Tata Altroz facelift: টাটা আনছে অ্যালট্রোজের ফেসলিফ্ট, নতুন গাড়িতে কী বেশি
Auto : জেনে নিন, আগের তুলনায় কী কী পরিবর্তন এসেছে এই গাড়িতে (Cars)। নতুন অ্যালট্রোজ একটি কসমেটিক আপগ্রেড পাবেন।

Auto : টাটা (Tata) এবার নিয়ে আসছে নতুন অ্যালট্রোজ ফেসলিফ্ট (Tata Altroz Facelift)। জেনে নিন, আগের তুলনায় কী কী পরিবর্তন এসেছে এই গাড়িতে (Cars)। নতুন অ্যালট্রোজ একটি কসমেটিক আপগ্রেড পাবেন। কিন্তু নতুন স্টাইলিংয়ের পাশাপাশি ফেসলিফ্ট অনেকটাই আলাদা।
নতুন কী কী পাবেন গাড়িতে
সামনের দিকে একটি নতুন গ্রিল ডিজাইনের পাশাপাশি স্লিম এলইডি হেডল্যাম্প এবং নতুন ডিআরএল রয়েছে, অন্যদিকে বাম্পারটিও সম্পূর্ণ নতুন। গাড়িটি আরও চওড়া এবং আগের গাড়ির থেকে আলাদা দেখাবে। নতুন অ্যালয় হুইল ছাড়াও এবার ফ্লাশ ডোর হ্যান্ডেলও রয়েছে গাড়িতে। পিছনেও নতুন টেল-ল্যাম্প রয়েছে, বাম্পারটিও সম্পূর্ণ নতুন ও ভিন্ন ডিজাইনের।

কী কী রঙে গাড়ি
লিকড ইমেজ দেখে মনে হচ্ছে, নতুন অ্যালট্রোজ নিউ কালার স্কিম অফার করবে। যদিও সামগ্রিকভাবে এটি আরও ফ্রেস ও আধুনিক দেখাচ্ছে। এর কেবিনের ইমেজ লিক করেনি কোম্পানি। এই গাড়ির রেসার সংস্করণে একটি বড় টাচস্ক্রিন আমরা আশা করতে পারি।
কী নতুন ইঞ্জিন
বর্তমান Altroz-এর তুলনায়, আমরা স্থানের দিক থেকে কোনও পরিবর্তন আশা করি না। আমরা আশা করি নতুন Altroz-এর ইঞ্জিন বিকল্পগুলিও একই থাকবে। এমনকী ডিজেলও একই পাওয়ারট্রেন বজায় থাকবে। এটিই হবে একমাত্র প্রিমিয়াম হ্যাচব্যাক যা ডিজেল ব্যবহার করবে।
দামের দিক থেকে সামান্য বৃদ্ধি আশা করতে পারি। আমরা আগেই বলেছি, নতুন Altroz এই মাসের ২২ তারিখ থেকে বিক্রি শুরু হবে। এই নতুন Tata Motors গাড়িটির লঞ্চের তারিখের কাছাকাছি সময়ে আরও বিশদ পাওয়া যাবে।
Tata EV: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আর এই বাজারে ৫০ শতাংশ অধিকার রয়েছে টাটা মোটরসের। টাটা মোটরস ২০২৫ অর্থবর্ষে মোট দেশের ইভি বিক্রির ৫০ শতাংশ একাই বিক্রি করেছে। এবার এই সংস্থা (Tata Sierra EV) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি টাটা সিয়েরা ইভি। শুধু ইভি বলা ভুল হবে, এই বৈদ্যুতিন ভার্সনের সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেল ভার্সনও বাজারে (Tata EV) আনবে এই সংস্থা। রিপোর্ট অনুসারে টাটা সিয়েরা ইভিতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫০০ কিমি পর্যন্ত চলতে পারবে।
৫০০ কিমিরও বেশি রেঞ্জের দাবি
টাটা সিয়েরার পাওয়ারট্রেনের কথা বলতে হলে এতে দুটি ইঞ্জিন দেওয়া হতে পারে- একটি ১.৫ লিটারের টার্বো চার্জড পেট্রোল ইঞ্জিন আর অন্যটি ২.০ লিটারের ডিজেল ইঞ্জিন। একইসঙ্গে এর ইলেকট্রিক ভার্সন দুটি ব্যাটারি প্যাকে বাজারে আসতে পারে। সংবাদসূত্র অনুসারে টাটা সিয়েরা ইভি একবার সম্পূর্ণ চার্জ দিলে যেতে পারবে ৫০০ কিমিরও বেশি রাস্তা। যারা লং ড্রাইভ পছন্দ করেন কিংবা অনেক বেশি রেঞ্জ চান তাদের জন্য উপযুক্ত বিকল্প হবে এই গাড়িটি। তবে ঠিক কবে ভারতের বাজারে এই গাড়িটি আসবে তা এখনও জানায়নি সংস্থা।






















