Bank FD: এইচডিএফসি ব্যাঙ্ক বনাম এসবিআই, ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক
HDFC Bank Vs SBI: সর্বশেষ মুদ্রানীতিতে রেপো রেট 6.50 শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্যাঙ্কগুলি। দেখে নিন, এবার কত হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্কের এফডি সুদের হার।
![Bank FD: এইচডিএফসি ব্যাঙ্ক বনাম এসবিআই, ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক bank-fd-hdfc-bank-vs-sbi-vs-axis-bank-check-detailed-comparison-of-latest-interest-rates Bank FD: এইচডিএফসি ব্যাঙ্ক বনাম এসবিআই, ফিক্সড ডিপোজিটে বেশি সুদ দিচ্ছে কোন ব্যাঙ্ক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/05/3a55d03787b1ac7809f6dd877a701e3c1688580750247394_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
HDFC Bank Vs SBI: গত বছরের মে মাস থেকেই ভারতে বেড়েছে সুদের হার। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট বৃদ্ধি করায় FD-তে সুদের হার বাড়িয়েছে ব্যাঙ্কগুলি। যদিও সর্বশেষ মুদ্রানীতিতে রেপো রেট 6.50 শতাংশে অপরিবর্তিত রেখেছে ব্যাঙ্কগুলি। দেখে নিন, এবার কত হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্কের এফডি সুদের হার।
HDFC ব্যাঙ্ক বর্তমানে আমানতের মেয়াদের উপর নির্ভর করে 3 শতাংশ থেকে 7.10 শতাংশের মধ্যে FD সুদ দিচ্ছে। Axis Bank আমানতের মেয়াদের উপর নির্ভর করে 3.50 শতাংশ এবং 7.75 শতাংশের মধ্যে FD-তে সুদ ঘোষণা করেছে। পাশাপাশি SBI 3 শতাংশ থেকে 7 শতাংশের মধ্যে FD সুদ অফার করছে। এছাড়াও এই ব্যাঙ্কগুলি থেকে প্রবীণ নাগরিকদের জন্য আরও 50 bps সুদ দেওয়া হচ্ছে।
Fixed Deposit Rates: এখানে দুটি বড় ব্যাঙ্ক HDFC ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-এর 2 কোটি টাকার নিচে আমানতের জন্য দেওয়া বর্তমান ফিক্সড ডিপোজিট (FD) সুদের হারের তুলনা করা হল:
HDFC ব্যাঙ্কে 2 কোটি টাকার কম স্থায়ী আমানতের ওপর সর্বশেষ সুদের হার (বার্ষিক):
7 দিন থেকে 14 দিন: সাধারণ জনগণের জন্য - 3.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 3.50 শতাংশ
15 দিন থেকে 29 দিন: সাধারণ জনগণের জন্য - 3.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 3.50 শতাংশ
30 দিন থেকে 45 দিন: সাধারণ জনগণের জন্য - 3.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 4.00 শতাংশ
46 দিন থেকে 60 দিন: সাধারণ জনগণের জন্য - 4.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.00 শতাংশ
61 দিন থেকে 89 দিন: সাধারণ জনগণের জন্য - 4.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.00 শতাংশ
90 দিন থেকে 6 মাসের সমান: সাধারণ জনগণের জন্য - 4.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.00 শতাংশ
6 মাস 1 দিন থেকে 9 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 5.75 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 6.25 শতাংশ
9 মাস 1 দিন থেকে 1 বছরের কম: সাধারণ জনগণের জন্য - 6.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 6.50 শতাংশ
1 বছর থেকে 15 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 6.60 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.10 শতাংশ
15 মাস থেকে 18 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 7.10 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.60 শতাংশ
18 মাস 1 দিন থেকে 21 মাসের কম: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
21 মাস থেকে 2 বছর: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
2 বছর 1 দিন থেকে 2 বছর 11 মাস: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
2 বছর 11 মাস 1 দিন থেকে 3 বছর পর্যন্ত: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
3 বছর 1 দিন থেকে 4 বছর 7 মাস: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
4 বছর 7 মাস থেকে 55 মাস: সাধারণ জনগণের জন্য - 7.25 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.75 শতাংশ
5 বছর 1 দিন থেকে 10 বছর: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার FD সুদের হার (2 কোটি টাকার নিচে জমার ওপর):
7 দিন থেকে 45 দিন: সাধারণ জনগণের জন্য - 3.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 3.50 শতাংশ
46 দিন থেকে 179 দিন: সাধারণ জনগণের জন্য - 4.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.00 শতাংশ
180 দিন থেকে 210 দিন: সাধারণ জনগণের জন্য - 5.25 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 5.75 শতাংশ
211 দিন থেকে 1 বছরের কম: সাধারণ জনগণের জন্য - 5.75 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 6.25 শতাংশ
1 বছর থেকে 2 বছরের কম: সাধারণ জনগণের জন্য - 6.80 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.30 শতাংশ
2 বছর থেকে 3 বছরের কম: সাধারণ জনগণের জন্য - 7.00 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ
3 বছর থেকে 5 বছরের কম: সাধারণ জনগণের জন্য - 6.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.00 শতাংশ
5 বছর থেকে 10 বছর পর্যন্ত: সাধারণ জনগণের জন্য - 6.50 শতাংশ; সিনিয়র সিটিজেনদের জন্য - 7.50 শতাংশ।
আরও পড়ুন : Stock Market: কোন শেয়ার কিনবেন জুলাইতে ? আইটিসি, এসবিআই ছাড়াও কারা দেবে ২৫ শতাংশ লাভ
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)