Indian Railways: প্রশ্নের উত্তর দিলেই ৬০০০টাকা, ভারতীয় রেল দিচ্ছে এই সুযোগ !
Viral News: ভারতীয় রেলের (Indian Railways) বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই জিততে পারবেন ৬ হাজার টাকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর।
Viral News: ভারতীয় রেলের (Indian Railways) বিষয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই জিততে পারবেন ৬ হাজার টাকা। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এই খবর। আপনার কাছে এই খবর এসেছে কি ?
Railway Ticket Booking: দেশের লাইফলাইন রেল
দিনে লক্ষ লক্ষ যাত্রী রেলে যাতায়াত করেন। তাই ভারতীয় রেলওয়েকে দেশের লাইফলাইন বলা হয়। প্রতিদিন কয়েকশো ট্রেন পরিচালনা করে যাত্রীদের তাদের গন্তব্যে পৌঁছে দেয় রেল কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার জন্য রেলওয়ে অনলাইন টিকিট বুকিংয়ের সুবিধাও দেয় ইন্ডিয়ান রেলওয়ে।
Indian Railways: পরিবহণ ভর্তুকি নিয়ে প্রশ্ন
ভারতীয় রেল কি পরিবহণ ভর্তুকির সুবিধা দিচ্ছে ? গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দিতে পারলেই জিতে নিতে পারেন ৬ হাজার টাকা। সম্প্রতি এই বার্তাই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। যার সত্যতা যাচাই করেছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক টিম। জেনে নিন আসল সত্যটা কী ?
PIB Fact Check: রেলের বার্তা নিয়ে পিআইবি-র ট্যুইট
সম্প্রতি এই ট্যুইটের বিষয়ে বার্তা পাঠিয়েছে পিআইবি। যেখানে বলা হয়েছে, রেলওয়ের নামে একটি জাল লাকি ড্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে লেখা আছে পুরো ৬০০০ টাকা জেতার সুযোগ রয়েছে।
Indian Railways: ভুয়ো বার্তা ভাইরাল ?
PIB জানিয়েছে, ভারতীয় রেল এই ধরনের কোনও বার্তা পাঠাচ্ছে না।এই ভুয়ো লটারির বার্তা কেউ যেন ছড়িয়ে না দেয়। এই ধরনের বার্তা থেকে সাবধান হওয়া উচিত দেশবাসীর।
সত্যতা যাচাইয়ের পর পিআইবি জানিয়েছে, এই বার্তাটি পুরোপুরি ভুয়ো। পিআইবি বলেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ধরনের বার্তা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনওভাবেই এই ধরনের বার্তা ফরোয়ার্ড বা শেয়ার করা উচিত নয়। এই ধরনের বার্তায় গ্রাহককে বিভ্রান্ত করাই প্রতারকদের আসল উদ্দেশ্য। এখানে আপনার ব্যক্তিগত তথ্য দিলেই খোয়াতে পারেন টাকা। তাই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার আগে সতর্ক হোন।
PIB Fact Check: আপনি চাইলে ফ্যাক্ট চেকও করতে পারেন
আপনার কাছেও যদি এই ধরনের কোনও বার্তা আসে তাহলে আপনি তার সত্যতা জানতে একটি ফ্যাক্ট চেক করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি PIB-র মাধ্যমে সত্যতা যাচাই করতে পারেন। এর জন্য আপনাকে অফিশিয়াল লিঙ্ক https://factcheck.pib.gov.in/ দেখতে হবে। এছাড়াও, আপনি ভিডিওটি পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বর +918799711259 বা ইমেল: pibfactcheck@gmail.com- এ।