Bank Working Hours: ৫ দিন কাজ ২ দিন ছুটি, ব্যাঙ্ক কর্মচারীদের জন্য নতুন নিয়ম
Bank News: শীঘ্রই আসতে পারে সুখবর ! ভারতের ব্যাঙ্ক কর্মচারীদের জন্য রয়েছে দুর্দান্ত উপহার।
Bank News: শীঘ্রই আসতে পারে সুখবর ! ভারতের ব্যাঙ্ক কর্মচারীদের জন্য রয়েছে দুর্দান্ত উপহার। এবার ব্যাঙ্ক কর্মচারীদের পুরনো দাবি পূরণের প্রস্তুতি নিচ্ছে সরকার। শোনা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার শীঘ্রই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।
Bank Work Week: সরকার দেবে সবুজ সঙ্কেত
সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, কেন্দ্রীয় সরকার ব্যাঙ্ক কর্মীদের সপ্তাহে ৫ দিন কাজের দাবিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। ব্যাঙ্ক কর্মচারীদের পুরনো এই দাবিকে সবুজ সঙ্কেত দেওয়ার প্রস্তুতি নিচ্ছে অর্থ মন্ত্রক। এরপর এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে পরিবর্তনগুলো কার্যকর করা হতে পারে।
Bank News: এখন কতদিন ছুটি থাকে ব্যাঙ্ক
এমনটা হলে ব্যাঙ্ক কর্মীদের এখন সপ্তাহে মাত্র ৫ দিন কাজ করতে হবে। বর্তমান ব্যবস্থায়, ব্যাঙ্ক কর্মীরা মাসের প্রতি রবিবার ছুটি পেলেও প্রতি শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকে না। ব্যাঙ্কগুলি প্রতি মাসের প্রথম, তৃতীয় এবং পঞ্চম শনিবার খোলা থাকে, যখন মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক কর্মীদের জন্য ছুটির দিন।
আইবিএ প্রস্তাব পাঠিয়েছে
ব্যাঙ্কের কর্মচারীরা দীর্ঘদিন ধরে তাদের জন্য ৫ কাজের দিনের দাবি জানিয়ে আসছিল। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনও এই বিষয়ে সরকারকে একটি প্রস্তাব দিয়েছে। সূত্রের দাবি, সরকার ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের প্রস্তাবে ইতিবাচকভাবে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। শীঘ্রই মজুরি বোর্ড সংশোধন সহ একটি বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।
দীর্ঘদিন ধরে এর চাহিদা রয়েছে
করোনা মহামারীর পর প্রথম সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি ওঠে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এই দাবি প্রত্যাখ্যান করে ও পরিবর্তে ১৯ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দেয়। পরবর্তীতে পাঁচ দিনের সপ্তাহের দাবি জোরালো হয়। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের নেতৃত্বে চলতি বছরের জানুয়ারিতে ব্যাঙ্ক কর্মচারীরাও এ দাবিতে দুই দিনের ধর্মঘটে যান।
কাজের সময় বাড়বে
সর্বভারতীয় একটি সংবাদপত্রের রিপোর্ট বলছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ৫ দিনের সপ্তাহের দাবিতে সম্মত হয়েছে। তবে এতে কাজের সময় বাড়ানো হবে। ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন 2023 সালের ফেব্রুয়ারিতে ৫ দিনের সপ্তাহের দাবি বিবেচনার দাবিকে সমর্থন জানিয়েছিল। পাশাপাশি প্রতিদিন ৮০ মিনিট করে কাজের সময় বাড়ানোর শর্ত যুক্ত করেছিস অ্যাসোসিয়েশন। এরকম হলে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কাজ করতে হবে ব্যাঙ্ক কর্মীদের।
আরও পড়ুন : YouTube Fraud: ইউটিউবে টাকা রোজগারের নামে চলছে প্রতারণা ! এইভাবে টাকা লুঠছে স্ক্যামাররা