PM Modi Investment: চারটি সোনার আংটি, এক বছরে কত সম্পদ বেড়েছে নরেন্দ্র মোদির ?
Narendra Modi Assets: দিল্লির তখতে বসার পরই তাঁর মুখ থেকে শোনা গিয়েছিল, 'না খাউঙ্গা-না খানে দুঙ্গা'। দুর্নীতি বিরোধী অভিযানে প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য মনে ধরেছিল আম আদমির।
Narendra Modi Assets: একের পর দুর্নীতিকাণ্ডে জড়াচ্ছে দেশের তাবড় নেতাদের নাম। খোদ বিজেপির অন্দরেই উঠছে প্রশ্ন। সেখানে প্রধানমন্ত্রীর এক বছরে সম্পদ বৃদ্ধির দিকে তাকিয়ে ছিল বিরোধীরা। সম্প্রতি নরেন্দ্র মোদির সেই তথ্য প্রকাশ্যে এনেছে প্রধানমন্ত্রীর অফিস (PMO)।
PM Modi Update: মোদির মুখে এই কথা
দিল্লির তখতে বসার পরই তাঁর মুখ থেকে শোনা গিয়েছিল, 'না খাউঙ্গা-না খানে দুঙ্গা'। দুর্নীতি বিরোধী অভিযানে প্রধানমন্ত্রীর এহেন বক্তব্য মনে ধরেছিল আম আদমির। সম্প্রতি ১৫ অগাস্টে লালকেল্লার ভাষণেও উঠে এসেছে সেই দুর্নীতি প্রসঙ্গ। এবারও দুর্নীতির বিরুদ্ধে অভিযানে বিরোধীদের কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী। ইডি, সিবিআইয়ের হানায় বিরোধীরা এককাট্টা হচ্ছে বলে দাবি করেছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী বলেছেন, কোনওভাবেই দুর্নীতিবাজদের রেয়াত করবে না মোদি সরকার। বিরোধীরা হাজারো বিরোধিতা করলেও দুর্নীতি বিরোধী কাজ জারি থাকবে।
Narendra Modi Assets: কত সম্পদ বেড়েছে মোদির ?
প্রধানমন্ত্রীর ওয়েবসাইট অনুসারে,৩১ মার্চ ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে ৩৫,২৫০ টাকা নগদ ছিল। পাশাপাশি তিনি ৯,০৫,১০৫ টাকা পোস্ট অফিসে জাতীয় সঞ্চয় শংসাপত্রে (NSC)জমা দিয়েছেন। এ ছাড়াও, ১,৮৯,৩০৫ টাকার একটি বিমা পলিসি রয়েছে নরেন্দ্র মোদির৷ এক বছর আগের তুলনায় পিএম মোদির সম্পদ বেড়েছে ২৬.১৩ লক্ষ টাকা। এক বছর আগেও তার স্থাবর সম্পদ ছিল ১.১ কোটি টাকা, যা আর নেই। বন্ড, মিউচুয়াল ফান্ড ও শেয়ারে প্রধানমন্ত্রীর কোনও বিনিয়োগ নেই। এমনকী প্রধানমন্ত্রীর ব্যক্তিগত গাড়িও নেই তবে তার কাছে ১.৭৩
লাখ টাকা মূল্যের চারটি সোনার আংটি রয়েছে।
PM Modi Invests In NSC: কত টাকা বিনিয়োগ করেছেন প্রধানমন্ত্রী ?
প্রধানমন্ত্রীর অফিসের ওয়েবসাইটে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদি পোস্ট অফিসে জাতীয় সঞ্চয় শংসাপত্রে (NSC) 9,05,105 টাকা জমা দিয়েছেন। কারণ তিনি এই স্কিমে বেশি বিশ্বাস করেন।ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (NPS) এর ম্যাচুরিটির মেয়াদ 5 বছর। বর্তমানে NSC-তে 6.80 শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। যা এফডির চেয়ে ঢের বেশি। এ ছাড়াও NSC-তে বিনিয়োগের উপর আয়কর আইনের 80C-এর অধীনে, বার্ষিক 1.5 লক্ষ টাকার বিনিয়োগে কর ছাড় পাবেন বিনিয়োগকারী। এ ছাড়াও, মেয়াদপূর্তির পর অর্জিত সুদের উপর কোনও কর দিতে হবে না। আপনি NSC-তে যত খুশি বিনিয়োগ করতে পারেন, কারণ সেখানে সর্বোচ্চ বিনিয়োগের কোনও সীমা নেই। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে কেউ 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা ও তার বেশি মূল্যের শংসাপত্র কিনতে পারেন বিনিয়োগকারী।