FASTag Update: FASTag-এর KYC আপডেট করেননি এখনও ! এখনই কি বন্ধ হবে অ্যাকাউন্ট ?
FASTag Rules: ৩১ জানুয়ারি ছিল আপডেটের সময়সীমা। এবার সেই মেয়াদ বাড়ল FASTag-এর KYC আপডেটের। কতদিন পর্যন্ত করা যাবে এই কাজ ?
FASTag Rules: এর আগে সরকারের তরফে জানানো হয়েছিল ৩১ জানুয়ারির মধ্যেই KYC আপডেট করতে হবে FASTag-এর। আর তা না করলে ১ ফেব্রুয়ারি থেকেই কালো তালিকাভুক্ত হয়ে যাবে FASTag অ্যাকাউন্ট। তবে এবার স্বস্তি ! KYC আপডেটের সময়সীমা বাড়ান হয়েছে। এখনও আপডেট না করে থাকলে দুশ্চিন্তার কিছু নেই, এখনই নিষ্ক্রিয় হবে না অ্যাকাউন্ট।
সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই FASTag-এর KYC আপডেটের সময়সীমা বাড়ান হয়েছে। এর মধ্যেই সকলকে আপডেট করে নিতে হবে।
FASTag KYC আপডেটের উপায়
- প্রথমে FASTag-এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে যান প্রথমেই।
- নিজের মোবাইল নম্বর দিয়ে লগ ইন করুন, একটা ওটিপি আসবে ফোনে, সেটা লিখলেই লগ ইন হয়ে যাবে।
- হোমপেজে দেখবেন লেখা আছে 'My Profile'। সেখানে ক্লিক করলে KYC অপশন দেখাবে।
- সমস্ত তথ্য পূরণ করে সাবমিট বাটন ক্লিক করুন।
- এভাবে খুব সহজেই KYC প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
প্রয়োজনীয় নথি
ভেহিকল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, অ্যাড্রেস প্রুফ, একটি পাসপোর্ট আকারের ফটো নথি হিসেবে লাগবে এই KYC আপডেটের জন্য।
শুধু KYC আপডেটই নয়, একইভাবে বাড়ি বসেই আপনার KYC-র স্ট্যাটাসও দেখা যায়। তবে স্ট্যাটাস দেখার জন্য fastag.ihmcl.com ওয়েবসাইটে গিয়ে পেজের একেবারে ডানদিকে লগ ইন ট্যাবে ক্লিক করে মোবাইল নম্বর আর ওটিপি দিয়ে লগ ইন করতে হবে। তারপর মাই প্রোফাইল অংশে গিয়ে সহজেই দেখা যাবে আপনার KYC Status।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে, নির্দিষ্ট সময়মত FASTag-এর KYC আপডেট না করলে এই অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যাবে এবং অ্যাকাউন্টে টাকা থাকলেও তা অপারেট করা যাবে না। সর্বোপরি সরকারের খাতায় কালো তালিকাভুক্ত হয়ে যাবে এই অ্যাকাউন্ট।
দেখা গিয়েছে সারা দেশে প্রায় ৮ কোটি মানুষ তাদের গাড়িতে FASTag ব্যবহার করেন। মূলত টোল ট্যাক্স সংগ্রহের পদ্ধতি হিসেবে ব্যবহার হয় এই ট্যাগ। গাড়িতে এই ট্যাগ লাগান থাকলে টোল প্লাজায় কর্মীরা শুধুমাত্র স্ক্যান করেই টোল কেটে নিতে পারেন সহজে। আলাদা করে টাকা দেওয়ার দরকার পড়ে না। অ্যাকাউন্ট থেকেই নির্দিষ্ট পরিমাণ টোল ট্যাক্স কাটা যায়। স্বয়ংক্রিয় এই ব্যবস্থা জাতীয় সড়ক ব্যবহারকারী যাত্রীদের জন্য আরামদায়ক এবং সময়সাশ্রয়ী ব্যবস্থা চালু করেছে। NHAI-এর পক্ষ থেকে 'One Vehicle, One FASTag' উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: IMPS Rule: ফেব্রুয়ারির ১ তারিখ থেকেই বদলে যাবে IMPS-এর নিয়ম, টাকা ট্রান্সফারের নিয়মে কী সুবিধে ?