Bank Holidays in January 2023: বছরের শুরুতেই এই কদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক,আপনার শহরে কী অবস্থা ?
Bank Holiday List: জানুয়ারিতে ব্যাঙ্কে কাজ থাকলে মিটিয়ে নিতে হবে আগেই। তা না হলে ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে সমস্যা বাড়বে আপনারই।
Bank Holiday List: জানুয়ারিতে ব্যাঙ্কে কাজ থাকলে মিটিয়ে নিতে হবে আগেই। তা না হলে ছুটির দিনে ব্যাঙ্কে গিয়ে সমস্যা বাড়বে আপনারই। বছর শুরুর মাসে ১৪ দিন ব্যাঙ্কে ছুটি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। সেই ছুটির তালিকা অনুযায়ী,আগামী জানুয়ারি সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ১৪ দিনের জন্য বন্ধ থাকবে।
সব মিলিয়ে কত দিন ছুটি
ডিসেম্বর মাস শেষ হতে চলেছে এবং নতুন বছর শুরু হতে চলেছে। এমন পরিস্থিতিতে নতুন বছর শুরুর আগে জেনে নিন সামনের মাসে প্রচুর ব্যাঙ্ক ছুটি রয়েছে। RBI-এর নতুন বছরের ক্যালেন্ডার অনুসারে, 2023 সালের জানুয়ারিতে ব্যাঙ্কগুলি মোট ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। এই পরিস্থিতিতে, যদি আপনাকে 2023 সালের জানুয়ারিতে ব্যাঙ্ক সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ সামলাতে হয়, তবে তা আগেই শেষ করুন। আপনি যদি 2023 সালের জানুয়ারিতে ব্যাঙ্ক হলিডের সমস্যা এড়াতে চান, তাহলে আপনি এখানে ছুটির রাজ্যভিত্তিক তালিকা দেখতে পারেন। এর পরে, আপনি সেই অনুযায়ী আপনার কাজের পরিকল্পনা করতে পারেন। লক্ষণীয় বিষয় হল, রাজ্যগুলির ছুটি স্থানীয় উত্সব অনুসারে নির্ধারিত হয়। 2023 সালের জানুয়ারি মাসে কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি থাকবে জেনে নিন।
জানুয়ারি 2023-তে ব্যাঙ্ক ছুটির সম্পূর্ণ তালিকা
1 জানুয়ারি 2023 - রবিবার (সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
5 জানুয়ারি, 2023 - গুরু গোবিন্দ সিং জয়ন্তী
8 জানুয়ারি 2023 - রবিবার
11 জানুয়ারি 2023 - বুধবার (মিশনারি দিবসে মিজোরামে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
12 জানুয়ারি 2023 - বৃহস্পতিবার (স্বামী বিবেকানন্দ জয়ন্তীতে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
14 জানুয়ারি 2023 - মকর সংক্রান্তি (দ্বিতীয় শনিবার)
জানুয়ারি 15 - পোঙ্গল / মাঘ বিহু / রবিবার (সব রাজ্যের জন্য ছুটি)
জানুয়ারি 22, 2023 - রবিবার
23 জানুয়ারি, 2023 - সোমবার - (নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তীতে অসমে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
25 জানুয়ারি, 2023-বুধবার - (হিমাচল প্রদেশে রাজ্য দিবসের কারণে ছুটি থাকবে)
জানুয়ারি 26, 2023 - বৃহস্পতিবার - (সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে)
জানুয়ারি 28, 2023 - চতুর্থ শনিবার
জানুয়ারি 29, 2023-রবিবার
31 জানুয়ারি, 2023 - মঙ্গলবার - (মি-দম-মি-ফির কারণে আসামে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে)
Bank Holidays 2023 : রিজার্ভ ব্যাঙ্কের অফিশিয়াল সাইট দেখে নিন
রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুসারে, প্রতি মাসের রবিবার ছাড়াও দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলি বন্ধ থাকে। ব্যাঙ্কের ছুটির বিষয়ে আরও তথ্যের জন্য আপনি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল লিঙ্ক https://rbi.org.in/Scripts/HolidayMatrixDisplay.aspx - এ যেতে পারেন।
Bank Holidays List in 2023 : Reserve Bank Of India(RBI)-এর নিয়ম অনুসারে কোনও ব্যাঙ্কের ছুটির দিন তিনটি বিষয়ের ওপর নির্ধারণ করা হয়। 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট', 'হলিডে আন্ডার দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট অ্যান্ড রিয়েল টাইম গ্রস সেটলমেন্ট হলিডে'। এছাড়া রয়েছে-'ব্যাঙ্কস ক্লোজিং অফ অ্যাকাউন্টস'। দেশে সব ব্যাঙ্কের ছুটি একসঙ্গে নাও থাকতে পারে। রাজ্যের উৎসবের ভিত্তিতেই অনেক ক্ষেত্রে ব্যাঙ্ককর্মীদের ছুটি হয়ে থাকে। তবে এটিএম ও ডিজিটাল পরিষেবা চালু থাকবে ব্যাঙ্কগুলির।
আরও পড়ুন : Post Office: এবার পোস্ট অফিসে প্রিমিয়াম অ্য়াকাউন্ট , ক্যাশব্যাক ছাড়াও অনেক সুবিধা