TVS Orbitor: TVS আনল নয়া ইলেকট্রিক স্কুটার Orbitor, সাশ্রয়ী মূল্যে দেবে দারুণ রেঞ্জ- কত দামে পাবেন ? কীভাবে করবেন বুকিং ?
TVS Electric Scooter: পেটেন্ট ডিজাইন অনুসারে, নতুন স্কুটারটির অনেক উপাদান TVS iQube থেকে নেওয়া হয়েছে। স্কুটারটির লুক স্লিম এবং মসৃণ।

TVS Electric Scooter: টিভিএস ২৮ অগাস্ট বৃহস্পতিবার তাদের নতুন বৈদ্যুতিন স্কুটার লঞ্চ করেছে। এই স্কুটারের মডেলের নাম দেওয়া হয়েছে টিভিএস অরবিটর। এই স্কুটারে (TVS Orbitor) রয়েছে অনেক উল্লেখযোগ্য অত্যাধুনিক ফিচার্স। এর সঙ্গে দুর্ধর্ষ রেঞ্জ (TVS Electric Scooter) আর দারুণ পারফরম্যান্স পাবেন এই স্কুটারে। কত দামে পাবেন এই নতুন স্কুটার ? কী কী ফিচার্স ? জানুন বিস্তারিত।
TVS Electric Scooter: এন্ট্রি লেভেল বৈদ্যুতিন স্কুটার এই টিভিএস অরবিটর
এই স্কুটারের ফিচার্স সম্পর্কে সংস্থার তরফে এখনও কিছু বিস্তারিতভাবে জানা যায়নি। তবে আশা করা হচ্ছে যে এই মডেলটি একটি এন্ট্রি লেভেলের ইলেকট্রিক স্কুটার হবে। অর্থাৎ ফিচার্স ও দামের দিক থেকে এই মডেলটি টিভিএসের আইকিউব-এর থেকেও কম হবে। সাশ্রয়ী হবে। এর অর্থ হল যারা প্রথমবারের মত একটি বৈদ্যুতিন স্কুটার কিনতে চান এবং একটি সাশ্রয়ী মূল্যের ব্যবহারিক বিকল্পের সন্ধান করছেন তাদের জন্য এই টিভিএসের নতুন বৈদ্যুতিন স্কুটারটি বাজারে লঞ্চ করা হয়েছে।
TVS Electric Scooter: টিভিএস আইকিউবের মতই হবে ডিজাইন
পেটেন্ট ডিজাইন অনুসারে, নতুন স্কুটারটির অনেক উপাদান TVS iQube থেকে নেওয়া হয়েছে। স্কুটারটির লুক স্লিম এবং মসৃণ। এই স্কুটারের সামনে থাকবে একটি এলইডি হেডল্যাম্প, যা ডে টাইম রানিং লাইটে ইন্টিগ্রেট করা থাকবে। এর লুক একটি ফ্যামিলি স্কুটারের মতই হবে তবে আইকিউবের তুলনায় এই স্কুটার আরও স্টাইলিশ ও অ্যারোডায়নামিক ডিজাইনের সঙ্গে আসবে।

তরুণদের কথা মাথায় রেখেই এই স্কুটারটি তৈরি করা হয়েছে
এই স্কুটারটি বিশেষভাবে তরুণদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে যারা কম বাজেটে একটি বৈদ্যুতিন স্কুটার কিনতে চান। এই স্কুটারের ডিজাইন ও পারফরম্যান্স এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রমাণিত হয়। আশা করা হচ্ছে যে এই স্কুটারটি একবার চার্জে চাল রেঞ্জ ও পারফরম্যান্স দেবে।
সম্প্রতি বাজারে এসেছে টিভিএস আইকিউবের ৩.১ কিলোওয়াট আওয়ার ব্যাটারির একটি দারুণ মডেল ভ্যারিয়ান্ট। এই স্কুটারের এক্স শোরুম দাম রয়েছে ১.০৩ লক্ষ টাকা। এই মডেলের ব্যাটারি একবার চার্জ দিলে আইডিসি রেঞ্জ দেবে ১২৩ কিমি। আর এবারে টিভিএস অরবিটর নতুন বৈদ্যুতিন স্কুটার বাজারে আসার সঙ্গে সঙ্গেই টিভিএসের পোর্টফোলিও আরও শক্তিশালী হয়ে উঠল।























