EPFO Update: শীঘ্রই চাকরিতে অবসরের বয়স বাড়বে! ইপিএফও-র পরামর্শে নতুন জল্পনা
Retirement Age: আগামী দিনে বেসরকারি ক্ষেত্রে অবসর গ্রহণের বয়স বৃদ্ধির কথা বলেছে কর্মচারী সংগঠন। কী ভাবছে ইপিএফও ?
Retirement Age: দেশের পেনশন তহবিলের চাপ কমাতে নতুন পরমার্শ দিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ওর্গানাইজেশন (EPFO)। আগামী দিনে বেসরকারি ক্ষেত্রে অবসর গ্রহণের বয়স বৃদ্ধির কথা বলেছে কর্মচারী সংগঠন। সম্প্রতি দেশের একটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে এই খবর।
EPFO Update: কী কারণে এই পরামর্শ ?
দেশের কোটি কোটি মানুষের বেতনের একটি অংশ কর্মচারী ভবিষ্য তহবিল সংগঠনে (EPFO)জমা পড়ে। পরবর্তীকালে কর্মচারীদের অবসরের সময় হলে, তাঁরা অবসর তহবিল ও পেনশন তহবিলের মতো অনেক সুবিধা পান। বর্তমানে কর্মীদের এই অবসরকালীন অর্থ দেওয়ার বিষয়ে চাপ বেড়েছে কর্মচারী সংগঠনের ওপর। তাদের মতে, সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে কর্মীর সংখ্যা। যে কারণে দেশে প্রবীণ নাগরিকের সংখ্যাও বাড়ছে। এর জেরে ইপিএফও ফান্ডের ওপর চাপ বাড়ছে। এমন পরিস্থিতিতে পেনশন নিয়ন্ত্রক বোর্ড জানিয়েছে, আগামী সময়ে এই কারণে EPFO-র ওপর চাপ বাড়বে।
Retirement Age: অবসরের বয়স বাড়ানোর কথা বিবেচনা করুন
EPFO নিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, কর্মচারীর সংখ্যা বৃদ্ধির কারণে চাপ কমাতে বেসরকারি খাতের কর্মীদের অবসরের বয়স বাড়ানো উচিত। এতে আগামী সময়ে ইপিএফও-র ওপর চাপ কমবে। সংগঠনের এক রিপোর্ট বলছে, ২০৪৭ সালের পর দেশে ৬০ বছরের বেশি মানুষের সংখ্যা ১৪ কোটির বেশি হবে। সেই সময় এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের ওপর চাপ অনেকটাই বাড়বে। এমন পরিস্থিতিতে অবসরের বয়স বাড়িয়ে এই চাপ কমানো যেতে পারে। এর ফলে জনগণ আরও বেশি পরিমাণ টাকা ও ভাল পেনশনের সুবিধাও পাবে।
EPFO Update: কী কী অতিরিক্ত সুবিধা
অবসরের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মীরা দীর্ঘ সময় ধরে চাকরি করার সুযোগ পাবেন। এর পাশাপাশি অবসর গ্রহণের বয়স বৃদ্ধির ফলে তহবিলও মোটা হবে। একই সঙ্গে এর অনেক অসুবিধাও রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সিদ্ধান্তের পর দেশের তরুণদের চাকরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
এই বিষয়ে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্ট একটি তথ্য প্রকাশ করেছে। যেখানে বলা হয়েছে, ভারতে ৬০ বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা ২০৩১ সালে ১৯৪ মিলিয়নে পৌঁছবে। যা ২০২১ সালে ১৩৮ মিলিয়নে ছিল। এই পরিস্থিতিতে, EPFO-তে প্রবীণ নাগরিকের সংখ্যা প্রায় ৪১ শতাংশ বৃদ্ধি পাবে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি থেকে বেসরকারি খাতে অবসরের বয়স ৫৮ থেকে ৬৫ বছরের মধ্যে। আগামী দিনে বেসরকারি খাতের এই অবসরের বয়স বৃদ্ধির দিকেই নজর ইপিএফও-র।
আরো পড়ুন: PM Modi Investment: চারটি সোনার আংটি, এক বছরে কত সম্পদ বেড়েছে নরেন্দ্র মোদির ?