনেটা ব্লগাররা।
Kia Seltos 2025 : আগের থেকে আরও আগ্রাসী নজরকাড়া ডিজাইন নিয়ে ফিরছে নতুন প্রজন্মের কিয়া সেলটস (New Kia Seltos)। এবার পাবেন পুরো বক্সি ডিজাইনের সঙ্গে হাইব্রিড মডেলের সুবিধা। ফলে আরও বেশি মাইলেজ দেবে কিয়ার (Kia Cars) এই এসইউভি (SUV)।
কোথায় আলাদা এই গাড়ি
নতুন প্রজন্মের Kia Seltos একটি নতুন স্টাইলিং থিমের সঙ্গে বাজারে নামতে চলেছে। এই suv-এর সম্পূর্ণ নতুন ডিজাইন নিয়ে আসছে। ফ্ল্যাট সারফেসিং সহ বক্সিয়ার লুক থাকবে এই প্লাস পয়েন্ট। এবার সিগনেচার আইস কিউব LED সম্পূর্ণ নতুন লুক এনে দিয়েছে গাড়িতে। এটি একটি নতুন গ্রিলের সঙ্গে পাবেন ক্রেতা। নতুন সেলটোসের সাইজ কমবেশি একই হবে, কিন্তু বক্সিয়ার লুক এটিকে আরও বড় করে তুলবে। টপ-এন্ড সংস্করণের জন্য নতুন 18 ইঞ্চি অ্যালয় হুইলও থাকবে গাড়িতে।
New Kia Seltos : এবার আসছে নতুন কিয়া সেলটস, বক্সি ডিজাইনের সঙ্গে পাবেন হাইব্রিড মডেল ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
