SUV Cars: সনেটের থেকেও ধামাকাদার মডেল আনল কিয়া, ফিচার্সে কোথায় আলাদা ?
Kia Clavis SUV: ফিচার্স লিস্টের মধ্যে রয়েছে প্যানোরমিক সানরুফ, কানেক্টেড কার টেক, ADAS সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি যা কিনা প্রিমিয়াম ফিচার্স হিসেবেই গণ্য হয়।
সোমনাথ চট্টোপাধ্যায়: ভারতের বাজারে আবারও এক নয়া চমক নিয়ে হাজির হল কিয়া। কিয়া সনেটের পর এবার আরও একটি অসাধারণ এসইউভি আনতে চলেছে কিয়া। মডেলের নাম কিয়া ক্লেভিস। কিয়া সনেটের উপরেই থাকবে এই বক্সিয়ার এসইউভি (SUV Cars) মডেলটি। সাধারণ গাড়িপ্রেমীদের থেকেও এই ধরনের এসইউভির একটা আলাদা ক্রেতা গোষ্ঠী আছে, তাঁদের জন্যেই মূলত বাজারে এই মডেল আনছে কিয়া। তাঁরা মূলত সেলটোস আর সনেটের মাঝামাঝি ক্যাটাগরির এসইউভি পছন্দ করেন। সেই সমস্ত ক্রেতার কাছে কিয়া ক্লেভিস একটা বড় আকর্ষণ হয়ে উঠতে পারে বলেই মনে হয়।
ডিজাইনে কী বৈশিষ্ট্য
কিয়ার তিন তিনটি এসইউভির (SUV Cars) মধ্যে দাম অনেক ক্ষেত্রেই ওভারল্যাপ করতে পারে। তবে তিনটির মধ্যে কিয়া ক্লেভিস লুকের দিক থেকে একেবারে টাফলুক ভার্সন বলা চলে। এতে বক্সিয়ার ডিজাইনের একেবারে খুঁটিনাটি সবকিছু একসঙ্গে পেয়ে যাবেন। স্কোয়ার হুইল আর্চেস, ভার্টিকাল ডিআরএল, হেডল্যাম্প ডিজাইন। এই ডিজাইন আর লুক অনেকটাই কিয়ার ইভি৯ মডেলের মতই।
ইন্টিরিয়রে কী ফারাক
আশা করা যাচ্ছে অন্য লুকের ১৬ ইঞ্চির চাকা থাকবে এই মডেলে। এমনকী নতুন রঙের ভ্যারিয়ান্টও পাওয়া যাবে এই মডেলে। উপরি পাওনা হিসেবে থাকবে ডুয়াল টোন অপশন। আমাদের ধারণা কিয়া ক্লেভিস বাজারে আসবে পেট্রোল ইঞ্জিন নিয়ে, কিয়া সনেটের মতই। সনেটের মত ইন্টিরয়রও রয়েছে এখানে। সেলটোসের ডিজাইনের বেশিরভাগ ডিটেইলিং ধরা আছে এই কিয়া ক্লেভিস মডেলটিতে।
কী ফিচার্স
ফিচার্স লিস্টের মধ্যে রয়েছে প্যানোরমিক সানরুফ, কানেক্টেড কার টেক, ADAS সিস্টেম, ৩৬০ ডিগ্রি ক্যামেরা ইত্যাদি যা কিনা প্রিমিয়াম ফিচার্স হিসেবেই গণ্য হয়। সনেটের মত বেশ কিছু ফিচার্স এতে রয়েছে ঠিকই, কিন্তু কিয়া সেলটোসের মত ইন্সট্রুমেন্ট ক্লাস্টারটি এতে একটা কাস্টমাইজেবল লুক সহ এসেছে। আশ্চর্যের কথা হল, সাধারণ মানুষের কথা ভেবে এই প্রথম একটা মাস মার্কেট ইভি নিয়ে এসেছে কিয়া। ইভি৬ ছিল প্রিমিয়াম ক্যাটাগরির ইভি (SUV Cars) আর এই কিয়া ক্লেভিস একেবারে সাধারণ মানুষের কথা ভেবেই তৈরি। তবে এর ব্যাটারি প্যাক বা রেঞ্জ সম্পর্কে কোনও স্পষ্ট তথ্য এখনও জানা যায়নি।
দাম কি বাড়বে
৪ মিটার এসইউভি (SUV Cars)স্পেসে কিয়া ক্লেভিস ভারতের বাজারে বেশ কিছু সংস্থার মডেলের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করবে বলে জানা গিয়েছে। দামটাই এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে। বেস সনেটের থেকে আশা করা হচ্ছে বেশ কিছুটা দাম বাড়বে এই কিয়া ক্লেভিসের। এর ইভি ভার্সনটি যদিও টাটা পাঞ্চ ইভির সঙ্গে প্রতিযোগিতায় দাম সাধ্যের মধ্যে থাকবে, কিন্তু পেট্রোল ভার্সনের দাম অনেকটাই বাড়বে আশা করা যাচ্ছে।
আরও পড়ুন: Ford SUV: ৫ সিটার প্রিমিয়াম এসইউভি আনছে ফোর্ড, এনডিভারের পর নতুন সংযোজন হবে বাজারে