Vinfast VF3: ভারতের বাজারে এল সবথেকে কম দামের বৈদ্যুতিন SUV, ভিয়েতনামি সংস্থার এই গাড়ি দেখেছেন ?
Vinfast Cheapest SUV: এই এসইভি দৈর্ঘ্যে ৩১১৪ মিমি এবং এর ১৬ ইঞ্চির হুইল খুব ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স এনে দেয়। স্টাইলিং খুবই কমপ্যাক্ট, একটা ব্ল্যাক লে আউটের সঙ্গে একটা নতুন মডেলের গ্রিলও রয়েছে এতে।
সোমনাথ চট্টোপাধ্যায়: ইতিমধ্যেই জানা গিয়েছিল যে ভিনফাস্ট সংস্থা ভারতের বাজারকে ধীরে ধীরে নিজেদের আয়ত্তে আনতে চাইছে, ভারতের বাজারে নিজেদের পণ্যের পসরা গড়ে তুলতে চাইছে। এর আগে জানা গিয়েছিল এই সংস্থা ভারতে প্রথম একটি প্রিমিয়াম এসইউভি গাড়িও আনতে চলেছে। আর এর ভলিউম প্লেয়ার গাড়িটি সম্ভবত সদ্য লঞ্চ হওয়া Vinfast VF3। এই গাড়িটি আদপে একটি ছোট আকারের বৈদ্যুতিন SUV।
ভিনফাস্টের ছোট্ট এসইভি ভিএফ থ্রি
এই এসইভি দৈর্ঘ্যে ৩১১৪ মিমি এবং এর ১৬ ইঞ্চির হুইল খুব ভাল গ্রাউন্ড ক্লিয়ারেন্স এনে দেয়। স্টাইলিং খুবই কমপ্যাক্ট, একটা ব্ল্যাক লে আউটের সঙ্গে একটা নতুন মডেলের গ্রিলও রয়েছে এতে। ইন্টিরিয়র খুবই সহজ সরল, এতে থাকছে ১০ ইঞ্চির একটা টাচস্ক্রিন, ক্লাইমেট কনট্রোল বাটন এবং সম্পূর্ণ বডি সাইজ ছাড়া ভিএফ থ্রি মডেলে থাকছে ৫৫০ লিটারের বুট ক্যাপাসিটি। অফিসিয়ালি এই গাড়ির (Vinfast VF3) রেঞ্জ ধরা হয়েছে ২০০ কিমি এবং ভারতের জন্য ভিনফাস্ট ভি এফ থ্রির যে মডেলটি আসছে সেখানে সমস্ত স্পেসিফিকেশনই থাকছে।
তবে এই ভিনফাস্টের গাড়িকে খুব দ্রুত স্থানীয়ভাবে নির্মাণের চেষ্টা করতে হবে এর ম্যানুফ্যাকচারিং কস্ট কমানোর জন্য। তামিলনাড়ুতে তাই এর একটা কারখানা গড়ে তোলার কথা ভাবা হয়েছে। আর বাজারে এর জনপ্রিয়তা বাড়ানোর জন্য ভিনফাস্টের গাড়ির দাম (Vinfast VF3) থাকতে হবে ১০ লাখের মধ্যেই। এর লুকস অনেকটাই স্মার্ট, ফাঙ্কি এবং বাজারে আগে থেকেই জনপ্রিয় ইভি টিয়াগো ও কমেটের সঙ্গে পাল্লা দিতে হলে এর রেঞ্জও অনেকটাই বাড়াতে হবে বলে মনে হয়। এর প্রিমিয়াম ইভি রেঞ্জ আসার পরেই সম্ভবত এই ইভি লঞ্চ করবে ভারতের বাজারে। ভিএফ থ্রির সঙ্গে গাড়ি নির্মাতা সংস্থা ভিনফাস্ট আরও অনেক ইভি তৈরি করবে যাতে ভারত ভিয়েতনামি ইভি গাড়ির রপ্তানিকারক হিসেবেও ভবিষ্যতে উঠে আসে।
আসবে ভিনফাস্টের ভিএফ ৮ মডেলটিও
সবার আগে ভারতের বাজারে লঞ্চ হওয়ার কথা ছিল ভিনফাস্টের ভিএফ ৮ মডেলটি। তামিলনাড়ুর কারখানাতেই তৈরি হবে এই গাড়ি আর বছরে ১.৫ লক্ষ গাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নিয়ে এগিয়েছে ভিনফাস্ট। শুধু ভারত নয়, ইন্দোনেশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রতেও কারখানা নির্মাণের কথা ভেবেছে এই সংস্থা। VF8 প্রিমিয়াম ইভির মডেলের মাধ্যমে মার্কিন দুনিয়ায় প্রতিযোগিতা করতে শুরু করেছে Vinfast। আর এই গাড়ির মডেলটিই ভারতের বাজারে একেবারে প্রথম ভিয়েতনামি SUV হতে চলেছে। ৫.৫ সেকেন্ডের মধ্যেই ০-১০০ কিমি প্রতি ঘণ্টায় গতি উঠবে বলে জানা যাচ্ছে, রেঞ্জ থাকবে ৪০০-৪৭১ কিমি।
আরও পড়ুন: Vinfast SUV: ভারতে প্রথম SUV আনবে এই ভিয়েতনামি সংস্থা, বাজারের অন্য SUV-র থেকে কোথায় আলাদা ?