Bank Holiday 2025 : মার্চে এই দিনগুলিতে ব্যাঙ্কে গেলে কাজ হবে না, জেনে নিন মার্চের ব্যাঙ্কে ছুটির দিন
Bank News : আগে ভাগে জেনে নিন, কোন-কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা (Banking Service) । কী বলছে , রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ব্যাঙ্ক হলিডে লিস্ট।

Bank News : মার্চ মাসে অনেক দিন বন্ধ থাকবে ব্য়াঙ্ক (Bank Holiday 2025)। সেই ক্ষেত্রে কোনও গুরুত্বপূর্ণ কাজ নিয়ে ব্যাঙ্কে গেলে লাভ হবে না। তাই আগে ভাগে জেনে নিন, কোন-কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের পরিষেবা (Banking Service) । কী বলছে , রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ব্যাঙ্ক হলিডে লিস্ট।
কী রয়েছে রিজার্ভ ব্যাঙ্কের ছুটির তালিকায়
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) প্রকাশিত অফিসিয়াল ছুটির ক্যালেন্ডার অনুসারে - 2025 সালের মার্চ মাসে বেশ কয়েকটি শহর জুড়ে ব্যাঙ্কগুলি আট দিনের জন্য বন্ধ থাকার কথা। এই ছুটি সাধারণ সাপ্তাহিক ছুটি ছাড়াও সব রবিবার ও দ্বিতীয়, চতুর্থ শনিবার ধরে করা হয়।
রাজ্য-নির্দিষ্ট উত্সবগুলির ক্ষেত্রে, ব্যাঙ্কগুলি শুধুমাত্র সেই রাজ্যগুলিতেই বন্ধ থাকবে, যখন হোলি এবং রমজানের মতো গুরুত্বপূর্ণ উত্সবগুলির সময়, বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
2025 সালের মার্চ মাসে ব্যাঙ্ক হলিডে: শহর অনুসারে তালিকা
14 মার্চ (শুক্রবার): আহমেদাবাদ, আইজল, বেলাপুর, ভোপাল, চণ্ডীগড়, দেরাদুন, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ - অন্ধ্রপ্রদেশ, হায়দ্রাবাদ - তেলেঙ্গানা, ইটানগর, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বাই, নাগপুর, নয়াদিল্লি, পানাজি, পাটনা, রায়পুর, শ্রীনগর, শিলাপুর এবং শিলাপুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
15 মার্চ (শনিবার): হোলি/ইয়াওসাং 2য় দিন - আগরতলা, ভুবনেশ্বর, ইম্ফল এবং পাটনায় ব্যাঙ্ক বন্ধ।
16 মার্চ: রবিবার
22 মার্চ (চতুর্থ শনিবার): বিহার দিবস - বিহারে ব্যাঙ্ক বন্ধ।
23 মার্চ: রবিবার
২৭ মার্চ (বৃহস্পতিবার): শব-ই-কদর - জম্মুতে ব্যাঙ্ক বন্ধ।
২৮ মার্চ (শুক্রবার): জুমাতুল-বিদা - জম্মু ও কাশ্মীরে ব্যাঙ্ক বন্ধ।
30 মার্চ: রবিবার
31 মার্চ (সোমবার): রমজান-ইদ (ইদ-উল-ফিতর) (শাওয়াল-1)/খুতুব-ই-রমজান – বেশিরভাগ রাজ্যে ব্যাঙ্কগুলি বন্ধ রয়েছে।
দ্রষ্টব্য: (৩১ মার্চ কেন্দ্র সরকারের অর্থবর্ষের ক্লোজিং ডেট। এর অর্থ দাঁড়ায় সরকারি রাজস্ব, অর্থের লেনদেন, সেটলমেন্ট সবই নতুন অর্থবর্ষ শুরুর আগেই শেষ করে ফেলতে হবে। ৩১ মার্চ খোলা থাকবে সমস্ত ব্যাঙ্ক। আগামী ৩১ মার্চ দেশের সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। এদিনের ছুটি বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক। এই দিনে নিম্নলিখিত পরিষেবাগুলি পাওয়া যাবে)
সরকারি কর জমার কাজ (আয়কর, জিএসটি, কাস্টমস, এক্সাইস ডিউটি)
পেনশন পেমেন্ট, সরকারি ভর্তুকির কাজকর্ম
সরকারি কর্মীদের বেতন ও অ্যালাউয়েন্স বিতরণ
সরকারি প্রকল্প ও ভর্তুকি সংক্রান্ত লেনদেন
১ এপ্রিল ব্যাঙ্কে ছুটি
৩১ মার্চ সোমবার ব্যাঙ্ক খোলা থাকছে, কিন্তু বরাবরের নিয়ম অনুযায়ী ১ এপ্রিল ২০২৫-২৬ অর্থবর্ষের প্রথম দিনে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এদিন দেশের প্রায় সমস্ত রাজ্যেই ব্যাঙ্ককর্মীদের ছুটি থাকবে। তবে এই ছুটি থেকে বাদ পড়েছে মেঘালয়, ছত্তিশগড়, মিজোরাম, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
