500 Rupee Note: ৫০০ টাকার নোট নিয়ে ভাইরাল খবর, আপনি ভুল করেননি তো ?
Fake News: নিত্যদিন জাল নোট নিয়ে আসছে নতুন খবর। কোনটা আসল, কোনটা নকল বুঝতে গিয়ে কালঘাম ছুটছে আম আদমির।
Fake News: নিত্যদিন জাল নোট নিয়ে আসছে নতুন খবর। কোনটা আসল, কোনটা নকল বুঝতে গিয়ে কালঘাম ছুটছে আম আদমির। জনগণকে প্রতারিত করে যার সুযোগ নিচ্ছে জালিয়াতরা। সম্প্রতি ৫০০টাকার নোট নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক খবর।
500 Rupee Note: নোটবন্দির পরও বেড়েই চলেছে জাল নোট ?
জাল নোটের নেটওয়ার্ক শেষ হওয়ার নামই নিচ্ছে না। নোট বাতিলের পরও দেশে জাল নোট পাওয়া যাচ্ছে।NCRB(ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো)-র হিসেব অনুসারে, ২০২১ সালে মোট ২০.৩৯ কোটি টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছিল। আরবিআই-এর বার্ষিক রিপোর্ট বলছে, ২০২১-২২ সালে দেশে জাল নোটের সংখ্যা আগের বছরের তুলনায় ১০.৭ শতাংশ বেড়েছে। ২০২১-২২ সালে ১০১.৯ শতাংশ বেশি ৫০০ টাকার জাল নোট পাওয়া গেছে।
2000 Rupee Note: ২০০০ টাকার নোটেও বাড়ছে নকলের সংখ্যা
পরিসংখ্যান বলছে, একই সময়ে ২০০০ টাকার জাল নোটের সংখ্যা ৫৪.১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ৫০০ টাকার নোট নিয়ে বড় খবর সামনে এসেছে। সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এই খবর। আপনার কাছে যদি এমন ৫০০ টাকার নোট থাকে, তাহলে সতর্ক হোন।
500 Rupee Note: কী বলা হচ্ছে খবরে ?
আসলে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে ৫০০ টাকার দুটি নোটের মধ্যে পার্থক্য দেখানো হচ্ছে। ভিডিয়োতে একটি নোটকে আসল ও অন্যটি জাল বলে উল্লেখ করা হয়েছে। ভিডিয়োতে বলা হয়েছে, ৫০০ টাকার এমন কোনও নোট নেওয়া উচিত নয়, যেখানে সবুজ স্ট্রিপটি আরবিআই গভর্নরের স্বাক্ষরের কাছে নয়, গাঁধীজির ছবির কাছে রয়েছে। স্পষ্টতই, এই ধরনের ভাইরাল পোস্টের কারণে, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে ভাইরাল হওয়া এই পোস্টের সত্যতা সম্পর্কে ইতিমধ্যেই নজর দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।
Fact Check: জাল ভিডিও
পিআইবি তার সত্যতা যাচাইয়ে ভাইরাল ভিডিওটিকে ভুয়ো বলে তুলে ধরেছে। ফ্যাক্টচেকে দুটি নোটই বৈধ বলে জানিয়েছে পিআইবি। RBI-ও ৫০০ টাকার নোট দুটিকেই বৈধ বলেছে। অতীতে বলছে, ২০১৬ সালে যখন ৫০০ ও ১০০০ টাকার পুরনো নোটগুলি নোট বাতিলের পরে প্রত্যাহার করা হয়েছিল, তখন ২০০০ ও ৫০০ টাকার নতুন নোট প্রকাশ করা হয়েছিল। তাই দুটি নোটই আসল।