Mahindra Thar: থ্রি ডোরের বদলে এবার ফাইভ ডোর! আরও কী চমক থাকছে মাহিন্দ্রার নতুন মডেলে?
Mahindra Thar 5 Door: আগামী বছর অর্থাৎ ২০২৪-এই বাজারে আসতে চলেছে Mahindra Thar 5 Door। তবে Mahindra Thar 3 Door-এর তুননায় এই মডেলে অনেক পার্থক্য রয়েছে। আগের মডেলের থেকে কোথায় আলাদা এই ফাইভ ডোর মডেল?
Mahindra Thar দেশের অন্যতম জনপ্রিয় বিলাসবহুল SUV গাড়ি। ক্রমে ক্রমে দেশে এই গাড়ির জনপ্রিয়তা বাড়ছে। ইতিমধ্যেই Mahindra Thar-এর একটি EV ভার্সন বাজারে নিয়ে এসেছে সংস্থা। এর আগে একটি থ্রি-ডোরের গাড়ি ছিল মাহিন্দ্রার, এবার ৩ বদলে ৫। আসছে ফাইভ ডোরের নতুন Mahindra Thar। পুরনো মডেলটির সঙ্গে কোথায় আলাদা এই মাহিন্দ্রা থর ফাইভ ডোর?
আগামী বছর অর্থাৎ ২০২৪-এই বাজারে আসতে চলেছে Mahindra Thar 5 Door। তবে Mahindra Thar 3 Door-এর তুননায় এই মডেলে অনেক পার্থক্য রয়েছে। এই নতুন মডেলে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে আরাম এবং বিলাসবহুল উপাদানের উপর। তবে পুরনো থ্রি ডোরের মডেলে মূলত সাধ্যের মধ্যে দামকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। সম্প্রতি মডেলটির একটি প্রোটোটাইপ প্রকাশ্যে এসেছে যা থেকে মডেলের হাল হকিকত অনেকটাই অনুমান করা যাচ্ছে।
নতুন ফিচার্স কী থাকছে?
Mahindra Thar 5 Door মডেলটি অনেক বেশি লম্বা এবং অনেক বেশি সময় রাস্তায় চলার উপযোগী। এতে রয়েছে একটি অভিনব গ্রিল ডিজাইন যা পুরনো মডেলটিতে ছিল না কখনও। গাড়ির সামনের দিকে একটি নতুন ডিজাইনের LED হেডল্যাম্প থাকছে আর থাকছে পিছনের টেল ল্যাম্পটিও। তবে বাইরের ডিজাইনের থেকেও বেশি বদল আসতে চলেছে এর ইন্টিরিয়র ডিজাইনে। থ্রি ডোরের (Mahindra Thar 3 DOOR) থেকে এই ফাইভ ডোরে একটি রিয়ার ক্যামেরা, ফ্রন্ট ও রিয়ার আর্মরেস্ট এবং একটি ১০ ইঞ্চির টাচ স্ক্রিন থাকছে নতুন সংযোজন হিসেবে। এছাড়াও থাকছে একটি সানরুফ। আবার এই সানরুফ নাকি ভয়েস অ্যাসিস্টেড! অর্থাৎ কথা বলেই সানরুফ অপারেট করা যাবে।
ইন্টিরিয়র কি বদলাচ্ছে?
গাড়ির ভিতরে জিনিসপত্র এবং বসার সিটগুলিও আগের থেকে এখন অনেক বেশি আরামদায়ক হতে চলেছে। আরও দুটি দরজা যোগ হলে পিছনের সিটে যাত্রীরা অনেক বেশি আরাম অনুভব করবেন এবং পিছনের সিটের গুরুত্বও অনেকটাই বেড়ে যাবে। বুট স্পেসও অনেকটা বাড়বে এই নতুন মডেলে। থ্রি ডোরের মত এই ফাইভ ডোর মাহিন্দ্রা থরের মডেলটিও ৪ × ২ ভার্সনের পাশাপাশি ৪ × ৪ ভার্সনে পাওয়া যাবে বাজারে।
তবে ইঞ্জিন একই থাকছে। ২.২ লিটার ডিজেল এবং ২.০ লিটার টার্বো-পেট্রল ইঞ্জিন থাকছে ফাইভ ডোরের মাহিন্দ্রা থরে। তবে জানা গিয়েছে এর সাসপেনসন মডেলে আগের থেকে অনেকটা বদল আসতে চলেছে। সব মিলিয়ে আশা করা যাচ্ছে যে মাহিন্দ্রা থরের ফাইভ ডোর মডেলে আগের থেকে অনেকটাই বেশি স্পেস থাকতে চলেছে।
আরও পড়ুন: রয়্যাল এনফিল্ডের এই বাইক চলত ডিজেলে, মাইলেজ ৮০ কিমি