LIC Policy: ১০০ বছরের সুবিধা, LIC-র এই প্ল্যানে নিশ্চিত লাভের সঙ্গে বিমা কভারেজ
LIC Jeevan Umang Policy: এটি একটি এনডাউমেন্ট পলিসি যা আপনাকে মেয়াদ শেষে একটি মোটা অঙ্কের সুবিধাও দেয়৷
LIC Jeevan Umang Policy: বেসরকারি একাধিক বিমা কোম্পানির ভিড়ে আজও LIC-র ওপর ভরসা রাখে দেশবাসী। রাষ্ট্রায়ত্ত এই কোম্পানিতে নিশ্চিত লাভের পাশাপাশি পাওয়া যায় সরকারের আর্থিক সুরক্ষা। ফলে নিত্যদিন বেড়েই চলেছে Life Insurance Corporation of India-র চাহিদা। দেশবাসীর এই চাহিদার কথা মাথায় রেখে দারুণ পলিসি এনেছে LIC। জেনে নিন কী এই স্কিম ?
LIC Jeevan Umang Policy: যে বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্ত বিনিয়োগ করতে পছন্দ করেন, তারা দিনের শেষে এলআইসিকেই বেছে নেন। আজ আমরা আপনাকে LIC-এর এমন একটি পলিসি সম্পর্কে তথ্য দিতে যাচ্ছি, যাতে আপনি বিনিয়োগ করে 100 বছর পর্যন্ত বিমা কভারেজের সুবিধা পাবেন। এই পলিসি হল LIC-এর জীবন উমং পলিসি। এটি একটি এনডাউমেন্ট পলিসি যা আপনাকে মেয়াদ শেষে একটি মোটা অঙ্কের সুবিধাও দেয়৷
LIC Jeevan Umang Policy: জীবন উমং পলিসির হাইলাইটস
আপনি 90 দিন বয়স থেকে 55 বছর বয়স পর্যন্ত এই পলিসি নিতে পারেন।
এটি আপনাকে কেবল জীবন বীমা কভার দেয় না, এর সঙ্গে বিমা পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে আপনি মেয়াদপূর্তিতে সময়ে সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পেতে শুরু করবেন।
যদি একজন ব্যক্তি 100 বছরের আগে মারা যান, তাহলে এমন পরিস্থিতিতে আমানতের পরিমাণ নমিনিকে দেওয়া হবে।
আপনি এই পলিসির মেয়াদ 15 বছর, 20 বছর, 25 বছর ও 30 বছর পর্যন্ত বেছে নিতে পারবেন।
এই পলিসিতে, বিনিয়োগকারী ন্যূনতম 2 লক্ষ টাকার একটি ন্যূনতম নিশ্চিত অর্থ পাবেন৷
LIC Jeevan Umang Policy: প্রতিদিন ৪৩ টাকার বিনিয়োগে এত বেশি রিটার্ন পান
এই নীতির সুবিধাগুলি পেতে আপনি প্রতিদিন 43 টাকা করে বিনিয়োগ শুরু করতে পারেন। এর অর্থ আপনি প্রতি মাসে প্রায় 1302 টাকা বিনিয়োগ করবেন। এই প্রিমিয়াম বছরে গিয়ে দাঁড়াবে 15,298 টাকা৷ আপনি যদি 30 বছরের মেয়াদ বেছে নেন, তাহলে এই ক্ষেত্রে মোট জমার পরিমাণ হবে 4.58 লক্ষ টাকা।
LIC Jeevan Umang Policy: আপনি যদি 40 বছর বয়সে এই পলিসিটি কিনে থাকেন, তাহলে আপনাকে 70 বছরের জন্য এর প্রিমিয়াম দিতে হবে। এর পরে, 71 বছর থেকে 100 বছর পর্যন্ত আপনি প্রতি মাসে 3333 টাকা পাবেন। অর্থাৎ বছরে পাবেন প্রায় 40 হাজার টাকা। এই মোট লাভ হবে প্রায় 27.60 লক্ষ টাকা। যদি একজন ব্যক্তি 100 বছর বয়সের আগে মারা যান, তবে এমন পরিস্থিতিতে পুরো অর্থ তার নমিনিকে দেওয়া হবে।
LIC Jeevan Umang Policy: টার্ম রাইডারও উপকৃত হবেন
এই পলিসিতে আপনি রাইডারের সুবিধাও পাবেন। যদি কোনও পলিসি হোল্ডার সড়ক দুর্ঘটনায় মারা যান বা সেই ব্যক্তি অক্ষম হয়ে পড়েন, তাহলে এমন পরিস্থিতিতে নমিনি বা পলিসি হোল্ডার সুবিধা পান। এর সঙ্গে আপনি এই পলিসিতে বিনিয়োগ করে আয়করের ধারা 80C এর আওতায় ছাড় পাবেন। এই পলিসিতে বিনিয়োগ করে 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড় পাবেন বিনিয়োগকারী।
আরও পড়ুন : SBI Alert: এই নম্বর থেকে কল করছে প্রতারকরা, গ্রাহকদের সতর্ক করল SBI