Traffic Rules: ১ সেপ্টেম্বর থেকে বদলে যাবে এই নিয়ম, বাইক চালানোর সময় না মানলেই হবে মোটা জরিমানা
Traffic Rules Change: আপনি যদি একটি গাড়ি বা বাইক যেখানেই চড়ুন না কেন, আপনার জন্য ট্রাফিক আইন প্রযোজ্য হবে। রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে এই নিয়ম আপনাকে মানতে হবে। রাস্তা দিয়ে খুব সাবধানে গাড়ি চালানো উচিত।
![Traffic Rules: ১ সেপ্টেম্বর থেকে বদলে যাবে এই নিয়ম, বাইক চালানোর সময় না মানলেই হবে মোটা জরিমানা Traffic Rules Helmet Mandatory for Both Two-Wheeler Passengers Andhra Pradesh Advisory Traffic Rules: ১ সেপ্টেম্বর থেকে বদলে যাবে এই নিয়ম, বাইক চালানোর সময় না মানলেই হবে মোটা জরিমানা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/24/ff4f5bbc83709fe639bf4358ed8344a51724501224862900_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Traffic Rules Change: আমাদের নিরাপত্তার জন্য তৈরি হয় নানাবিধ ট্রাফিক আইন। আর এই ট্রাফিক আইন না মানলে ট্রাফিক পুলিশ চালান কাটে জরিমানা হিসেবে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালত ট্রাফিক আইনে একটি নতুন ধারা যুক্ত করেছে। আর এই নতুন নীতি অনুসারে, যে কোনও দু-চাকার গাড়িতে বাইক হোক বা স্কুটার চালক ও আরোহী দুজনকেই হেলমেট পরতে হবে।
১ সেপ্টেম্বর থেকেই কার্যকর হবে এই নতুন নিয়ম
অন্ধ্রপ্রদেশ উচ্চ আদালতের এই নতুন নিয়ম বিশাখাপত্তনম রাজ্যের জন্য কার্যকর হবে আগামী ১ সেপ্টেম্বর। দেশের বড় বড় শহরে আগে থেকেই এই নিয়ম কার্যকর আছে। দেশের রাজধানী দিল্লিতেও এই নিয়ম কার্যকর রয়েছে, এই নিয়ম না মানা হলে ট্রাফিক পুলিশ বাইক চালকের বিরুদ্ধে জরিমানা রুজু করতে পারেন। বিশাখাপত্তনমে এই নিয়ম না মানলে দিতে হবে ১০৩৫ টাকার জরিমানা।
কী এই ট্রাফিক নিয়ম
আপনি যদি একটি গাড়ি বা বাইক যেখানেই চড়ুন না কেন, আপনার জন্য ট্রাফিক আইন প্রযোজ্য হবে। রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে এই নিয়ম আপনাকে মানতে হবে। রাস্তা দিয়ে খুব সাবধানে গাড়ি বাইক চালানোই উচিত। আর এই নিয়ম না মানলে রাস্তায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।
বাইক বা স্কুটারের মত টু-হুইলার চালানোর সময় আরোহী ও চালক দুজনকেই হেলমেট পরতে হবে ভাল করে। হেলমেট পরার সঙ্গে সঙ্গে এই হেলমেটের গুণমানও যাচাই করে নেওয়া জরুরি। শুধুমাত্র আইএসআই চিহ্ন দেওয়া হেলমেটই পরা বাধ্যতামূলক।
চার চাকার গাড়ি চালালে সামনের সিটে যে দুজন বসবেন তাদের দুজনকেই সিট বেল্ট বেঁধে রাখতে হবে। সিট বেল্ট বেঁধে রাখাটা রাস্তায় দুর্ঘটনার হাত থেকে বাঁচার অন্যতম উপায়। সিট বেল্ট পরা না থাকলে গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যদিও জানান পাওয়া যায়।
গাড়ি চালানোর সময় গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখাটাও জরুরি। অনাবশ্যক জোর গতিতে গাড়ি বাইক চালানো নিরাপদ নয়।
অ্যালকোহল বা অন্য মাদক সেবন করে গাড়ি চালানো গর্হিত অপরাধ। এভাবে ধরা পড়লে কারাবাস পর্যন্ত হতে পারে আরোহীর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Upcoming IPO: ২৮০০ কোটির আইপিও আনবে এই সোলার এনার্জি সংস্থা, কত থাকছে প্রাইসব্যান্ড ?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)