Bank Holiday List : এপ্রিলে ১৫ দিন পর্যন্ত বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন কোন রাজ্যে কবে ছুটি
Bank News : জেনে নিন, ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holiday List)। এপ্রিলে দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবার সহ সরকারি ছুটির জন্য ব্যাঙ্কগুলি 15 দিন বন্ধ থাকবে।

Bank News : আগামী মাসে এই নির্দিষ্ট দিনগুলিতে ব্যাঙ্কে (Bank News) গেলে কাজ হবে না। তাই জেনে নিন, ব্যাঙ্ক ছুটির তালিকা (Bank Holiday List)। এপ্রিলে দ্বিতীয় ও চতুর্থ শনিবার, রবিবার সহ সরকারি ছুটির জন্য ব্যাঙ্কগুলি 15 দিন বন্ধ থাকবে।
1 এপ্রিল বন্ধ থাকবে ব্যাঙ্ক
01 এপ্রিল মঙ্গলবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। গ্রাহকরা সেই দিন ব্যাঙ্কিং ফাংশন ব্যবহার করতে পারবেন না। নতুন অর্থবর্ষে আরবিআই-এর ছুটির তালিকা অনুসারে এটিকে সরকারি ছুটি হিসাবে বিবেচনা করা হয়।
ছুটির সময় অনলাইন ব্যাঙ্কিং ব্যাবল্থার সুবিধা পাবেন গ্রাহকরা
তবে ব্যাঙ্ক খোলা থাকলেও অনলাইন ব্যাঙ্কিং পরিষবো যথারীতি চলবে। গ্রাহকরা এই ব্যাঙ্কগুলির অনলাইন প্ল্যাটফর্মগুলিতে অনলাইন লেনদেন, বিল পেমেন্ট ও অন্যান্য অনলাইন পরিষেবাগুলি ব্যবহার করতে পারবেন।
এখানে এপ্রিল 2025-এ ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা রয়েছে:
এপ্রিল 1 – বছরের শেষ ব্যাঙ্ক বন্ধ মঙ্গলবার
5 এপ্রিল – বাবু জগজীবন রামের জন্মদিন শনিবার
10 এপ্রিল - মহাবীর জয়ন্তী বৃহস্পতিবার
14 এপ্রিল - আম্বেদকর জয়ন্তী/বিশু/বোহাগ বিহু/তামিল নববর্ষ সোমবার
15 এপ্রিল – বাংলা নববর্ষের দিন/হিমাচল দিবস/বোহাগ বিহু মঙ্গলবার
16 এপ্রিল - বোহাগ বিহু বুধবার
এপ্রিল 18 - গুড ফ্রাইডে শুক্রবার
21 এপ্রিল – গড়িয়া পূজা সোমবার
29 এপ্রিল – মঙ্গলবার ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী
30 এপ্রিল – বাসভ জয়ন্তী/অক্ষয় তৃতীয়া বুধবার
2025 সালের এপ্রিল মাসে রাজ্য/শহরের ছুটি
আগরতলা (ত্রিপুরা) এপ্রিল 1, 14, 15, 18
আহমেদাবাদ (গুজরাট) এপ্রিল 1, 10, 14, 18
আইজল (মিজোরাম) এপ্রিল 10, 16
বেলাপুর (মহারাষ্ট্র) এপ্রিল 1, 10, 14, 18
বেঙ্গালুরু (কর্নাটক) এপ্রিল 1, 10, 14, 18, 30
ভোপাল (মধ্যপ্রদেশ) এপ্রিল 1, 10, 18
ভুবনেশ্বর (ওড়িশা) এপ্রিল 1, 14, 18
চণ্ডীগড় (পাঞ্জাব ও হরিয়ানা) এপ্রিল 1, 14
চেন্নাই (তামিলনাড়ু) এপ্রিল 1, 10, 14, 18
দেরাদুন (উত্তরাখণ্ড) এপ্রিল 1, 14, 18
গ্যাংটক (সিকিম) এপ্রিল 1, 14, 18
গুয়াহাটি (আসাম) এপ্রিল 1, 14, 15, 16
হায়দ্রাবাদ – অন্ধ্রপ্রদেশ 1 এপ্রিল, 14, 18
হায়দ্রাবাদ – তেলেঙ্গানা এপ্রিল 1, 5, 14, 18
ইম্ফল (মণিপুর) এপ্রিল 1, 14, 18
ইটানগর (অরুণাচল প্রদেশ) এপ্রিল 1, 15, 16
জয়পুর (রাজস্থান) এপ্রিল 1, 10, 14
জম্মু (জম্মু ও কাশ্মীর) এপ্রিল 1, 14
কানপুর (উত্তরপ্রদেশ) এপ্রিল 1, 10, 14, 18
কোচি (কেরল) এপ্রিল 1, 14, 18
কোহিমা (নাগাল্যান্ড) এপ্রিল 1, 18
কলকাতা (পশ্চিমবঙ্গ) এপ্রিল 1, 10, 14, 15, 16, 18
লখনউ (উত্তরপ্রদেশ) এপ্রিল 1, 10, 14, 18
মুম্বাই (মহারাষ্ট্র) এপ্রিল 1, 10, 14, 18
নাগপুর (মহারাষ্ট্র) এপ্রিল 1, 10, 14, 18
নয়াদিল্লি (দিল্লি) এপ্রিল 1, 10, 18
পানাজি (গোয়া) এপ্রিল 1, 14, 18
পাটনা (বিহার) এপ্রিল 1, 14, 18
রায়পুর (ছত্তিশগড়) 10 এপ্রিল, 18
রাঁচি (ঝাড়খণ্ড) এপ্রিল 1, 10, 14, 18
শিলং (মেঘালয়) 18 এপ্রিল
সিমলা (হিমাচল প্রদেশ) এপ্রিল 15, 30
শ্রীনগর (জম্মু ও কাশ্মীর) এপ্রিল 1, 14
তিরুবনন্তপুরম (কেরল) এপ্রিল 1, 14, 18
Bank Holidays List in 2024: RBI এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।






















